নয়া দিল্লি: ধর্মের ছোঁয়া এড়িয়েই বড়দিনের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। সকল দেশবাসীকে শুভেচ্ছা জানিয়ে তিনি বলেন, “সকলে সুস্থ থাকুন ও খুশি থাকুন।” শুভেচ্ছা জানিয়েছেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ (Ramnath Kovind)-ও।
টুইটে শুভেচ্ছাবার্তায় প্রধানমন্ত্রী লেখেন, “যীশুখ্রীষ্টের জীবন ও আদর্শ বিশ্বের অসংখ্য মানুষকে শক্তি দেয়। তার আদর্শ একটি ন্যায়সঙ্গত ও সমন্বিত সমাজ গড়ে তোলার পথ দেখাতে থাকুক। সকলে সুস্থ ও খুশি থাকুন।”
Merry Christmas!
The life and principles of Lord Christ gives strength to millions across the world.
May his path keep showing the way in building a just and inclusive society.
May everybody be happy and healthy.
— Narendra Modi (@narendramodi) December 25, 2020
রাষ্ট্রপতিও সকল দেশবাসীকে বড়দিনের শুভেচ্ছা জানান। শুভেচ্ছা বার্তায় তিনি জানান, এই উৎসব যেন সমাজে সম্প্রীতি দৃঢ় করতে সাহায্য করে। শুভেচ্ছা জানিয়েছেন, কেন্দ্রীয়মন্ত্রী স্মৃতি ইরানি (Smriti Irani),বিজয় কুমার সিংহ (Vijay Kumar Singh), ধর্মেন্দ্র প্রধান (Dharmendra Pradhan)-ও।
Merry Christmas to everyone! I hope this festival nurtures peace and prosperity, and helps strengthen harmony in society. Let us follow Christ’s teachings of love, compassion, and charity, committing ourselves to the welfare of our society and nation.
— President of India (@rashtrapatibhvn) December 25, 2020
আরও পড়ুন: বড়দিনে কৃষকদের কাছে প্রধানমন্ত্রীকে ‘সান্তা’ বানাতে খামতি নেই বিজেপির
বিরোধী দলগুলির মধ্যে কংগ্রেস নেতা রাহুল গান্ধী (Rahul Gandhi) ও বাম নেতা সীতারাম ইয়েচুরি (Sitaram Yechury)-ও ক্রিসমাসের শুভেচ্ছা জানিয়েছেন। রাহুল গান্ধী লেখেন, “মেরি ক্রিসমাস! এই উৎসব যেন আপনার বাড়িতে ও হৃদয়ে শান্তি ও সম্প্রীতি আনে।”
Merry Christmas!
May this festival bring peace & harmony to your homes and hearts. pic.twitter.com/T006u90KqZ
— Rahul Gandhi (@RahulGandhi) December 25, 2020
তবে আজ শুধু ক্রিসমাসই নয়, প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী (Atal Bihari Vajpayee)-র জন্মদিনও। তাঁর প্রতি শ্রদ্ধা জানিয়ে আজকের দিনটি ‘সুশাসন দিবস'( Good Governance Day) হিসাবে পালন করা হয়।
আরও পড়ুন: এগ্রি গোল্ড কেলেঙ্কারি মামলায় ৪১০৯ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করল ইডি