ঘেন্নায় গা গুলিয়ে উঠবে আপনারও! চার বছরের শিশুকে যৌন নির্যাতন ৮০ পার ‘দাদু-দিদার’
প্রতিবেশি ওই বৃদ্ধ দম্পতিতে (Old Couple) 'দাদা', 'দাদি' বলে ডাকত শিশু কন্যাটি।
মুম্বই: স্বামীর বয়স ৮৭ বছর। স্ত্রী ৮১’র বৃদ্ধা। চার বছরের এক শিশুকে যৌন নির্যাতনের (Sexual Assault) অপরাধে এই দম্পতিকে ১০ বছরের সশ্রম কারাদণ্ডের নির্দেশ দিল মুম্বইয়ের বিশেষ আদালত। এমন ঘটনা কার্যত নজিরবিহীন! দাদুর বয়সী লোকের এমন কুকীর্তি আকছাড় কানে আসে। কিন্তু একজন অশীতিপর বৃদ্ধার এমন কাণ্ডে তাজ্জব সকলে।
মুম্বই পুলিশ সূত্রে খবর, ২০১৩ সালে গিরগাঁওয়ে এই ঘটনা ঘটে। আবাসনের একটি ফ্ল্যাটে খেলতে গিয়েছিল চার বছরের ওই শিশু কন্যা। অভিযোগ, ঘরে ফেরার সময় ওই ‘দাদা’, ‘দাদি’ তাকে ডাকে। এরপরই ওই দম্পতি নিজেদের ঘরে নিয়ে গিয়ে শিশুটির সঙ্গে চরম অসভ্যতা করে। ঘরে ফিরে নির্যাতিতা ওই শিশু কন্যাা মাকে সবটা জানায়।
পরদিনই পুলিশের দ্বারস্থ হন ওই শিশুর মা-বাবা। গ্রেফতার করা হয় বৃদ্ধ দম্পতিকে। মামলা ওঠে বিশেষ আদালতে। পকসো আইনে আদালত এদিনের রায় দান করে। বিচারক রেখা পানধারে দোষীদের ১০ বছরের সশ্রম কারাদণ্ডের পাশাপাশি ১ লক্ষ টাকা জরিমানারও নির্দেশ দিয়েছেন। দাদু-ঠাকুমার বয়সী দম্পতি কীভাবে এমন ঘটনা ঘটাল তাতে কার্যত হতবাক আদালতও।
আরও পড়ুন: ‘ঐতিহাসিক’ ১৪ মার্চ ইস্তেহার প্রকাশ করবে তৃণমূল
সম্ভবত মুম্বইয়ে এটা প্রথম ঘটনা, যেখানে কোনও মহিলা পকসো আইনে দোষী সাব্যস্ত হল। শিশুও তার মায়ের বয়ান, মেডিক্যাল রিপোর্টের ভিত্তিতেই এই মামলার রায় দান করে আদালত।