Indigenous S-400 of India: আকাশ-রক্ষা করবে রাম-পুত্র! রুশ S-400-এর দেশীয় রূপ তৈরি করছে ভারত
India Air Defence: এই প্রোজেক্ট কুশা, যার কুশা শব্দের উৎপত্তি কুশ থেকে। যার অর্থ পবিত্র ঘাস। এমনকি, রামায়ণে রাম পুত্রের নাম ছিল কুশ। জানা গিয়েছে, DRDO-এর নেতৃত্বেই চলছে প্রোজেক্ট কুশের কাজ।

নয়াদিল্লি: সুদর্শন চক্র বা এস-৪০০ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার ক্ষমতা দেখেছে পাকিস্তান। ৩০০ থেকে ৪০০ ড্রোন নিয়ে ভারতে হামলা চালিয়েও কাবু করতে পারেনি তারা। উল্টে মার খেয়ে বাড়ি পালিয়েছে। সুদর্শন চক্র ফালাফালা করেছে একাধিক চিনা মিসাইল ও তুরস্কীয় ড্রোন। তবে এই ‘সুদর্শন চক্র’ কিন্তু ভারতীয় নয়। কোটি কোটি টাকা খরচ করে আনাতে হয়েছে রাশিয়া থেকে। এই পরিস্থিতিতে নতুন সুদর্শন চক্র তৈরির জন্য দেশীয় পদ্ধতিই ভরসা নয়াদিল্লির।
ইকোনমিক টাইমসের একটি প্রতিবেদন অনুযায়ী, এবার দেশীয় পদ্ধতিতে এস-৪০০ বানাচ্ছে ভারত। প্রজেক্ট কুশার আওতায় বিইএল বা ভারত ইলেকট্রনিক্স লিমিটেডের কাঁধে গিয়েছে দায়িত্ব। আগামী ১২ থেকে ১৮ মাসের মধ্য়ে প্রাথমিক ভাবে তৈরি হয়ে যাবে অস্ত্রটি। তারপর ৩৬ মাস পর্যন্ত চলবে ট্রায়াল।
এই প্রোজেক্ট কুশা, যার কুশা শব্দের উৎপত্তি কুশ থেকে। যার অর্থ পবিত্র ঘাস। এমনকি, রামায়ণে রাম পুত্রের নাম ছিল কুশ। জানা গিয়েছে, DRDO-এর নেতৃত্বেই চলছে প্রোজেক্ট কুশের কাজ। এই প্রোজেক্টের আওতায় শুধুমাত্র দেশীয় S-400 তৈরি করবে ভারত, এমনটা নয়। ভারতের আকাশকে সুরক্ষিত রাখার দায়িত্বটাই এখন কুশার কাঁধে। সুদর্শন চক্র থেকে যাবতীয় আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা তৈরির কাজ হবে এই কুশার আওতায়।
এই প্রসঙ্গে BEL-এর চেয়ারম্যান এবং ম্যানেজিং ডিরেক্টর মনোজ জৈন জানিয়েছেন, ‘আমরা DRDO-এর সঙ্গে যৌথ উদ্দ্যোগে কুশা প্রোজেক্টে কাজ করছি। যার আওতায় মূলত ব়্যাডার ও কন্ট্রোল সিস্টেম তৈরি করা হবে।’

