Narendra Modi TV9 Exclusive Interview: ‘রেখা পাত্রকে টাকা চাইতে বলেছিলাম, কিন্তু…’, TV-9 নেটওয়ার্কের বিশেষ সাক্ষাৎকারে সন্দেশখালি নিয়ে বড় বার্তা মোদীর

Narendra Modi TV9 Exclusive Interview: এদিন টিভি-৯ নেটওয়ার্কের ৫ সম্পাদকের সঙ্গে বিশেষ সাক্ষাৎকারে ফের একবার সন্দেশখালি ইস্যুকে সামনে রেখে সুর চড়ালেন মমতার সরকাররে বিরুদ্ধে। আরও একবার রেখা পাত্রের প্রশংসায় পঞ্চমুখও হতে দেখা যায়।

Narendra Modi TV9 Exclusive Interview: ‘রেখা পাত্রকে টাকা চাইতে বলেছিলাম, কিন্তু…’, TV-9 নেটওয়ার্কের বিশেষ সাক্ষাৎকারে সন্দেশখালি নিয়ে বড় বার্তা মোদীর
মোদীর মুখে ফের রেখা পাত্রের কথা Image Credit source: TV-9 Bangla
Follow Us:
| Updated on: May 02, 2024 | 10:10 PM

কলকাতা: সন্দেশখালি। লোকসভা নির্বাচনের মুখে যখন এই একটা শব্দে লাগাতার অস্বস্তির মুখে পড়েছে বাংলার শাসকদল তৃণমূল কংগ্রেস। তখন সন্দেশখালি ইস্যুকে কাজে লাগিয়ে ভোট বাক্স গোছাতে মুখিয়ে রয়েছে পদ্ম শিবির। পদ্ম নেতারা বারবার সুর চড়িয়েছেন বাংলায় বেড়ে চলা নারী নির্যাতন নিয়ে। কখনও মুখ খুলেছেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, কখনও সুর চড়িয়েছেন বঙ্গ বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও বাংলায় এসেছেন, করেছেন একের পর এক সভা। লাগাতার সুর চড়িয়েছেন বাংলার নারী নির্যাতন নিয়ে। কথা বলেছেন কৃষ্ণনগরের বিজেপি প্রার্থী তথা কৃষ্ণনগরের রানি মা অমৃত রায়ের সঙ্গে। কথা বলেছেন সন্দেশখালির প্রতিবাদী মুখ রেখা পাত্রের সঙ্গেও। এদিন টিভি-৯ নেটওয়ার্কের ৫ সম্পাদকের সঙ্গে বিশেষ সাক্ষাৎকারে ফের একবার সন্দেশখালি ইস্যুকে সামনে রেখে সুর চড়ালেন মমতার সরকাররে বিরুদ্ধে। আরও একবার রেখা পাত্রের প্রশংসায় পঞ্চমুখও হতে দেখা যায়।  

শুরুতে খানিক আক্ষেপের সুরে মোদী বলেন, “সন্দেশখালির মায়েদের সঙ্গে দেখা করার পর তাঁদের দুঃখের কথা শুনে চোখে জল এসে গিয়েছিল। কিন্তু ওখানের সরকার কোনওভাবে ওদের কথা শুনতে চায়নি। সন্দেশখালির বোন রেখা পাত্রকে আমরা টিকিট দিয়েছি। ফোনও করেছিলাম ওনাকে।” এরপরই তিনি বলেন, “ওনাকে বলেছিলাম আপনার কাছে হয়তো টাকা নেই খুব বেশি। আমরা মানুষের কাছে গিয়ে আপনার জন্য ভোট চাওয়ার পাশাপাশি ১ টাকা করে চাইব। কিন্তু, রেখা দেবী তাতে আপত্তি জানিয়েছিলেন। স্পষ্ট বলেছিলেন আমি টাকা চাইব না। আমি হাত জোড় করে শুধু ভোট চাইব। আমার টাকার দরকার নেই। যে বাংলায় এই নারী শক্তি আছে সেই বাংলা দেশকে এগিয়ে নিয়ে যেতে পারে।” 

এদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিশেষ সাক্ষাৎকারে TV9 নেটওয়ার্কের ‘রাউন্ড টেবিলে’ ছিলেন TV9 নেটওয়ার্কের একঝাঁক সম্পাদক। ছিলেন টিভি-৯  ভারতবর্ষ-এর সিনিয়র এক্সিকিউটিভ এডিটর নিশান্ত চতুর্বেদী, TV9 মারাঠি-র ম্যানেজিং এডিটর উমেশ কুমাওয়াত। ছিলেন TV9 তেলেগু-র ম্যানেজিং এডিটর ভেল্লালাচেরুভু রজনীকান্ত, TV9 বাংলার ম্যানেজিং এডিটর অমৃতাংশু ভট্টাচার্য। ছিলেন TV9-গুজরাটির চ্যানেল হেড কল্পক কেকরে এবং TV9 কন্নড়-এর চিফ প্রোডিউসর রঙ্গনাথ এস ভরদ্বাজ।

এই খবরটিও পড়ুন