Finger in Ice Cream: যাঁর কাটা আঙুল মিলল আইসক্রিমে, তাঁর কোনও রোগ ছিল না তো? উদ্বেগে পুলিশ

Finger in Ice Cream: গত ১৩ জুন, মুম্বইয়ের মালাডে, একজন মহিলা একটি অনলাইন অ্যাপের মাধ্যমে তিনটি আইসক্রিম অর্ডার করেছিলেন। ডেলিভারি হওয়ার সঙ্গে সঙ্গে ওই মহিলা আইসক্রিমের প্যাকিং খোলেন। আইসক্রিমের মধ্যে একটি মানুষের আঙুল দেখতে পান।

Finger in Ice Cream: যাঁর কাটা আঙুল মিলল আইসক্রিমে, তাঁর কোনও রোগ ছিল না তো? উদ্বেগে পুলিশ
আইসক্রিমে কাটা আঙুল
Follow Us:
| Updated on: Jun 21, 2024 | 7:40 PM

মুম্বই: আইসক্রিমের ভিতর উঁকি মারছে মানুষের কাটা আঙুল। সেই ছবি ইতিমধ্যে ভয় ধরিয়েছে আইসক্রিমপ্রেমীদের মধ্যে। ঘটনা জানা গিয়েছে। এ ব্যাপারে পুলিশ তদন্তও করছে। এরই মধ্যে আরও একটি তথ্য সামনে এসেছে। যে কর্মচারীর আঙুল কাটা হয়েছে বলে পুলিশের অনুমান, তাঁর রক্তের নমুনা নেওয়া হয়েছে। তাঁর স্বাস্থ্য পরীক্ষাও করা হয়েছে। ওই কর্মীর কোনও গুরুতর অসুখ আছে কি না, তা জানার চেষ্টার করছে পুলিশ।

এখন প্রশ্ন হল, যদি রক্ত ​​আইসক্রিমের মধ্যে মিশে যেত, তাহলে ১০০-র বেশি আইসক্রিম দূষিত হতে পারত। গত ১৩ জুন, মুম্বইয়ের মালাডে, একজন মহিলা একটি অনলাইন অ্যাপের মাধ্যমে তিনটি আইসক্রিম অর্ডার করেছিলেন। ডেলিভারি হওয়ার সঙ্গে সঙ্গে ওই মহিলা আইসক্রিমের প্যাকিং খোলেন। আইসক্রিমের মধ্যে একটি মানুষের আঙুল দেখতে পান।

পুলিশ জানতে পেরেছে যে সংস্থার আইসক্রিমে ওই কাটা আঙুল পাওয়া গিয়েছিল, সেই সংস্থার এক কর্মী দুর্ঘটনার মুখে পড়েছিলেন। যে দিন ওই আইসক্রিম প্যাক করা হয়েছিল, সে দিনই ওই দুর্ঘটনা ঘটে বলে জানতে পেরেছে পুলিশ, আর দুর্ঘটনায় ওই কর্মীর আঙুলে আঘাত লেগেছিল। পুলিশ কাটা আঙুলের ডিএনএ পরীক্ষা করতে দিয়েছে, সেই রিপোর্ট এলেই বিষয়টা স্পষ্ট হবে।