Mukesh Ambani: ভারতের ইতিহাসে সবথেকে সফল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী: মুকেশ অম্বানী

Jan 23, 2024 | 3:39 PM

Mukesh Ambani praises PM Modi: গুজরাট তথা ভারতের বিকাশে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভূমিকার ভূয়সী প্রশংসা করেন মুকেশ অম্বানী। মোদীর জন্য়ই ভারত বদলে গিয়েছে বলে দাবি করেন তিনি। এর পাশাপাশি তিনি জানান, রিলায়েন্স বরাবর একটি গুজরাটি সংস্থা ছিল, ভবিষ্যতেও থাকবে।

Mukesh Ambani: ভারতের ইতিহাসে সবথেকে সফল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী: মুকেশ অম্বানী
'ভাইব্র্যান্ট গুজরাট' সম্মেলনে প্রধানমন্ত্রী মোদী এবং রিলায়েন্স গোষ্ঠীর চেয়ারম্যান মুকেশ অম্বানী
Image Credit source: PTI

Follow Us

গান্ধী নগর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীই ভারতের ইতিহাসের সবথেকে সফল প্রধানমন্ত্রী। বুধবার (১০ জানুয়ারি), এই শংসা দিলেন রিলায়েন্স গোষ্ঠীর চেয়ারম্যান মুকেশ অম্বানি। এদিন, গান্ধীনগরে ‘ভাইব্র্যান্ট গুজরাট’ সম্মেলনে যোগ দিয়েছিলেন এশিয়ার দ্বিতীয় ধনীতম ব্যক্তি। সেখানে বক্তৃতা দিতে গিয়ে গুজরাট তথা ভারতের বিকাশে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভূমিকার ভূয়সী প্রশংসা করেন মুকেশ অম্বানী। মোদীর জন্য়ই গুজরাট তথা ভারত বদলে গিয়েছে বলে দাবি করেন তিনি। এর পাশাপাশি তিনি জানান, রিলায়েন্স বরাবর একটি গুজরাটি সংস্থা ছিল, ভবিষ্যতেও থাকবে। ভারতে তাঁর সংস্থা মোট ১২ লক্ষ কোটি টাকার বিনিয়োগ করেছে। এর এক তৃতীয়াংশই গুজরাটে করা হয়েছে বলে জানান রিলায়েন্স চেয়ারম্যান।

এদিন মুকেশ অম্বানী বলেন, “আমি গেটওয়ে অব ইন্ডিয়া শহর থেকে আধুনিক ভারতের বিকাশের গেটওয়ে, গুজরাটে এসেছি। আমি একজন গর্বিত গুজরাটি। বিদেশীরা যখন নতুন ভারতের কথা ভাবেন, তখন তাঁদের মনে নতুন গুজরাটের ছবি ভেসে ওঠে। কীভাবে এই বদল ঘটল? এর পিছনে আছেন একজন নেতা। তিনি আমাদের সময়ের সর্বশ্রেষ্ঠ বিশ্বনেতা, প্রধানমন্ত্রী মোদী। তিনিই ভারতের ইতিহাসে সবথেকে সফল প্রধানমন্ত্রী।” তিনি আরও বলেন, “রিলায়েন্স এক গুজরাটি সংস্থা ছিল, আছে এবং সবসময় তাই থাকবে। বিগত ১০ বছরে সারা ভারতে বিশ্বমানের সম্পদ এবং সক্ষমতা তৈরিতে রিলায়েন্স ১৫০ বিলিয়ন ডলার, অর্থাৎ ১২ লক্ষ কোটি টাকার বেশি বিনিয়োগ করেছে। এর মধ্যে এক তৃতীয়াংশের বেশি শুধুমাত্র গুজরাটেই বিনিয়োগ করা হয়েছে।”

রিলায়েন্স গোষ্ঠীর চেয়ারম্যানের মতে, ভাইব্র্যান্ট গুজরাট সম্মেলনে বিশ্বের সবথেকে মর্যাদাপূর্ণ লগ্নিকারীরা যোগ দেন। এই ধরনের আর কোনও সম্মেলন দীর্ঘ ২০ বছর ধরে চলেনি বলে দাবি করেন তিনি। কিন্তু, যত দিন যাচ্ছে ততই এই সম্মেলনের শক্তি বাড়ছে বলে জানান মুকেশ অম্বানী। প্রধানমন্ত্রী মোদীর দূরদৃষ্টির ফলেই এটা সম্ভব হয়েছে বলে জানান তিনি। প্রসঙ্গত, গুজরাটের মুখ্যমন্ত্রী থাকাকালীন এই বাণিজ্য সম্মেলনের সূচনা করেছিলেন নরেন্দ্র মোদী। রাজ্যে লগ্নি টানার লক্ষ্যেই এই কর্মসূচি গ্রহণ করেছিল গুজরাট।

২০৪৭ সালের মধ্যেই ভারত ৩৫ ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত হবে বলে আশা প্রকাশ করেছেন মুকেশ অম্বানী। তাঁর মতে, শুধু গুজরাটের অর্থনীতিই ৩ ট্রিলিয়ন ডলারে গিয়ে ঠেকবে। এর জন্য আগামী প্রজন্ম প্রধানমন্ত্রী মোদীর কাছে কৃতজ্ঞ থাকবে বলে জানান তিনি। প্রধানমন্ত্রী মোদীর উপস্থিতিতেই তিনি বলেন, “আপনি (প্রধানমন্ত্রী মোদী) বিকাশিত ভারত গঠনের জন্য একটি দৃঢ় ভিত্তি স্থাপন করেছেন। অমৃতকালের মধ্যেই ভারত একটি সম্পূর্ণ উন্নত দেশ হিসাবে আত্মপ্রকাশ করবে। পৃথিবীর কোনও শক্তিই ভারতকে ২০৪৭ সালের মধ্যে ৩৫ ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত হওয়া থেকে আটকাতে পারবে না। গুজরাট একাই ৩ ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত হবে।”

Next Article