আরেকটি টুইটে তিনি দাবি করেন, সর্বদলীয় বৈঠকে প্রধানমন্ত্রী নাকি কেবল নয় মিনিট উপস্থিত ছিলেন। তিনি লেখেন, “১১টা থেকে ১.২৮ মিনিট অবধি বিরোধী দলের নেতারা কথা বললেন, সরকারকে গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনার অনুরোধ জানালেন। ১.২৯-এ তিনি (প্রধানমন্ত্রী) ঢুকলেন. ১.৩০-১.৩১ অবধি ছবি তোলা হল। ১.৩২ থেকে ১.৩৪ মিনিট অবধি শেষ বিরোধী নেতা কথা বললেন। ১.৩৫ থেকে ১.৩৯ মিনিট অবধি উনি কথা বললেন। ১.৪০ এ বৈঠক শে। মাত্র ৯ মিনিটের জন্য প্রধানমন্ত্রী বৈঠকে ছিলেন।”   আরও পড়ুন: মন্ত্রীর সঙ্গে সেলফি তোলার খরচ ১০০ টাকা