অক্সিজেন ও জীবনদায়ী ওষুধের সরবরাহ সচল রাখতে উচ্চপর্যায়ের বৈঠক সারলেন নমো
সূত্রের খবর, বৈঠকে কেন্দ্রীয় সরকারের স্বাস্থ্য দফতরের একাধিক উচ্চ পর্যায়ের আধিকারিকরা ছিলেন।
নয়া দিল্লি: গোটা দেশে অক্সিজেনের সঙ্কট কিছুটা হলেও কাটিয়ে ওঠা গিয়েছে। কিন্তু জীবনদায়ী ওষুধ এবং ভ্যাকসিনের চাহিদা তুঙ্গে ওঠায় তা সামাল নিতে নাজেহাল হচ্ছে কেন্দ্রীয় সরকারও। এই অবস্থায় বুধবার রাতে ফের একবার উচ্চ পর্যায়ের বৈঠকে বসলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সূত্রের খবর, বৈঠকে কেন্দ্রীয় সরকারের স্বাস্থ্য দফতরের একাধিক উচ্চ পর্যায়ের আধিকারিকরা ছিলেন।
পিএমও সূত্রে খবর, এই বৈঠকে মূলত দু’টি বিষয়ে আলোচনা হয়। প্রথমত, বর্তমানে দেশে কত পরিমাণ অক্সিজেন উৎপন্ন হচ্ছে, কোন রাজ্য কতটা সাপ্লাই করা হচ্ছে এবং তা কীভাবে বৃদ্ধি করা যায়। অক্সিজেন উৎপাদন সর্বোচ্চ পর্যায়ে নিয়ে যেতে দৈনন্দিন হিসেব চাওয়া হয়েছে। দ্বিতীয় যে বিষয়টি নিয়ে আলোচনা হয় তা হল, রেমডেসিভির-সহ অন্যান্য জীবনদায়ী ওষুধের উৎপাদন কীভাবে বৃদ্ধি করা যায় তা নিয়েও বিস্তারিত খতিয়ান চেয়েছেন প্রধানমন্ত্রী।
আরও পড়ুন: ‘জবাব দেওয়া স্বভাবে নেই’, তাও কোভিড মোকাবিলায় মোদীকে ৯ দফা পরামর্শ বিরোধীদের
দেশে করোনার দ্বিতীয় ঢেউয়ের প্রকোপ শুরু হতেই একের পর এক উচ্চস্তরের বৈঠক করতে দেখা গিয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে। যদিও সময় যত এগিয়েছে, সংক্রমণ ও মৃত্যু ততই বেড়েছে। এপ্রিল মাসের মাঝামাঝি সময় এই নিয়ে জাতীয় উদ্দেশে ভাষণও দিয়েছিলেন প্রধানমন্ত্রী। যদিও তারপর প্রধানমন্ত্রী জনসমক্ষে এই প্রসঙ্গে মুখ খোলতে শোনা যায়নি। তবে এপ্রিল মাসের শেষ রবিবার কোভিড সতর্কতা নিয়ে ‘মন কি বাত’ অনুষ্ঠানে কথা বলেছিলেন তিনি।
আরও পড়ুন: ‘সংবিধান মেনেই সফর করছি’, মমতার দাবি মানতে পারছেন না বলে জবাবি চিঠি রাজ্যপালের