Ashwini Vaishnaw: ‘আপনি একধাপ এগোন…’, স্ট্যালিনকে জবাব দিলেন রেলমন্ত্রী
Ashwini Vaishnaw: রেলমন্ত্রী লিখেছেন, "এনডিএ সরকার তামিলনাড়ুতে রেলওয়ের উন্নয়নের জন্য ৬ হাজার ৩৬২ কোটি টাকা বরাদ্দ করেছে। যা বলা যায় রেকর্ড। ইউপিএ সরকারের আমলে তামিলনাড়ুতে করা গড় বরাদ্দের সাতগুন বেশি।"
দিল্লি: তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবকে অনুরোধ করেছিলেন, তাঁর রাজ্যে রেলের যাবতীয় প্রকল্পের জন্য পর্যাপ্ত পরিমাণ অর্থ অনুমোদন করা হোক। এবার সেই রাজ্যের মুখ্য়মন্ত্রীকে এক্স হ্যান্ডেলে মেনশন করে উত্তর দিলেন অশ্বিনী বৈষ্ণব। তামিলনাড়ুতে রেল প্রকল্পের কাজে মোট কত কোটি টাকা বরাদ্দ হয়েছে তার একটি খতিয়ানও তুলে ধরেন তিনি।
রেলমন্ত্রী লিখেছেন, “এনডিএ সরকার তামিলনাড়ুতে রেলওয়ের উন্নয়নের জন্য ৬ হাজার ৩৬২ কোটি টাকা বরাদ্দ করেছে। যা বলা যায় রেকর্ড। ইউপিএ সরকারের আমলে তামিলনাড়ুতে করা গড় বরাদ্দের সাতগুন বেশি।” সঙ্গে রেলমন্ত্রী এও জানিয়েছেন, সাংবিধানিক কাঠামো অনুযায়ী রেলকে জমি দেয় রাজ্য। তিনি লিখেছেন, “আপনার সরকার যদি জমি অধিগ্রহণে আমাদের সহায়তা করে তবে প্রকল্পগুলি দ্রুত কার্যকর করা যেতে পারে।”
Would like to bring the following facts to the notice of Hon’ble CM Thiru @mkstalin
NDA government has allocated a record amount of Rs 6,362 Crore for developing railways in Tamil Nadu.
This amount is more than 7 times the average allocation done in UPA era (only Rs 879 Crore… https://t.co/wLh86JREmN
— Ashwini Vaishnaw (@AshwiniVaishnaw) August 19, 2024
অশ্বিনী বৈষ্ণব জানিয়েছেন, “আমাদের ২ হাজার ৭৪৯ হেক্টর জমির প্রয়োজন। তবে এখনও পর্যন্ত মাত্র ৮০৭ হেক্টর জমি অধিগ্রহণ করা হয়েছে।” রেলমন্ত্রী আশ্বাস দিয়ে জানিয়েছেন,”আমরা আপনার কাছে থেকে জমি চাইছি। আমরা প্রতিশ্রুতি দিচ্ছি, আপনি যদি একধাপ এগোন আমরা তামিলনাড়ুতে রেলপথের উন্নয়নের জন্য দু’ধাপ পদক্ষেপ করব।” ২০২৪-২০২৫ অর্থবর্ষে দক্ষিণ রেলের জন্য তহবিল বরাদ্দ উল্লেখযোগ্য ভাবে হ্রাস পেয়েছে বলে জানান করেন স্ট্যালিন। এর জেরে তামিলনাড়ুতে প্রকল্পগুলি বাস্তবায়ন প্রভাব পড়বে বলেও হতাশ প্রকাশ করেন তিনি।
Hon’ble @AshwiniVaishnaw, we are deeply concerned about the significant reduction of ₹674.8 cr for new line projects and ₹285.64 cr for doubling projects in Southern Railways as per the 2024-25 budget.
This will severely impact vital projects in Tamil Nadu. I urge your… pic.twitter.com/R9Dn3CDxBN
— M.K.Stalin (@mkstalin) August 19, 2024