AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

UGC-NET পরীক্ষার নতুন সূচি প্রকাশ, এবার আর থাকছে না ওএমআর

UGC-NET: এবারের যে ইউজিসি নেট পরীক্ষা বাতিল হয়েছে, সেটি ওএমআর শিটে নেওয়া হয়েছিল। কিন্তু নতুন ঘোষণা হওয়া পরীক্ষাসূচি অনুযায়ী, ইউজিসি নেট পরীক্ষা নেওয়া হবে কম্পিউটারেই (সিবিটি মোডে)। যাঁরা গবেষণামূলক পড়াশোনা করতে চান বা যাঁরা কলেজে অধ্যাপনা করতে চান, তাঁদের কাছে ইউজিসি নেট পরীক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

UGC-NET পরীক্ষার নতুন সূচি প্রকাশ, এবার আর থাকছে না ওএমআর
ফাইল চিত্রImage Credit: Twitter
| Edited By: | Updated on: Jun 29, 2024 | 12:12 AM
Share

নয়া দিল্লি: পরীক্ষার একদিন পরেই বাতিল করে দেওয়া হয়েছিল এ বছরের জুন মাসের ইউজিসি-নেট পরীক্ষা। এবার নতুন দিনক্ষণ ঘোষণা করা হল। আগামী ২১ অগস্ট ও ৪ সেপ্টেম্বরের মধ্যে নেওয়া হবে ইউজিসি-নেট পরীক্ষা। পাশাপাশি জুলাই মাসের ২৫-২৭ তারিখের মধ্যে নেওয়া হবে সিএসআইআর-নেট পরীক্ষাও। এনসেট পরীক্ষা নেওয়া হবে আগামী ১০ জুলাই। সাম্প্রতিক বিতর্কের আবহে একের পর এক জাতীয় স্তরের পরীক্ষা বাতিল করার সিদ্ধান্ত নিয়েছিল ন্যাশনাল টেস্টিং এজেন্সি। এবার পরীক্ষা নিয়ামক সংস্থার তরফে শুক্রবার নতুন করে দিনক্ষণ ঘোষণা করা হল।

উল্লেখ্য, এবারের যে ইউজিসি নেট পরীক্ষা বাতিল হয়েছে, সেটি ওএমআর শিটে নেওয়া হয়েছিল। কিন্তু নতুন ঘোষণা হওয়া পরীক্ষাসূচি অনুযায়ী, ইউজিসি নেট পরীক্ষা নেওয়া হবে কম্পিউটারেই (সিবিটি মোডে)। যাঁরা গবেষণামূলক পড়াশোনা করতে চান বা যাঁরা কলেজে অধ্যাপনা করতে চান, তাঁদের কাছে ইউজিসি নেট পরীক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবারের জুন মাসের ইউজিসি নেটের প্রশ্ন ডার্ক ওয়েবে ফাঁস হওয়ার অভিযোগ উঠতেই সঙ্গে সঙ্গে পরীক্ষা বাতিলের সিদ্ধান্ত নিয়েছিল কেন্দ্র। ১৮ জুন পরীক্ষা ছিল। তার একদিন পরেই ১৯ জুন ঘোষণা করে দেওয়া হয়েছিল পরীক্ষা বাতিল।

স্বরাষ্ট্রমন্ত্রকের অধীনস্থ সাইবার ক্রাইম কোঅর্ডিনেশন সেন্টার থেকেই প্রথম শিক্ষামন্ত্রককে বিষয়টি জানানো হয়েছিল। শিক্ষামন্ত্রকে একটি রিপোর্ট পাঠিয়েছিল তারা। সেখানেই ইউজিসি নেট পরীক্ষা ঘিরে সন্দেহের কথা জানানো হয়েছিল। পরে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের মুখে উঠে আসে ‘ডার্ক নেটের’ তত্ত্ব। ঠিক কী হয়েছিল, তা খতিয়ে দেখতে সিবিআইকে তদন্তভার দেওয়া হয়েছে কেন্দ্রের তরফে। ইতিমধ্যেই সেই তদন্তে একাধিক গুরুত্বপূর্ণ তথ্য উঠে এসেছে কেন্দ্রীয় এজেন্সির হাতে। কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সূত্রে খবর, টাকা ঢাললেই ডার্ক ওয়েব মারফত পাওয়া যাচ্ছিল প্রশ্নপত্র। তাছাড়া একাধিক মেসেজিং প্ল্যাটফর্মেও নেটের প্রশ্ন বিক্রি হচ্ছিল বলে অভিযোগ উঠে এসেছে।