NDA: এনডিএ-র ২৫তম বর্ষপূর্তি মহাসমারোহে উদযাপনের বার্তা দিয়েছেন মোদীজি: প্রহ্লাদ যোশী
NDA: কিছুদিন আগে বেঙ্গালুরুতে ‘ইন্ডিয়া’ জোটের ভবিষ্যত নিয়ে বৈঠকেও বসেন বিরোধী শিবিরের নেতারা। অন্যদিকে আবার ওই দিনই বৈঠকে বসেছিল এনডিএ-র জোট শরিকেরাও।
নয়া দিল্লি: মহাসমারোহে উদযাপন করতে হবে ন্যাশনাল ডেমোক্র্যাটিক অ্য়ালায়েন্স বা এনডিএ-র ২৫তম বর্ষপূর্তি। এগিয়ে নিয়ে যেতে হবে অটল বিহারী বাজপেয়ী, লালকৃষ্ণ আদবানির ভাবনা। বিজেপির সংসদীয় দলের বৈঠকে এই বার্তাই দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Narendra Modi)। মঙ্গলবার এ কথা জানালেন কেন্দ্রীয় মন্ত্রী প্রহ্লাদ যোশী। প্রসঙ্গত, লোকসভা নির্বাচনকে পাখির চোখ করে ইতিমধ্যেই গোটা দেশে জোট বেঁধে ফেলেছে ২৬ বিরোধী দল। এক ছাতার তলায় এসেছে কংগ্রেস, তৃণমূল কংগ্রেস, সিপিআইএমের মতো দলগুলি। তৈরি হয়েছে ইন্ডিয়ান ন্যাশনাল ডেভলেপমেন্টাল ইনক্লুসিভ অ্য়ালায়েন্স বা ইন্ডিয়া। কিছুদিন আগে বেঙ্গালুরুতে জোটের ভবিষ্যৎ নিয়ে বৈঠকেও বসেন বিরোধী শিবিরের নেতারা। অন্যদিকে আবার ওই দিনই বৈঠকে বসেছিল এনডিএ-র জোট শরিকেরাও। পাখির চোখ চব্বিশের লোকসভা নির্বাচন।
এরইমধ্যে এবার বিজেপির সংসদীয় দলের বৈঠকের কথা শোনা যেতেই সেদিকে নজর ছিল রাজনৈতিক মহলের। সূত্রের খবর, বৈঠকের শুরুতেই সদ্য প্রয়াত আরএসএস চিন্তক মদন দাস দেবীর প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করা হয়। পাশাপাশি চলতি বছরের শুরুতে প্রয়াত সাংসদ গিরিশ বাপাত, রতন লাল কাটারিয়াদের উদ্দেশেও শ্রদ্ধা নিবেদন করা হয়। তারপরই শুরু হয় বৈঠক।
বৈঠক প্রসঙ্গে বলতে গিয়ে প্রহ্লাদ যোশী বলেন, “এবারই এনডিএ-র ২৫ বছর পূর্তি হচ্ছে। বিজেপি নেতা অটল বিহারী বাজপেয়ী, লালকৃষ্ণ আদবানিদের হাতে তৈরি এই জোটের বিজয়রথ আজও এগিয়ে চলেছে। তাই এই জোটের ২৫ বছর অবশ্যই উদযাপন করতে হবে। একইসঙ্গে জোটসঙ্গীদের সঙ্গে জোটের ভবিষ্যৎ নিয়ে আলোচনা চালিয়ে যেতে হবে। কী করে এনডিএ-র হাত আরও শক্ত করা যায় সে বিষয়েও আলোচনা করে যেতে হবে।” এখানেই না থেমে তিনি আরও বলেন, “আমরা যখন ২০১৪ সালে ক্ষমতায় আসি তখন আমরা দশম স্থানে ছিলাম, দ্বিতীয় বার ক্ষমতায় আসার পর ভারত পঞ্চম স্থানে উঠে আসে। মোদীজি বলেছেন তৃতীয়বার আমাদের সরকার মসনদে বসার পর আমাদের দেশ বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতি হয়ে যাবে।”