Old Parliament History: ৯৬ বছর ধরে ভার বইছে ১৪৪টি বেলেপাথরের স্তম্ভ, নতুন সংসদ ভবন তৈরির মাত্র ১ শতাংশ খরচ হয়েছিল পুরনো ভবন তৈরিতে!

Parliament House: ব্রিটিশরাজে, ১৯২১ সালের ১২ ফেব্রুয়ারি ব্রিটেনের ডিউক অব কনৌট সংসদ ভবনের ভিত্তি প্রস্থর স্থাপন করেন। ১৯২৭ সালের ১৮ জানুয়ারি নয়া দিল্লির রাইসিনা হিলসে উদ্বোধন করা হয় সংসদ ভবনের। সেই সময় এই সংসদ ভবন তৈরি করতে সময় লেগেছিল ৬ বছর।

Old Parliament History: ৯৬ বছর ধরে ভার বইছে ১৪৪টি বেলেপাথরের স্তম্ভ, নতুন সংসদ ভবন তৈরির মাত্র ১ শতাংশ খরচ হয়েছিল পুরনো ভবন তৈরিতে!
Follow Us:
| Edited By: | Updated on: Sep 19, 2023 | 10:04 AM

নয়া দিল্লি: আর দিন কয়েকের অপেক্ষা, তারপরই উদ্বোধন হতে চলেছে নয়া সংসদ ভবন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Narendra Modi) এই নতুন সংসদ ভবনের উদ্বোধন করবেন। ২০২০ সালের ডিসেম্বর মাসে সেন্ট্রাল ভিস্তা প্রকল্পের (Central Vista Project) অধীনে এই নতুন সংসদ ভবনের ভিত্তি প্রস্থর স্থাপন করেছিলেন প্রধানমন্ত্রী। স্বাধীনতার ৭৫ বর্ষপূর্তিতে গত বছর, ২০২২ সালেই উদ্বোধন হওয়ার কথা ছিল নতুন সংসদ ভবনের। কিন্তু কিছু কারণে কাজে দেরি হওয়ায় চলতি বছরের ২৮ মে উদ্বোধন হতে চলেছে এই নতুন সংসদ ভবনের। মোদী সরকারের (Modi Government) নবম বর্ষপূর্তির ঠিক পরেই এই সংসদ ভবনের উদ্বোধন হতে চলেছে। নতুন সংসদ ভবন, তার স্থাপত্য নিয়েই বর্তমানে চলছে জোর চর্চা, আলোচনা। কিন্তু পুরনো সংসদ ভবনও (Old Parliament) কম কিছু নয়। ৯৬ বছর আগে উদ্বোধন হয়েছিল পুরনো সংসদ ভবনের। উদ্বোধন করেছিলেন ভাইসরয় লর্ড আরউইন।

ব্রিটিশরাজে, ১৯২১ সালের ১২ ফেব্রুয়ারি ব্রিটেনের ডিউক অব কনৌট সংসদ ভবনের ভিত্তি প্রস্থর স্থাপন করেন। ১৯২৭ সালের ১৮ জানুয়ারি নয়া দিল্লির রাইসিনা হিলসে উদ্বোধন করা হয় সংসদ ভবনের। সেই সময় এই সংসদ ভবন তৈরি করতে সময় লেগেছিল ৬ বছর। যেখানে নতুন সংসদ ভবন তৈরি করতে প্রায় ১২০০ কোটি খরচ হল, সেখানেই পুরনো সংসদ ভবন তৈরি করতে খরচ হয়েছিল মাত্র ৮৩ লক্ষ টাকা। যদিও সেই যুগে ওই টাকার মূল্য কয়েক কোটি টাকার সমান ছিল। সেই সময় যদিও সংসদ ভবনের নাম অন্য ছিল। একে কাউন্সিল হাউস বলেই ডাকা হত।

১৯১২ সালে কলকাতা থেকে দেশের রাজধানী দিল্লিতে স্থানান্তরের সময়ই ব্রিটিশ শাসকরা প্রশাসনিক কাজ পরিচালনের জন্য একটি বড় ভবনের প্রয়োজন অনুভব করেছিলেন। সেই কারণেই তারা রাইসিনা হিলসের এই ভবন তৈরি করা হয়। পাশেই তৈরি হয় ভাইসরয় হাউস, যা পরিবর্তে সময়ে রাষ্ট্রপতি ভবনে রূপান্তরিত হয়।

পুরনো সংসদ ভবনের স্থাপত্য় ঘিরেও রয়েছে নানা অজানা কাহিনি। সংসদ ভবনের প্রথম তলের বাইরে অংশ জুড়ে রয়েছে ১৪৪টি স্তম্ভ। এই স্তম্ভগুলি ক্রিম রঙের বেলেপাথর বা স্যান্ডস্টোন দিয়ে। স্থানের অভাবে ১৯৫৬ সালে মূল সংসদ ভবনের উপরে আরও দুটি তল যোগ করা হয়। ১৯২৭ সালের ১৮ জানুয়ারি সংসদ ভবনের উদ্বোধন হয়, পরেরদিন, ১৯ জানুয়ারি থেকে অধিবেশন শুরু হয়। ১৯৮৭ সালের ১৫ অগস্ট তৎকালীন প্রধানমন্ত্রী রাজীব গান্ধী সংসদ ভবনের লাইব্রেরী বিল্ডিংয়ের ভিত্তি প্রস্থর স্থাপন করেন।

২০২৩ সালের বাজেট অধিবেশন হয়। পুরনো সংসদ ভবনে এটাই শেষ অধিবেশন ছিল। চলতি বছরের বাদল অধিবেশন নতুন সংসদ ভবনে হবে। ইতি পড়বে পুরনো সংসদ ভবনের ৯৬ বছরের ইতিহাসে। তবে এই পুরনো সংসদ ভবন ভেঙে ফেলা হবে না, তা মিউজিয়ামে রূপান্তরিত করা হবে।