Bihar Election: উঠল SIR প্রসঙ্গ, মেপে দিল ভোটের দফা! কমিশনের বৈঠকে একগুচ্ছ আর্জি শাসক-বিরোধীর
Bihar Election Dates: দলের প্রতিনিধিরা তুলেছিলেন সে রাজ্যে সদ্যই সম্পন্ন হওয়া ভোটার তালিকার বিশেষ ও নিবিড় সমীক্ষার কথাও। সূত্রের খবর, নির্বাচন যাতে ছট পুজোর পরেই অর্থাৎ নভেম্বর মাসেই করানোর হয়, কমিশনারের কাছে সেই আর্জিই রেখেছেন প্রতিনিধিরা। পাশাপাশি, এক বা দুই দফার মধ্য়ে গোটা ভোট সেরে ফেলার আবেদন তাদের।

পটনা: এক বা দুই দফার মধ্যেই সেরে ফেলতে হবে বিহারের বিধানসভা নির্বাচন। কমিশনের কাছে আর্জি রাজ্যের অন্যতম রাজনৈতিক দলগুলির। শনিবার ভোট প্রস্তুতির আবহে বিহারের রাজনৈতিক দলগুলির সঙ্গে বৈঠকে বসেছিল নির্বাচন কমিশন। এই বৈঠকে প্রতিনিধি পাঠিয়েছিল বিজেপি, কংগ্রেস, জনতা দল (ইউনাইটেড), রাষ্ট্রীয় জনতা দল-সহ সে রাজ্যের একাধিক রাজনৈতিক দলগুলি।
কী আলোচনা হল?
সর্বভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি-র প্রতিবেদন অনুযায়ী, শনিবার দু’দিনের সফরে পটনায় গিয়েছেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। ভোট পূর্ববর্তী প্রস্তুতি খতিয়ে দেখতেই পড়শি রাজ্যে এসেছেন তিনি। আর সেখানে পৌঁছেই সকাল সকাল বৈঠকে বসে পড়েন রাজনৈতিক দলগুলির প্রতিনিধিদের সঙ্গে।
গোটা বৈঠক পর্বে নির্বাচন সংক্রান্ত নানা প্রসঙ্গ উঠে এসেছে বলেই খবর। রাজনৈতিক দলের প্রতিনিধিরা তুলেছিলেন সে রাজ্যে সদ্যই সম্পন্ন হওয়া ভোটার তালিকার বিশেষ ও নিবিড় সমীক্ষার কথাও। সূত্রের খবর, নির্বাচন যাতে ছট পুজোর পরেই অর্থাৎ নভেম্বর মাসেই করানোর হয়, কমিশনারের কাছে সেই আর্জিই রেখেছেন প্রতিনিধিরা। পাশাপাশি, এক বা দুই দফার মধ্য়ে গোটা ভোট সেরে ফেলার আবেদন তাদের।
এদিন জেডি (ইউ)-র ওয়ার্কিং প্রেসিডেন্ট সঞ্জ কুমার ঝা বলেন, ‘আমরা নির্বাচন কমিশনকে এক দফায় ভোট করানোর আর্জি জানিয়েছি। যদি মহারাষ্ট্রতে একটা দফায় ভোট করানো সম্ভব হতে পারে, তা হলে তা আমাদের রাজ্যে কেন সম্ভব নয়?’
তবে আলোচনার প্রসঙ্গ যে শুধুই এই টুকুতেই থেমে থেকেছে এমনটা নয়। সদ্য সমাপ্ত ভোটার তালিকার বিশেষ ও নিবিড় সমীক্ষার কথাও উঠে এসেছে এই বৈঠকে। সূত্রের খবর, বিহারে স্বচ্ছ ভাবে SIR-র জন্য মুখ্য নির্বাচন কমিশনারকে ধন্যবাদ জ্ঞাপন করেছেন বৈঠকে উপস্থিত একাংশের প্রতিনিধিরা। পাশাপাশি, বুথ প্রতি ১২০০ জন ভোটার নির্দিষ্ট করার বিষয়টিকেও সাধুবাদ জানিয়েছে তারা।
