নয়া দিল্লি: আজ লোকসভায় পেশ হতে চলেছে ‘এক দেশ, এক নির্বাচন বিল’। দফায় দফায় টালবাহানার পর সোমবার লোকসভা অধিবেশনের লিস্ট অব বিজনেস (List of Business)-এ অন্তর্ভুক্ত হয়েছে বিল পেশের সূচী। বিল পেশ করবেন কেন্দ্রীয় আইন মন্ত্রী অর্জুন রাম মেঘওয়াল। সব সাংসদের হাজিরা নিশ্চিত করতে হুইপ জারি করেছে বিজেপি। গত কয়েকদিন ধরেই এই বিল নিয়ে বিতর্ক চলছে। দফায় দফায় বৈঠকে বসছে সরকার-বিরোধী সব পক্ষই।
সোমবার রাতে বিল পেশ হওয়ার খবর চূড়ান্ত হওয়ার পরই আজ, মঙ্গলবার সকালে বৈঠক ডেকেছে কংগ্রেস। সকাল সাড়ে ১০টায় জরুরি বৈঠক ডেকেছে কংগ্রেসের সংসদীয় দল। সেখানে উপস্থিত থাকবেন বিরোধী দলনেতা রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী। সাংসদদের হাজির থাকার জন্য হুইপ জারি করেছে কংগ্রেসও।
সূত্রের খবর, আপাতত যৌথ সংসদীয় কমিটিতে পাঠানো হতে পারে ‘এক দেশ, এক নির্বাচন বিল’।
জানা যাচ্ছে, প্রথমে প্রত্যেকটি রাজনৈতিক দলের সঙ্গে কথা বলবে যৌথ সংসদীয় কমিটি বা জেপিসি (JPC)। দ্বিতীয়ত, সব রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলের বিধানসভার স্পিকারদের সঙ্গে কথা বলবে ওই কমিটি। তৃতীয়ত, দেশের প্রতিষ্ঠিত বুদ্ধিজীবী, বিশেষত সংবিধান বিশেষজ্ঞ, সমাজবিজ্ঞানী, অর্থনীতিবিদ এবং আইনজীবীদের মতামতও নেওয়া হবে। এক দেশ এক নির্বাচন আয়োজন পরিকাঠামোগত দৃষ্টিভঙ্গি থেকে কতটা বাস্তবিক তা বুঝতে জাতীয় নির্বাচন কমিশনের সঙ্গে কথা বলবে জেপিসি।