Air Force: ভারতীয় বায়ুসেনায় নতুন দিগন্ত, কোটি কোটি টাকা বেঁচে যাচ্ছে এই সিদ্ধান্তে

Air Force: ওয়েপন সিস্টেম অপারেটর হিসেবে কাজ করার জন্য তাঁদের দুটি ধাপে ট্রেনিং দেওয়া হয়েছে। প্রাথমিকভাবে এয়ার ফোর্স অ্যাকাডেমি-তে ট্রেনিং পেয়েছেন তাঁরা। পরবর্তীতে হায়দরাবাদের বেগুমপেটে ওয়েপন সিস্টেম স্কুলে ট্রেনিং দেওয়া হয়েছে তাঁদের।

Air Force: ভারতীয় বায়ুসেনায় নতুন দিগন্ত, কোটি কোটি টাকা বেঁচে যাচ্ছে এই সিদ্ধান্তে
Image Credit source: PTI
Follow Us:
| Updated on: Dec 16, 2024 | 6:46 PM

নয়া দিল্লি: ভারতীয় বায়ুসেনায় যোগ দিচ্ছে নতুন একদল অফিসার। বায়ুসেনার অংশ হিসেবে নতুন তৈরি হয়েছে ‘ওয়েপন সিস্টেম ব্রাঞ্চ’। সেই শাখায় যোগ দিচ্ছেন প্রথম ব্যাচের অফিসাররা। হায়দরবাদের দুন্দিগালে এয়ার ফোর্স অ্যাকাডেমি থেকে সদ্য পাশ করেছেন তাঁরা।

মোট ২০৪ জন ক্যাডেট যোগ দিচ্ছেন এয়ার ফোর্সে। তার মধ্য়ে রয়েছেন ২৬ জন মহিলা। বায়ুসেনা প্রধান এ পি সিং-এর উপস্থিতিতে তাঁদের কম্বাইন্ড প্যারেড হয়।

ওয়েপন সিস্টেম অপারেটর হিসেবে কাজ করার জন্য তাঁদের দুটি ধাপে ট্রেনিং দেওয়া হয়েছে। প্রাথমিকভাবে এয়ার ফোর্স অ্যাকাডেমি-তে ট্রেনিং পেয়েছেন তাঁরা। পরবর্তীতে হায়দরাবাদের বেগুমপেটে ওয়েপন সিস্টেম স্কুলে ট্রেনিং দেওয়া হয়েছে তাঁদের।

২০২২-এ চণ্ডীগড়ে এয়ার ফোর্স ডে উদযাপনের সময় এই নতুন শাখা তৈরির কথা ঘোষণা করেছিলেন তৎকালীন বায়ুসেনা প্রধান বিবেক রাম চৌধুরী। স্বাধীনতার পর এটাই প্রথম কোনও নতুন অপারেশনাল ব্রাঞ্চ তৈরি করা হল।

চারটি পৃথক ক্ষেত্রকে এক জায়গায় করার জন্যই এই শাখা তৈরি হয়েছে। সারফেস-টু-এয়ার মিসাইল, সারফেস-টু-সারফেস মিসাইল, মাল্টি ক্রু এয়ারক্রাফট। নতুন শাখা তৈরি হওয়ার ফলে প্রায় ৩৪০০ কোটি টাকা বেঁচে যাবে বায়ুসেনার। সুখোই, অ্যাপাচে থেকে শুরু করে সুপার হারকিউলিস, সবকিছুর ওয়েপন সিস্টেম অপারেটর হিসেবে কাজ করবেন এই ব্যাচের অফিসাররা।