Road Cracks Open: বিকট একটা শব্দ, হঠাৎ ভেঙে দুই টুকরো হয়ে গেল রাস্তা, ছিটকে গেলেন স্কুটি চালক, দেখুন ভিডিয়ো

Maharashtra: বিকট শব্দ ও রাস্তা ভেঙে যাওয়ার দৃশ্য দেখতে পেয়েই ঘটনাস্থলের আশেপাশে উপস্থিত লোকজনেরা ছুটে আসেন এবং ওই মহিলাকে উদ্ধার করেন।

Road Cracks Open: বিকট একটা শব্দ, হঠাৎ ভেঙে দুই টুকরো হয়ে গেল রাস্তা, ছিটকে গেলেন স্কুটি চালক, দেখুন ভিডিয়ো
ভেঙে দুই টুকরো হয়ে গেল রাস্তা।
Follow Us:
| Edited By: | Updated on: Mar 05, 2023 | 12:02 PM

মুম্বই:  ফাঁকা রাস্তা, বেশ জোরেই আসছিল স্কুটি। হঠাৎ একটা বিকট শব্দ। ভেঙে উপড়ে উঠে আসল রাস্তার পিচ। নিমেষে ধুলো, ধোঁয়ায় ঢেকে গেল গোটা এলাকা। কিছু বোঝার আগেই ছিটকে পড়লেন স্কুটি চালক ওই মহিলা। ভয়ঙ্কর এমনই এক ভিডিয়ো সামনে এসেছে, যেখানে দেখা গেল আচমকাই ভেঙে দুই টুকরো হয়ে যাচ্ছে রাস্তা (Road Crack Open)। মাটি ফুঁড়ে বেরিয়ে আসছে বাদামী রঙের জল। ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের (Maharashtra) যাভতমলে। সেখানেই একটি রাস্তা ভেঙে দুই টুকরো হয়ে যায়। জানা গিয়েছে, রাস্তার নীচে থাকা জলের পাইপলাইন (Water Pipeline) ফেটে এই বিপত্তি ঘটে।

সংবাদসংস্থা এএনআই-র টুইটে শেয়ার করা ভিডিয়োয় দেখা গিয়েছে, যাভতমলের একটি রাস্তা দিয়ে স্কুটি চালিয়ে আসছিলেন এক মহিলা। দিনের বেলা হলেও, সম্পূর্ণ ফাঁকা ছিল রাস্তাটি। শুধু গোলাপী রঙের পোশাক পরিহিত ওই মহিলাই স্কুটি চালিয়ে আসছিলেন। হঠাৎই একটা বিকট শব্দ শোনা যায়। রাস্তার এক পাশের মাটিতে আচমকাই ফাটল ধরে এবং রাস্তা ভেঙে দুই টুকরো হয়ে উপড়ে উঠে আসে। হু হু করে বেরতে থাকে বাদামী রঙের মাটি মেশানো জল। ওই মুহূর্তেই মহিলা স্কুটি নিয়ে যাচ্ছিলেন, রাস্তার মধ্যে ফাটলের জেরে ধুলো ও জলের তোড়ে মহিলা স্কুটি থেকে পড়ে যান।

বিকট শব্দ ও রাস্তা ভেঙে যাওয়ার দৃশ্য দেখতে পেয়েই ঘটনাস্থলের আশেপাশে উপস্থিত লোকজনেরা ছুটে আসেন এবং ওই মহিলাকে উদ্ধার করেন। পূজা বিশ্বাস নামক এক প্রত্যক্ষদর্শী বলেন, “আমি ফোনে কথা বলছিলাম। হঠাৎ দেখলাম সামনের রাস্তা ভেঙে দুই টুকরো হয়ে গেল এবং মাটির নীচ থেকে প্রবল গতিতে জল বেরতে শুরু করল। মাটির নীচে কোনও পাইপলাইন ফেটে যাওয়ার কারণেই এই ঘটনা ঘটেছে। নিমেষেই গোটা এলাকা জলে পরিপূর্ণ হয়ে যায়। সাধারণ মানুষেরাও আতঙ্কিত হয়ে পড়েন।”

উল্লেখ্য, এর আগে ২০২০ সালেও উত্তর প্রদেশের বরৌলির একটি হাসপাতালের কোভিড ওয়ার্ডে এভাবেই সিলিংয়ে লাগানো জলের পাইপলাইন ফেটে যায় এবং গোটা ওয়ার্ড জলে পরিপূর্ণ হয়ে যায়।