PM Modi: জন্মদিনে দিল্লি মেট্রোয় সওয়ার প্রধানমন্ত্রী, ট্রেনে উঠেই গেলেন চমকে, দেখুন ছবিতে ছবিতে

PM Modi metro ride: ধৌলা কুয়ান স্টেশন থেকে নবনির্মিত যশোভূমি দ্বারকা সেক্টর ২৫ মেট্রো স্টেশন পর্যন্ত যান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। যাত্রাপথে বহু যাত্রী প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে বিভিন্ন বিষয়ে কথা বলেন।

| Edited By: | Updated on: Sep 17, 2023 | 4:18 PM
বরাবরের মতোই ৭৩তম জন্মদিনটা ব্যতিক্রমীভাবে কাটালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রবিবার (১৭ সেপ্টেম্বর), দিল্লি মেট্রোর বিমানবন্দর লাইনের সম্প্রসারণের উদ্বোধন করলেন তিনি।

বরাবরের মতোই ৭৩তম জন্মদিনটা ব্যতিক্রমীভাবে কাটালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রবিবার (১৭ সেপ্টেম্বর), দিল্লি মেট্রোর বিমানবন্দর লাইনের সম্প্রসারণের উদ্বোধন করলেন তিনি।

1 / 8
দ্বারকা সেক্টর ২১ থেকে একটি নতুন মেট্রো স্টেশন 'যশোভূমি দ্বারকা সেক্টর ২৫' পর্যন্ত প্রায় দুই কিলোমিটার রাস্তা বর্ধিত হল দিল্লি মেট্রোর বিমানবন্দর লাইন। উদ্বোধনের পর মেট্রোকর্মীদের সঙ্গে কথাও বলেন তিনি।

দ্বারকা সেক্টর ২১ থেকে একটি নতুন মেট্রো স্টেশন 'যশোভূমি দ্বারকা সেক্টর ২৫' পর্যন্ত প্রায় দুই কিলোমিটার রাস্তা বর্ধিত হল দিল্লি মেট্রোর বিমানবন্দর লাইন। উদ্বোধনের পর মেট্রোকর্মীদের সঙ্গে কথাও বলেন তিনি।

2 / 8
তারপর, দিল্লি মেট্রোতে সওয়ার হন তিনি। ধৌলা কুয়ান স্টেশন থেকে নবনির্মিত যশোভূমি দ্বারকা সেক্টর ২৫ মেট্রো স্টেশন  পর্যন্ত যান তিনি। যাত্রাপথে বহু যাত্রী প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে বিভিন্ন বিষয়ে কথা বলেন।

তারপর, দিল্লি মেট্রোতে সওয়ার হন তিনি। ধৌলা কুয়ান স্টেশন থেকে নবনির্মিত যশোভূমি দ্বারকা সেক্টর ২৫ মেট্রো স্টেশন পর্যন্ত যান তিনি। যাত্রাপথে বহু যাত্রী প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে বিভিন্ন বিষয়ে কথা বলেন।

3 / 8
যুবক-বৃদ্ধ, নারী-পুরুষ - নির্বিশেষে বহু মানুষ প্রধানমন্ত্রীর সঙ্গে আলাপ-আলোচনায় মেতে ওঠেন এবং তাঁর সঙ্গে সেলফি তোলেন। অনেকে এগিয়ে এসে তাঁকে জন্মদিনের শুভেচ্ছা জানান।

যুবক-বৃদ্ধ, নারী-পুরুষ - নির্বিশেষে বহু মানুষ প্রধানমন্ত্রীর সঙ্গে আলাপ-আলোচনায় মেতে ওঠেন এবং তাঁর সঙ্গে সেলফি তোলেন। অনেকে এগিয়ে এসে তাঁকে জন্মদিনের শুভেচ্ছা জানান।

4 / 8
এক যাত্রী তাঁকে চমকে দিয়ে সংস্কৃত ভাষায় জন্মদিনের শুভেচ্ছা জানান। প্রধানমন্ত্রীর কাছে এগিয়ে এসে তিনি বলেন, জন্ম দিনম ইধাম অয়ি প্রিয়া সখে, শান্তনতু তে সর্ভদা মুদম, প্রার্থয়মাহে ভব শান্তায়ুশি, ঈশবরস সদা ত্বম চ রক্ষাতু, পুন্য কর্মণ কীর্তিমজয়, জীবনম তব ভবতু সার্থকম।

এক যাত্রী তাঁকে চমকে দিয়ে সংস্কৃত ভাষায় জন্মদিনের শুভেচ্ছা জানান। প্রধানমন্ত্রীর কাছে এগিয়ে এসে তিনি বলেন, জন্ম দিনম ইধাম অয়ি প্রিয়া সখে, শান্তনতু তে সর্ভদা মুদম, প্রার্থয়মাহে ভব শান্তায়ুশি, ঈশবরস সদা ত্বম চ রক্ষাতু, পুন্য কর্মণ কীর্তিমজয়, জীবনম তব ভবতু সার্থকম।

5 / 8
মেট্রো ভ্রমণের সময় বেশ কয়েকজন শিশুর সঙ্গেও কথা বলতে দেখা যায় প্রধানমন্ত্রীকে। তাদের তিনি চকোলেটও উপহার দেন।

মেট্রো ভ্রমণের সময় বেশ কয়েকজন শিশুর সঙ্গেও কথা বলতে দেখা যায় প্রধানমন্ত্রীকে। তাদের তিনি চকোলেটও উপহার দেন।

6 / 8
মেট্রোয় করে তিনি দ্বারকা সেক্টর ২৫-এ এসে 'যশোভূমি' নামে এক নয়া আন্তর্জাতিক সম্মেলন ও এক্সপো সেন্টারের উদ্বোধন করেন। এই নয়া মেট্রো স্টেশন উদ্বোধনের ফলে, এই আন্তর্জাতিক সম্মেলন ও এক্সপো সেন্টারে পৌঁছনো অনেক সহজ হবে।

মেট্রোয় করে তিনি দ্বারকা সেক্টর ২৫-এ এসে 'যশোভূমি' নামে এক নয়া আন্তর্জাতিক সম্মেলন ও এক্সপো সেন্টারের উদ্বোধন করেন। এই নয়া মেট্রো স্টেশন উদ্বোধনের ফলে, এই আন্তর্জাতিক সম্মেলন ও এক্সপো সেন্টারে পৌঁছনো অনেক সহজ হবে।

7 / 8
দিল্লি মেট্রোর এক পদস্থ কর্তা বলেছেন, "রবিবার বিকাল ৩টে থেকেই এই বর্ধিত বিভাগে নিয়মিত যাত্রী পরিষেবা শুরু হবে। এই বিভাগটি যুক্ত হওয়ার ফলে, নয়া দিল্লি থেকে যশোভূমি দ্বারকা সেক্টর -২৫ পর্যন্ত বিমানবন্দর এক্সপ্রেস লাইনের মোট দৈর্ঘ্য হল ২৪.৯ কিলোমিটার।"

দিল্লি মেট্রোর এক পদস্থ কর্তা বলেছেন, "রবিবার বিকাল ৩টে থেকেই এই বর্ধিত বিভাগে নিয়মিত যাত্রী পরিষেবা শুরু হবে। এই বিভাগটি যুক্ত হওয়ার ফলে, নয়া দিল্লি থেকে যশোভূমি দ্বারকা সেক্টর -২৫ পর্যন্ত বিমানবন্দর এক্সপ্রেস লাইনের মোট দৈর্ঘ্য হল ২৪.৯ কিলোমিটার।"

8 / 8
Follow Us: