ভিডিয়ো: চলন্ত ট্রাক থেকে চুরি একের পর এক ছাগল, G.O.A.T Heist-এ শোরগোল টুইটারে
Viral Video: ভিডিয়োতে দেখা যাচ্ছে চলন্ত এক ট্রাকের মাথায় উঠে রয়েছেন এক ব্যক্তি। সেখান থেকেই ট্রাকের মধ্যে থাকা একটার পর একটা ছাগল নীচে ফেলছেন তিনি।
নয়া দিল্লি: প্লেন হাইজ্যাক নিয়ে হয়েছে কত সিনেমা, চলন্ত ট্রেনেও প্রায়শই চুরির কথা সামনে আসে। শোনা যায় হাইওয়েতে গাড়ি থামিয়ে ডাকাতির খবরও। কিন্তু, চলন্ত ট্রাকে চুরি? হ্যাঁ এবার এই দৃশ্যই দেখা গেল মহারাষ্ট্রের হাইওয়েতে। একেবারে চলন্ত ট্রাক (Running Truck) থেকে চুরি হয়ে গেল প্রচুর ছাগল। সেই ভিডিয়ো আবার ভাইরালও হব সোশ্যাল মিডিয়ায় (Social Media)।
ভিডিয়োতে দেখা যাচ্ছে চলন্ত এক ট্রাকের মাথায় উঠে রয়েছেন এক ব্যক্তি। সেখান থেকেই ট্রাকের মধ্যে থাকা একটার পর একটা ছাগল নীচে ফেলছেন তিনি। বেশ কিছুক্ষণ ধরে চলে এই কাজ। শেষে ট্রাকের পিছনে চলন্ত আরও একটি চারচাকা গাড়ির মাথায় নামেন ওই ব্যক্তি। ভিডিয়োতে দেখা যায় রাস্তায় পর পর পরে রয়েছে প্রায় ১০টি ছাগল। মোহিত শর্মা নামে এক ব্যক্তি ভিডিয়োটি টুইটারে পোস্ট করেন। সেখানেই তিনি দাবি করেন ঘটনাটি ঘটেছে উত্তর প্রদেশের উন্নাওয়ে।
कानपुर उन्नाव हाइवे पे ट्रक से बकरे चोरी करने वाला गिरोह जो लग्जरी कार से चोरी कर रहा…. वीडियो गौर से देखिए……..@Uppolice pic.twitter.com/ytC6m6owgI
— Mohit Sharma (@Mohit_Casual_) April 30, 2023
যদিও পোস্টের পরেই নিজেদের প্রতিক্রিয়া জানায় উন্নাও পুলিশ। তাঁরা সাফ জানায় ঘটনাটি উত্তর প্রদেশের নয়। ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের ইঘাতপুরি-ঘটি হাইওয়েতে। অন্যদিকে ভিডিয়ো ভাইরাল হতেই নানা প্রতিক্রিয়া দেখা গিয়েছে নেটিজেনদের তরফে। ছাগলগুলিকে ট্রাকের মাথা থেকে ফেলার কারণে তারা মারা পর্যন্ত যেতে পারত, উদ্বেগ প্রকাশ করেছেন অনেকে। অনেকেই আবার খুবই অবাক হয়েছে গোটা কাণ্ড দেখে। অনেকেই বলছেন এই দৃশ্য হার মানাবে সিনেমাকেও। অনেকেই বলছেন এটাই সর্বকালের সেরা চুরি। মজা করে G.O.A.T Heist ট্যাগ দিয়ে ভিডিওটি শেয়ার করছেন অনেকে।