PM Modi on Pakistan Terrorism: সন্ত্রাসবাদের বিরুদ্ধে ‘নিউ নর্ম্যাল’ কী? বুঝিয়ে দিলেন প্রধানমন্ত্রী মোদী
PM Modi on Pakistan Terrorism: তারপরও পাকিস্তান সেনা বিনা প্ররোচনায় সীমান্তে গোলাবর্ষণ করেছে। ভারত তার যোগ্য জবাব দিয়েছে। এদিন জাতির উদ্দেশে ভাষণে মোদী বলেন, সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারত নীতি বদলেছে।

নয়াদিল্লি: ভারতের মাটিতে সন্ত্রাসবাদী হামলা হলে ভারত যোগ্য জবাব দেবে। অপারেশন সিঁদুরের পরই স্পষ্ট করে দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বুঝিয়ে দিয়েছিলেন, হামলাকারী ও তাদের সাহায্যকারী-দু’পক্ষকেই কড়া জবাব দেওয়া হবে। সোমবার জাতির উদ্দেশে ভাষণে পাকিস্তানকে আক্রমণ করে সেকথা ফের বুঝিয়ে দিলেন প্রধানমন্ত্রী। এমনকি, সন্ত্রাসবাদের বিরুদ্ধে অপারেশন সিঁদুরকে ভারতের ‘নিউ নর্ম্যাল’ বললেন তিনি। কী এই নিউ নর্ম্যাল, সেকথাও ব্যাখ্যা করেন মোদী।
গত ২২ এপ্রিল পহেলগাঁওয়ে জঙ্গি হামলার পরই পাকিস্তানের বিরুদ্ধে একাধিক কড়া পদক্ষেপ করে ভারত। এর গত ৭ মে পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরের ৯টি জায়গায় আঘাত হানে ভারতীয় সেনা। একাধিক জঙ্গিঘাঁটি গুঁড়িয়ে দেয়। নিকেশ করা হয়েছে একশোর বেশি জঙ্গিকে। ভারত অবশ্য স্পষ্ট করে দেয়, অপারেশন সিঁদুরে শুধুমাত্র জঙ্গিঘাঁটিতে আঘাত হানা হয়েছে। পাকিস্তান সেনার কোনও পরিকাঠামো আঘাত হানা হয়নি। পাকিস্তানের সাধারণ নাগরিকদেরও নিশানা করা হয়নি।
তারপরও পাকিস্তান সেনা বিনা প্ররোচনায় সীমান্তে গোলাবর্ষণ করেছে। ভারত তার যোগ্য জবাব দিয়েছে। এদিন জাতির উদ্দেশে ভাষণে মোদী বলেন, সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারত নীতি বদলেছে। তাঁর কথায়, “সার্জিক্যাল স্ট্রাইক ও এয়ার স্ট্রাইকের পর এবার অপারেশন সিঁদুর। সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের নীতি। ভারতের উপর সন্ত্রাসবাদী হামলা হলে তার যোগ্য জবাব দেওয়া হবে। এটাই নিউ নর্ম্যাল।” নিউ নর্ম্যালে কী কী হবে, সেটাও জানালেন প্রধানমন্ত্রী। প্রথমত, সন্ত্রাসবাদী হামলা হলে ভারত তার নিজের শর্তে, নিজের মতো করে জবাব দেবে। আতঙ্কবাদের ঘাঁটি পর্যন্ত পৌঁছবে। দ্বিতীয়ত, কোনও ‘নিউক্লিয়ার ব্ল্যাকমেল’ ভারত সহ্য করবে না। তৃতীয়ত, সন্ত্রাসবাদে মদত দেওয়া সরকার ও জঙ্গি সংগঠনকে আলাদা আলাদা ভাবে দেখবে না।
এদিন পাকিস্তানকে কড়া বার্তা দেন মোদী। তিন দিনেই পাকিস্তানের কী হাল হয়েছে, এদিন সেকথাও তুলে ধরেন প্রধানমন্ত্রী।





