নয়া দিল্লি: লোকসভা নির্বাচনে বাংলা থেকে ১২ জন সাংসদ পেয়েছে বিজেপি। গেরুয়া শিবির যা লক্ষ্যমাত্রা স্থির করেছিল, তা ছুঁতে পারেনি তারা। তবে ভোট মিটতেই শুরু হয়ে গিয়েছে পরবর্তী রণকৌশল তৈরির প্রক্রিয়া। আগামিদিনে বাংলার জন্য কী করা যেতে পারে, সে ব্যাপারেই এবার প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বললেন বাংলার বিজেপি সাংসদরা। আজ, সোমবার সুকান্ত মজুমদার, শান্তনু ঠাকুর সহ ১২ জন সাংসদ দেখা করেছেন প্রধানমন্ত্রীর সঙ্গে।
সূত্রের খবর, নরেন্দ্র মোদী এদিন দলের সাংসদদের নির্দেশ দিয়েছেন, বাংলার উন্নয়নের জন্য কী করা যায়, তা জানাতে হবে। এছাড়া নিজেদের এলাকার কী কী উন্নয়ন করা যেতে পারে, সাংসদদের সেই পরিকল্পনা জানাতে হবে প্রধানমন্ত্রীর দফতরে।
আরও জানা গিয়েছে যে, নরেন্দ্র মোদী সাংসদদের বার্তা দিয়েছেন, যাতে মানুষের মধ্যে বিশ্বাস আসে সেই পদক্ষেপ করতে হবে। তিনি মনে করেন, মানুষের কল্যাণে উন্নয়নমূলক কাজ করতে পারবে একমাত্র বিজেপিই। মোদী বার্তা দিয়েছেন, বাংলার মানুষের স্বার্থে সব রকম সাহায্য করতে প্রস্তুত কেন্দ্রীয় সরকার।
বাংলায় এবার ৩০-৩৫টি আসন জয়ের লক্ষ্যমাত্রা রেখেছিল বিজেপি। নরেন্দ্র মোদী, অমিত শাহ ভোটের প্রচারে বাংলায় এসে সেই লক্ষ্যমাত্রা স্থির করে দিয়ে গিয়েছিলেন। তবে ফল প্রকাশের পর দেখা যায়, উত্তরবঙ্গে বেশিরভাগ আসনে বিজেপি ভাল ফল করলেও দক্ষিণবঙ্গে খুব বেশি আসন জিততে পারেনি তারা। সূত্রের খবর, ‘সোমবারের বৈঠকে নরেন্দ্র মোদী বলেছেন, লোকসভা নির্বাচনের ফল বাংলার মানুষের রাজনৈতিক ইচ্ছের সামগ্রিক বহিঃপ্রকাশ নয়।’