PM Modi: ‘দেশের জনগণ সবকিছুর হিসাব রাখছে’, অধিবেশনের আগেই বিরোধীদের তোপ প্রধানমন্ত্রীর
PM Modi in Parliament: প্রধানমন্ত্রী বলেন, "নতুন সাংসদদের অধিকার কেড়ে নেওয়া হচ্ছে। সংসদে তাদের বলার সুযোগ দেওয়া হয় না। গণতন্ত্রের কাজই হল আগামী প্রজন্মকে তৈরি করা। কিন্তু ৮০-৯০ বার জনগণ যাদের পরিত্যাগ করেছে, তারা সংসদে না আলোচনা হতে দেয়, না গণতন্ত্রের সম্মান করে, না জনগণদের প্রতি দায়িত্ব বোঝে।"
নয়া দিল্লি: শুরু হচ্ছে সংসদের শীতকালীন অধিবেশন। একাধিক ইস্যুতে সংসদ তপ্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। অধিবেশনের প্রথম দিনে বক্তব্য রাখছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এক নজরে দেখে নিন কী কী বললেন তিনি-
- আশা করি, এই অধিবেশন সফল হবে। বিশ্বের ভারতের গরিমা আরও বাড়াবে। নতুন বিচারকে স্বাগত জানাবে। সকল সাংসদকে অনুরোধ করছি, স্বাগত জানাচ্ছি।
- বিশ্ব আজ অনেক আশা নিয়ে ভারতের দিকে তাকিয়ে। ভারতের প্রতি যে সম্মান বেড়েছে, গুরুত্ব বেড়েছে, তা আরও বাড়ানোর জন্য সেই অনুরূপ আচরণ করা উচিত। বিশ্বের কাছে এই বার্তা যাওয়া উচিত যে জনগণের ভাবনার গুরুত্ব দেওয়া হয় সংসদে। যা সময় নষ্ট হয়েছে, তা নিয়ে অনুতাপ করে, আরও ভালভাবে সমস্ত বিষয় নিয়ে সংসদে তুলে ধরি এবং আলোচনা করি। আগামী প্রজন্ম এর থেকে অনুপ্রেরণা নেবে।
- ২০২৪ সালের লোকসভা নির্বাচনের পর কয়েকটি রাজ্যে নির্বাচন হয়েছে। রাজ্যগুলি আরও শক্তি দিয়েছে, সমর্থন জানিয়েছে। আমরা জনতা-জনাদর্নের আশা-আকাক্ষ্মাকে পূরণ করার জন্য পরিশ্রম করি। আমি বারবার বিরোধীদের অনুরোধ করেছি। কিছু বিরোধীরা শালীন আচরণ করেন, তাদেরও ইচ্ছা যে সংসদে কাজ হোক। কিন্তু কয়েকজন তাদের সঙ্গীদের কথাও শোনে না। আশা করি, সকল দলের নতুন সাংসদদের সুযোগ দেওয়া হবে।
- নতুন সাংসদদের অধিকার কেড়ে নেওয়া হচ্ছে। সংসদে তাদের বলার সুযোগ দেওয়া হয় না। গণতন্ত্রের কাজই হল আগামী প্রজন্মকে তৈরি করা। কিন্তু ৮০-৯০ বার জনগণ যাদের পরিত্যাগ করেছে, তারা সংসদে না আলোচনা হতে দেয়, না গণতন্ত্রের সম্মান করে, না জনগণদের প্রতি দায়িত্ব বোঝে। তার পরিণাম স্বরূপ জনগণ বারবার তাদের রিজেক্ট করছে।
-
#WATCH | Delhi: On #ParliamentWinterSession, PM Narendra Modi says, “The voters of India are dedicated to democracy, their dedication to the Constitution, their faith in the parliamentary working system, all of us sitting in the Parliament will have to live up to the sentiments… pic.twitter.com/30ulGcqAOn
— ANI (@ANI) November 25, 2024
- সংবিধানের প্রতিষ্ঠাতার প্রতিটি বিষয় নিয়ে আলোচনা করেছিলেন। আমাদের সংসদ ও সাংসদ-উভয়ই চায় সুষ্ঠ আলোচনা হোক। সকলে আলোচনায় অংশ নিক। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে কিছু মানুষ, যাদের জনগণ পরিত্যাগ করেছে, তারা হই-হট্টগোল করে সংসদ নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে। এদের উদ্দেশ্য সংসদের গতিবিধি আটকানো। দেশের জনগণ সবকিছুর হিসাব রাখছে। যখন সময় আসে, তখন শাস্তিও দেয়।
- বছরের শেষ লগ্নে দাঁড়িয়ে আমরা। গোটা দেশ ২০২৫-কে স্বাগত জানাতে প্রস্তুতি নিচ্ছে। এই অধিবেশন অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমাদের সংবিধানের ৭৫ বছর পূর্ণ হয়েছে। এটা গণতন্ত্রের উজ্জ্বল দিন। আগামিকাল সংসদে মিলিতভাবে আমরা সংবিধান দিবস পালন করব।