Obscene Dance: বারাণসীর মণিকর্নিকা ঘাটের শ্মশানে অশ্লীল নাচ! উড়ল টাকাও

Manikarnika Ghat: মণিকর্নিকা ঘাটে প্রতি বছর মহাশ্মশান নাথ বাবার অনুষ্ঠান হয়। কিন্তু সেই অনুষ্ঠান ঘিরে ওঠা অভিযোগ নিয়ে সরগরম বারাণসী।

Obscene Dance: বারাণসীর মণিকর্নিকা ঘাটের শ্মশানে অশ্লীল নাচ! উড়ল টাকাও
চটুল নাচ
Follow Us:
| Edited By: | Updated on: Mar 29, 2023 | 7:44 PM

বারাণসী: উত্তর প্রদেশের বারাণসীতে রয়েছে মণিকর্নিকা ঘাট। দেশের মধ্যে এই শ্মশানকে অন্যতম পবিত্র বলে গণ্য করা হয়। দেশের বিভিন্ন প্রান্তের মানুষ এসে এখানে ভিড় জমান। অনেকে জীবনের শেষ দিনগুলি কাটাতে চান গঙ্গার প্রান্তে এই শ্মশান ঘাটে। সম্প্রতি মণিকর্নিকায় মহাশ্মশান নাথ বাবা অনুষ্ঠান চলছিল। তিন দিনের এই অনুষ্ঠান ঘিরে জমজমাট ছিল মণিকর্নিকা শ্মশান চত্বর। সেই অনুষ্ঠানের শেষ দিন চটুল নাচের আসর বসার অভিযোগ উঠল। মঙ্গলবার সেই অনুষ্ঠান মঞ্চে অশ্লীল পোশাক পরে নাচলেন একাধিক মহিলা। সোশ্যাল মিডিয়ায় সেই সব ঘটনাক ছবি-ভিডিয়ো ছড়িয়ে পড়েছে। সেখানে ওই মহিলাদের নাচতে দেখা যাচ্ছে। এমনকি কিছু জনকে দেখা যাচ্ছে, নতর্কীদের উদ্দেশে টাকা ওড়াতে। এই ঘটনা ঘিরে ব্যাপক চাপানউতোর ছড়িয়েছে বারাণসীতে।

মণিকর্নিকা ঘাটে প্রতি বছর মহাশ্মশান নাথ বাবার অনুষ্ঠান হয়। কিন্তু সেই অনুষ্ঠান ঘিরে ওঠা অভিযোগ নিয়ে সরগরম বারাণসী। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ছবি-ভিডিয়োয় দেখা গিয়েছে, অনুষ্ঠান মঞ্চে রয়েছে বেশ কয়েক জন নতর্কী। স্বল্পবসনা পোশাক পরেই নাচছেন তাঁরা। তাঁদের উদ্দেশে টাকা ওড়াচ্ছেন মঞ্চের নীচ থাকা বেশ কয়েক জন ব্যক্তি।

যদিও মণিকর্নিকা মন্দির কর্তৃপক্ষের কাছে এ নিয়ে কোনও অভিযোগ আসেনি বলে জানা গিয়েছে। বিষয়টি নিয়ে মন্দিরের প্রশাসক গুলশন কুমার জানিয়েছেন, চটুল নাচের ব্যাপারে কোনও অভিযোগ তাঁদের কাছে কেউ করেননি। এ ব্যাপারে অভিযোগ করলে, বিষয়টি খতিয়ে দেখা হবে বলে জানিয়েছেন তিনি। তবে সুপ্রিম কোর্টের নির্দেশ সত্ত্বেও রাত ১০টা অবধি তারস্বরে লাউডস্পিকার বাজানোর বিষয়ে তিনি বলেছেন, এখানে যুগ যুগ ধরেই এই প্রথা চলে আসছে।