AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Puri RathaYatra: পুরীতে রথযাত্রায় ঘটে গেল ভয়ঙ্কর কাণ্ড, আহত ৪০, সংখ্যা বাড়ছে লাফিয়ে

Puri RathaYatra: পুরীতে রথযাত্রার সময়  পড়ে গিয়ে গুরুতর আহত ৪০ জনেরও বেশি ভক্ত। পুরীতে শ্রী নাহার (রাজার প্রাসাদ) এর কাছে ঘটনা ঘটেছে বলে জানা গিয়েছে।

Puri RathaYatra: পুরীতে রথযাত্রায় ঘটে গেল ভয়ঙ্কর কাণ্ড, আহত ৪০, সংখ্যা বাড়ছে লাফিয়ে
আহতদের দ্রুত হাসপাতালে পাঠানো হচ্ছে
| Edited By: | Updated on: Jun 27, 2025 | 9:55 PM
Share

ওড়িশা: রথযাত্রায় পুরীতে ভয়ঙ্কর দুর্ঘটনা। প্রচণ্ড ভিড়ে ধাক্কাধাক্কিতে আহত একাধিক। পুরীতে রথযাত্রার সময়  পড়ে গিয়ে গুরুতর আহত ৪০ জনেরও বেশি ভক্ত। পুরীতে শ্রী নাহার (রাজার প্রাসাদ) এর কাছে এই ঘটনা ঘটেছে বলে জানা গিয়েছে। তবে এখনও পর্যন্ত মৃত্যুর কোনও খবর নেই।

সূত্রের খবর,  জগন্নাথের “পাহাড়ি” অনুষ্ঠান চলাকালীন গজপতি দিব্যসংঘদেবের প্রাসাদের কাছে প্রচুর লোকের জমায়েত হয়ে গিয়েছিল। ভিড় সামলাতে হিমশিম খাচ্ছিল প্রশাসন। পুণ্যার্থীদের মধ্যে বিশৃঙ্খলা দেখা দেয়। এই ঘটনায় ৪০ জনেরও বেশি ভক্ত আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে পুরী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সিডিএমও সূত্রে জানা গিয়েছে, আহতদের সকলের চিকিৎসার যথাযথ ব্যবস্থা করা হয়েছে।

এর আগের বছরও রথে পুরীতে পদপিষ্ট হওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়েছিল। গত বছর প্রচণ্ড ভিড়ে দম আটকে এক পুণ্যার্থীর মৃত্যু হয়েছিল বলেও খবর ছিল। জগন্নাথের রথ যখন পুরীর গ্র্যান্ড রোডের ওপর দিয়ে যাচ্ছিল ঠিক সেই সময় বিপত্তি ঘটে।

গতবারের কথা মাথায় রেখে এবার আরও কড়া ব্যবস্থা নিয়েছিল প্রশাসন। কিন্তু তাও বিপদ এড়ানো গেল না। এবারও লক্ষ লক্ষ মানুষের ভিড় জমে গ্র্যান্ড রোডে। জানা যাচ্ছে, এদিন বলভদ্রের তালধ্বজ রথ টানার সময় রশি ছুঁতে হাজার হাজার মানুষ ভিড় জমান। ঘটনাস্থল থেকে আড়াই কিলোমিটার দূরে গুন্ডিচা মন্দিরের দিকে টেনে নিয়ে যাওয়া হচ্ছিল রথটি। তখনই হতে থাকে প্রচণ্ড হুড়োহুড়ি। তাতেই দুর্ঘটনা। একাধিক ব্যক্তির দমবন্ধের মতো পরিস্থিতি তৈরি হয়। অনেকে ধাক্কাধাক্কিতে মাটিতে পড়েও যান।