‘হাসিনাকে আশ্রয় কেন?’, অনুপ্রবেশ ইস্যুতে শাহকেই পাল্টা চাপে ফেললেন হেমন্ত

ঈপ্সা চ্যাটার্জী |

Nov 04, 2024 | 6:51 AM

Jharkhand Assembly Election 2024: রবিবারই ঝাড়খণ্ড বিধানসভা নির্বাচনের জন্য ইস্তেহার প্রকাশ করে বিজেপি। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এই ইস্তেহার প্রকাশের সময়ই ঝাড়খণ্ডে অনুপ্রবেশ ইস্যু নিয়ে সরব হন। অনুপ্রবেশকারীরা এসে আদিবাসী মেয়েদের ভুল বুঝিয়ে, লোভ দেখিয়ে বিয়ে করছে এবং জমি দখল করে নিচ্ছে বলেই তিনি অভিযোগ করেন।

হাসিনাকে আশ্রয় কেন?, অনুপ্রবেশ ইস্যুতে শাহকেই পাল্টা চাপে ফেললেন হেমন্ত
ভোটের ইস্যু হাসিনাও! খোঁচা বিজেপি-জেএমএমের।
Image Credit source: PTI

Follow Us

রাঁচী: ভারতের বিধানসভা নির্বাচনেও ইস্যু শেখ হাসিনা। অনুপ্রবেশের সমস্যা নিয়ে ঝাড়খণ্ডের শাসক দল জেএমএম-কে দুষেছিল বিজেপি। পাল্টা জবাবে মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের প্রশ্ন, কেন তাহলে বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারতে আশ্রয় দেওয়া হল?

রবিবারই ঝাড়খণ্ড বিধানসভা নির্বাচনের জন্য ইস্তেহার প্রকাশ করে বিজেপি। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এই ইস্তেহার প্রকাশের সময়ই ঝাড়খণ্ডে অনুপ্রবেশ ইস্যু নিয়ে সরব হন। অনুপ্রবেশকারীরা এসে আদিবাসী মেয়েদের ভুল বুঝিয়ে, লোভ দেখিয়ে বিয়ে করছে এবং জমি দখল করে নিচ্ছে বলেই তিনি অভিযোগ করেন। শাসক দল অনুপ্রবেশকারীদের ভোটব্যাঙ্ক হিসাবে ব্যবহার করছে বলেও তিনি দাবি করেন।

এরই পাল্টা জবাবে জেএমএম নেতা তথা রাজ্যের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন প্রশ্ন করেন, “দয়া করে তাহলে আমাদের বলুন যে কীসের ভিত্তিতে বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারতে অবতরণ করতে এবং আশ্রয় নেওয়ার অনুমতি দেওয়া হল। বিজেপির কী ভিতরে ভিতরে বাংলাদেশের সঙ্গে কোনও অভ্যন্তরীণ বোঝাপড়া হয়েছে?”

হেমন্ত সোরেন আরও বলেন, “বিজেপি শাসিত রাজ্য দিয়েই বাংলাদেশ থেকে অনুপ্রবেশ হচ্ছে। ওরা নিজেরাই এই কথা বলছে। সীমান্ত পাহারা দেওয়া কি কেন্দ্রের কাজ নয়? এখানে রাজ্যের কোনও হাত নেই।”

Next Article