Coal Scam Case: দিল্লি হাইকোর্টে ধাক্কা অভিষেকের, ইডি-র সমনে স্থগিতাদেশ দিল না আদালত
Coal Scam Case Abhishek Banerjee: সোমবার ফের একবার মামলাটির শুনানি রয়েছে আদালতে। তার মধ্যে সব পক্ষকে হলফনামা জমা দিয়ে মামলার বিস্তারিত জানাতে হবে হাইকোর্টকে।
নয়া দিল্লি: কয়লা মামলায় (Coal Scam) দিল্লি হাইকোর্টে (Delhi High Court) জোর ধাক্কা খেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। এই কাণ্ডে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি-র সমন এড়াতে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন তিনি। কিন্তু ইডি-র তলবে কোনও স্থগিতাদেশ দিতে নারাজ আদালত। দিল্লি হাইকোর্টের বিচারপতি জানিয়ে দিয়েছেন, ইডি-র সমনের বিরুদ্ধে আদালত আপাতত কোনও পদক্ষেপ করবে না। আগামী সোমবার ফের একবার মামলাটির শুনানি রয়েছে আদালতে। তার মধ্যে সব পক্ষকে হলফনামা জমা দিয়ে মামলার বিস্তারিত জানাতে হবে হাইকোর্টকে। ফলে ইডি-র সমন যে অটুট রইল, তা বলাই যায়।
চলতি মাসের শুরুতেই কয়লা কাণ্ডে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দিল্লিকে ডেকে পাঠায় ইডি। তাঁর স্ত্রী রুজিরাকেও সমন পাঠানো হয়। রুজিরা হাজিরা না দিলেও ইডি-র জিজ্ঞাসাবাদের মুখোমুখি হন অভিষেক। এক রাউন্ড জিজ্ঞাসাবাদের পর ফের ডেকে পাঠানো হয় তাঁকে। এরপরই ইডি-র সমনে স্থগিতাদেশ চেয়ে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন অভিষেক। তাঁর হয়ে আদালতে সওয়াল করেন সুপ্রিম কোর্টের বর্ষীয়ান আইনজীবী তথা কংগ্রেস নেতা কপিল সিব্বল। কিন্তু এই মামলায় এখনই স্থগিতাদেশ দিতে রাজি হল না আদালত। সোমবারই এই মামলায় আদালত নির্দেশ জারি করতে পারে বলে জানা গিয়েছে।
এই সময়ের মধ্যে সব পক্ষের বক্তব্য জানতে চেয়ে হলফনামা তলব জমা দিতে বলেছে আদালত। সোমবারের মধ্যে এই হলফনামা জমা দিতে হবে। যেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায়, রুজিরা এবং ইডি; তিন পক্ষকেই নিজের অবস্থান জানাতে হবে। কেন ইডি-র সমনের উপর স্থগিতাদেশ তাঁরা চাইছেন, সেই ব্যাখ্যাও জানাতে তৃণমূলের শীর্ষ নেতা ও তাঁর স্ত্রী-কে। ফলে যে রক্ষাকবচের আর্জি জানিয়ে অভিষেক আদালতের দ্বারস্থ হয়েছিলেন, তা আপাতত পূরণ হল না। সোমবার এই মামলায় আদালত কী রায় দেয় রাজনৈতিক মহলের নজর থাকবে সে দিকেই।
অভিষেকের পক্ষ থেকে আদালতে বলা হচ্ছে, কয়লা মামলায় জিজ্ঞাসাবাদে সহযোগিতা সত্ত্বেও বারবার করে তলব করা হচ্ছে। তৃণমূলের দাবি, এটা একপ্রকার হেনস্থা করার চেষ্টা। সেই কারণেই যাতে হাজিরা এড়ানো যায় সেই আবেদন নিয়ে মামলাটি করা হয়েছিল। কিন্তু আদালত আপাতত কোনও আর্জিতে সায় দিল না অভিষেকের। প্রথমবার হাজিরা দেওয়ার পর ইতিমধ্যেই অভিষেককে আরও দু’বার হাজিরার নোটিস দেওয় হয়েছে। অন্যদিকে, রুজিরাকে আগামী ৩০ সেপ্টেম্বর দিল্লিতে ইডি দফতরে হাজিরা দিতে বলা হয়েছে। যদিও দুই সন্তানের মা কোভিড পরিস্থিতির মধ্যে দিল্লি যেতে পারবেন না বলে আগেই জানান আদালতকে।
আরও পড়ুন: TMC In Tripura: ত্রিপুরায় আইনি গেরোয় অভিষেক, ৪ নভেম্বর পর্যন্ত বাতিল সমস্ত মিটিং-মিছিল