AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Password Threat: পাসওয়ার্ড বসাতে গিয়ে এই ভুলেই হ্যাকাররা পেয়ে যাচ্ছে সব তথ্য! আপনিও সর্বস্বান্ত হতে পারেন…

Hacking: কমপারিটেক (Comparitech) নামে একটা ব্রিটিশ সংস্থা সারা দুনিয়ায় এবছর এখনও পর্যন্ত হ্যাক হয়ে যাওয়া ২০০ কোটি অ্যাকাউন্টের ওপর একটা সমীক্ষা চালিয়েছে। ২০০ কোটি পাসওয়ার্ড তারা খতিয়ে দেখেছে। সেখানে দেখা যাচ্ছে যে ৬৫ শতাংশ অ্যাকাউন্ট হ্যাক হয়েছে শুধুমাত্র সহজ পাসওয়ার্ডের জন্য।

Password Threat: পাসওয়ার্ড বসাতে গিয়ে এই ভুলেই হ্যাকাররা পেয়ে যাচ্ছে সব তথ্য! আপনিও সর্বস্বান্ত হতে পারেন...
প্রতীকী চিত্র।Image Credit: Pixabay
| Updated on: Nov 20, 2025 | 9:27 AM
Share

নয়া দিল্লি:  ব্যাঙ্ক অ্যাকাউন্ট, সোশ্যাল মিডিয়া, ই-মেল, কম্পিউটার, ফোন- সব জায়গাতেই পাসওয়ার্ড দিতে হয়। আর হ্যাকাররা বসে আছে এইসব পাসওয়ার্ড হ্যাক করার জন্য। এরজন্য হ্যাকারদের কাছে নানা সফটওয়্যার থাকে। যা ব্যবহার করে সহজ পাসওয়ার্ড সেকেন্ডের মধ্যে ক্র্যাক করা যায়। জটিল পাসওয়ার্ডও সবসময় নিরাপদ নয়। তবে সহজ পাসওয়ার্ড ব্যবহার করার অর্থ হল চোরকে নেমন্তন্ন করে ডেকে আনা। মনে রাখার সুবিধার জন্য কখনও বা নেহাত আলসেমি করে নানা অ্যাকাউন্টে সহজ পাসওয়ার্ড সেট করে রাখে অনেকেই। আর এতেই বিপদ। কেন জানেন?

কমপারিটেক (Comparitech) নামে একটা ব্রিটিশ সংস্থা সারা দুনিয়ায় এবছর এখনও পর্যন্ত হ্যাক হয়ে যাওয়া ২০০ কোটি অ্যাকাউন্টের ওপর একটা সমীক্ষা চালিয়েছে। ২০০ কোটি পাসওয়ার্ড তারা খতিয়ে দেখেছে। সেখানে দেখা যাচ্ছে যে ৬৫ শতাংশ অ্যাকাউন্ট হ্যাক হয়েছে শুধুমাত্র সহজ পাসওয়ার্ডের জন্য। যেখানে ক্যারেকটারের সংখ্যা ছিল ১২-র কম। এর মধ্যে ভারতীয়দের অ্যাকাউন্টও রয়েছে।

সমীক্ষা বলছে, বিশ্বে সর্বাধিক ব্যবহৃত পাসওয়ার্ড হল ১২৩৪৫৬। ২০০ কোটি কমপ্রোমাইজড অ্যাকাউন্টের মধ্যে ৭৬ লক্ষ অ্যাকাউন্টে এই পাসওয়ার্ড ছিল। এরপরই আছে ১২৩৪৫৬৭৮৯ এবং ১২৩৪৫৬৭৮। তারপর রয়েছে অ্যাডমিন শব্দটা। ১২৩৪ রয়েছে এর পরে। এ ছাড়াও পাসওয়ার্ড শব্দটাকেই পাসওয়ার্ড হিসাবে বেছে নিয়েছেন বহু মানুষ। তালিকায় রয়েছে কোয়ার্টি১২৩, কোয়ার্টি১, সিক্রেট, ১২৩১২৩-এর মতো আরও নানা অতি সহজ পাসওয়ার্ড। ১১১১১-এর মতো পাসওয়ার্ডও লিস্টে রয়েছে।

দেখা যাচ্ছে ভারতীয়দের মধ্যে ইন্ডিয়া১২৩ ব্যবহারের একটা প্রবণতা রয়েছে। এই পাসওয়ার্ডও হ্যাক হয়েছে দেদার।  এই লিস্টের মধ্যে থাকা কোনও পাসওয়ার্ড যদি কেউ ব্যবহার করেন, তাহলে এখনই সেটা বদল করে ফেলুন। মাত্র ৩ শতাংশ ক্ষেত্রে দেখা গিয়েছে যে জটিল পাসওয়ার্ডও হ্যাক হয়েছে।

হ্যাকারদের হাত থেকে রক্ষা পেতে উপায় জটিল পাসওয়ার্ডই। এবার অনেকের প্রশ্ন থাকতে পারে যে ব্যাঙ্কে তো এখন আলফা-নিউমারিক পাসওয়ার্ড বাধ্যতামূলক। তাহলে তো টাকা-পয়সা খোয়া যাওয়ার ভয় নেই। সমস্যা হল, আপনি যদি অন্যান্য জায়গায় উইক পাসওয়ার্ড দেন, তাহলে সেখান থেকে হ্যাকাররা আপনার যাবতীয় ডিজিটাল ফুটপ্রিন্ট খুঁজে নেবে। টাকা না গেলেও ব্যক্তিগত তথ্য বেরিয়ে যাবে। ব্ল্যাকমেলিংয়ের শিকার হতে পারেন তখন।

তাহলে, এসব থেকে বাঁচার উপায় কী? সাধারণত মনে রাখার সুবিধার জন্য অনেকেই নিজের কিংবা প্রিয়জনের নামের বানান, ফোন নম্বর, জন্মতারিখ, সাল দিয়ে পাসওয়ার্ড তৈরি করেন। বিশেষজ্ঞরা বলছেন এসব একেবারে করা যাবে না। নিজের নাম বা কোনও সহজ নাম দেওয়া যাবে না। ছাড়তে হবে কমন পাসওয়ার্ড ব্যবহারের অভ্যাস। সব পাসওয়ার্ড হতে হবে কঠিন থেকে কঠিনতর। ছোট ও বড় হাতের অক্ষর, সংখ্যা, প্রতীক – সবমিলিয়ে পাসওয়ার্ড বানাতে হবে। ক্যারেকটারের সংখ্যা হতে হবে ১২ থেকে ১৬। সব অ্যাকাউন্টে আলাদা আলাদা পাসওয়ার্ড দিতে হবে। আর ৩ থেকে ৬ মাস অন্তর বদল করতে হবে পাসওয়ার্ড।