করোনা নয়, অন্ধ্র প্রদেশে অজানা রোগ ছড়াচ্ছে জল থেকে!
সে রাজ্যের স্বাস্থ্যমন্ত্রক অনুসারে, এই রহস্যময় রোগে মোট আক্রান্ত হয়েছেন ৫০৫ জন। যার মধ্যে ৩৭০ জন ইতিমধ্যেই সুস্থ হয়ে উঠেছেন।
ইলুরু: অন্ধ্র প্রদেশের ইলুরু (Eluru) এলাকায় কয়েক দিন ধরেই ছড়াচ্ছিল রহস্যময় এক রোগ। যেখানে ঘন ঘন বমি ভাব ও কাঁপুনির উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন প্রায় ৫০০ জন রোগী। প্রাণও হারিয়ে ছিলেন ৪৫ বছর বয়সী একজন। রক্ত, মূত্র পরীক্ষা করেও রোগ চিহ্নিত করতে পারছিলেন না চিকিৎসকরা। অবশেষে সামনে এল আসল কারণ।
এইমসের (AIIMS) প্রতিনিধি দল অন্ধ্র প্রদেশের মুখ্যমন্ত্রী জগন্মোহন রেড্ডিকে রিপোর্ট দিয়ে জানিয়েছে, রহস্যময় রোগ ছড়াচ্ছিল জলের ফলে। তবে গতকাল পর্যন্ত জল পরীক্ষা করেও অধরা ছিল রহস্যের সমাধান। কিন্তু এইমস জানাল জলেই গন্ডগোল। প্রতিনিধি দল জানিয়েছে, জল ও দুধে লেড ও নিকেলের মতো ধাতব পদার্থ মিশে যাওয়ার ফলেই এই রহস্যময় রোগ দেখা দিয়েছিল। মুখ্যমন্ত্রীর অফিস থেকেও বিবৃতি দিয়ে একথা জানানো হয়েছে।
আরও পড়ুন: ৫০ শতাংশ পড়ুয়া নিয়ে স্কুল খুলল ত্রিপুরায়
তবে এখনও অনেক পরীক্ষার ফল আসা বাকি। ইন্ডিয়ান ইনস্টিটিউট অব কেমিক্যাল টেকনোলজি-সহ একাধিক সংস্থার ফল এলে তবেই নিশ্চিত হওয়া যাবে এই বিষয়ে। সে রাজ্যের স্বাস্থ্যমন্ত্রক অনুসারে, এই রহস্যময় রোগে মোট আক্রান্ত হয়েছেন ৫০৫ জন। যার মধ্যে ৩৭০ জন ইতিমধ্যেই সুস্থ হয়ে উঠেছেন। ১২০ জন এখনও চিকিৎসাধীন। ১৯ জন গুরুতর অসুস্থ হওয়ায় তাদের অন্য হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে।