Railway: জেনারেল কোচ নিয়ে বড় সিদ্ধান্ত, ডিসেম্বর থেকেই বদলে যাচ্ছে ট্রেনগুলি

Railway: রেল মেইল ​​এক্সপ্রেস ট্রেনগুলিতে শীতাতপ নিয়ন্ত্রিত তথা এসি কোচের সংখ্যা বাড়িয়েছিল। যার কারণে মধ্যবিত্ত রেলযাত্রীরা সমস্য়ায় পড়ছিলেন। ফলে বিশেষ দাবি জানিয়েছিলেন যাত্রীরা।

Railway: জেনারেল কোচ নিয়ে বড় সিদ্ধান্ত, ডিসেম্বর থেকেই বদলে যাচ্ছে ট্রেনগুলি
ফাইল ছবি
Follow Us:
| Updated on: Nov 14, 2024 | 8:14 PM

নয়া দিল্লি: কর্মক্ষেত্রে যাতায়াত হোক বা পর্যটন, সব ক্ষেত্রেই রেলের ওপর ভরসা করেন দেশের বহু মানুষ। দীর্ঘদিন ধরেই দাবি ছিল, ট্রেনে যদি জেনারেল কোচ আরও একটু বাড়ানো হয়, তাহলে সাধারণ যাত্রীদের খুব সুবিধা হবে। এবার সেই যাত্রীদের জন্য এল সুখবর।

জেনারেল কোচের সংখ্যা বাড়ছে শীঘ্রই। রেলওয়ে বোর্ডের চেয়ারম্যান এবং সিইও সম্প্রতি সমস্তিপুরে গিয়ে জানিয়েছেন যে দেশে যে সমস্ত মেল এক্সপ্রেস ট্রেন চলছে, সেগুলিতে এবার কমপক্ষে চারটি সাধারণ কোচ বসানো হবে। আর এইভাবে কোচের সংখ্যা বাড়ানোর জন্য দু’হাজার সাধারণ কোচ তৈরি করা হচ্ছে বলে জানিয়েছেন তিনি। যার মধ্যে ৯০০টি জেনারেল কোচ প্রস্তুত হয়ে গিয়েছে ইতিমধ্যেই।

রেলওয়ে বোর্ডের চেয়ারম্যান তথা সিইও সতীশ কুমার সম্প্রতি সমস্তিপুর রেল বিভাগে দু’দিনের সফরে গিয়েছিলেন। তিনি দ্বারভাঙা থেকে মুজফফরপুর স্টেশন পরিদর্শন করেন। তিনি জানান, সাধারণ কোচে যাত্রীদের যাতায়াতের সুবিধার কথা মাথায় রেখে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে সমস্ত এক্সপ্রেস ট্রেনে অন্তত চারটি করে জেনারেল কোচ বসানো হবে। এর জন্য দু’হাজার সাধারণ কোচ তৈরি করা হচ্ছে।

সতীশ কুমার আরও জানিয়েছেন, আগামী ডিসেম্বর মাসের মধ্যে দেশের সব এক্সপ্রেস ট্রেনে চারটি সাধারণ কোচ বসানো হবে। অর্থাৎ প্রতিটি ট্রেনে ৮টি স্লিপার কোচ এবং ৮টি জেনারেল কোচ থাকবে। এর ফলে সব শ্রেণির রেলযাত্রীরা সরাসরি উপকৃত হবেন বলে মনে করছে রেল।

গত বছর উৎসবের মরসুমে চার হাজার স্পেশাল ট্রেন চালানো হয়েছিল। এবার ৭৭৫০টি পুজো স্পেশাল ট্রেন চালানো হচ্ছে বলে জানিয়েছেন তিনি। রেল বোর্ডের চেয়ারম্যান বলেন, প্রয়োজনে অসংরক্ষিত ট্রেনও চালানো হচ্ছে।

রেল মেইল ​​এক্সপ্রেস ট্রেনগুলিতে শীতাতপ নিয়ন্ত্রিত তথা এসি কোচের সংখ্যা বাড়িয়েছিল। যার কারণে মধ্যবিত্ত রেলযাত্রীরা সমস্য়ায় পড়ছিলেন। ফলে রেল এখন সব ট্রেনে চারটি জেনারেল কোচ বসানোর সিদ্ধান্ত নিয়েছে। ফলে সরাসরি সুবিধা পাবেন বহু যাত্রী।