RG Kar Case: আরজি কর-কাণ্ডে কলকাতা থেকে ট্রায়াল সরানোর আর্জি, সিভিক প্রসঙ্গ উঠলেও দেখা হল না রিপোর্ট

| Edited By: | Updated on: Nov 07, 2024 | 4:37 PM

Supreme Court: পরপর দু'দিন স্থগিত হয়ে যায় আরজি কর মামলার শুনানি। আজ, বৃহস্পতিবার মধ্যাহ্নভোজের বিরতির পর শুরু হয়েছে শুনানি। সব পক্ষই জমা দিয়েছে রিপোর্ট।

RG Kar Case: আরজি কর-কাণ্ডে কলকাতা থেকে ট্রায়াল সরানোর আর্জি, সিভিক প্রসঙ্গ উঠলেও দেখা হল না রিপোর্ট

দু’দিন পিছিয়ে যাওয়ার পর বৃহস্পতিবার শুরু হল আরজি কর মামলার শুনানি। প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়, বিচারপতি জে বি পর্দিওয়ালা ও বিচারপতি মনোজ মিশ্রের বেঞ্চে চলছে শুনানি। রাজ্যের পক্ষে সওয়াল করছেন আইনজীবী কপিল সিব্বল। এদিনের শুনানিতে অনুপস্থিত সলিসিটর জেনারেল তুষার মেহতা।

LIVE NEWS & UPDATES

The liveblog has ended.
  • 07 Nov 2024 04:04 PM (IST)

    কলকাতা থেকে ট্রায়াল সরানোর আর্জি আইনজীবীর

    • কলকাতা থেকে ট্রায়াল সরানোর আর্জি জানালেন আইনজীবী ফিরোজ এডুলজি। ট্রায়াল সরানোর একাধিক নজির রয়েছে বলে উল্লেখ করেছেন তিনি। কিন্তু এ ক্ষেত্রে এখনই ট্রায়াল সরানোর কোনও প্রয়োজন নেই বলে উল্লেখ করেন প্রধান বিচারপতি। তিনি বলেন, ‘কলকাতায় ট্রায়াল চলুক।’
    • আইনজীবী ফিরোজ এডুলজি বলেন, ৯০ দিন হয়ে গিয়েছে। এখনও পর্যন্ত গুরুত্বপূর্ণ তদন্তের অগ্রগতি হয়নি।
    • যদি প্রয়োজন হয় আরও তদন্তের নির্দেশ দেওয়ার যাবতীয় ক্ষমতা ট্রায়াল জাজের আছে বলে উল্লেখ করেন প্রধান বিচারপতি। তিনি বলেন, ‘যদি তথ্য প্রমাণ থাকে তাহলে আরও তদন্তের নির্দেশ তিনি দিতে পারেন।’
    • আইনজীবী সব্যসাচীর দাবি, সিভিক ভলান্টিয়ারদের রিপোর্টে কিছু বিষয় সমস্যা রয়েছে। রাজ্যে সিভিক ভলেন্টিয়াররা সরকারি কাজে হস্তক্ষেপ করছে বলে অভিযোগ করেন তিনি। রিপোর্ট দেখার আর্জি জানান তিনি। পরবর্তী ক্ষেত্রে বিষয়টি খতিয়ে দেখা হবে বলে জানান প্রধান বিচারপতি।
  • 07 Nov 2024 03:53 PM (IST)

    মতামত জানাতে পারবেন রাজ্য সরকারের বিশ্ববিদ্যালয়গুলিও

    • কোনও মনিটরিং মেকানিজম রাখা হয়নি, আরজি কর মামলায় এমনটাই অভিযোগ তুললেন আইনজীবী ইন্দিরা জয়সিং।
    • বিশ্ববিদ্যালয়গুলিকে এই প্রক্রিয়ার অন্তর্ভুক্ত করা হয়নি বলে অভিযোগ তোলেন তিনি।
    • এই প্রসঙ্গে প্রধান বিচারপতি বলেন, ‘রাজ্য সরকারের বিশ্ববিদ্যালয়গুলির মতামত নিয়ে জানাতে পারে।’
    • সব পক্ষ তাদের মতামত নোট আকারে NTF-কে জানাতে পারে বলে জানালেন প্রধান বিচারপতি।
    • জুনিয়র ডাক্তারদের তরফের আইনজীবী ইন্দিরা জয়সিং আরও বলেন, “এনটিএফ-এর প্রতিনিধিত্ব কে করবে, তা রাজ্য সরকার ঠিক করুক আমরা চাই না।”
  • 07 Nov 2024 03:49 PM (IST)

    NTF-এর প্রস্তাব নিয়ে মতামত জানাতে পারবে রাজ্যগুলিও

    • প্রধান বিচারপতি বলেন, ‘রাজ্য সরকারের বিশ্ববিদ্যালয়গুলির মতামত নিয়ে জানাতে পারে।’
    • সব পক্ষ তাদের মতামত ‘নোট’ আকারে এনটিএফ-কে জানাতে পারে, এমনটাই জানিয়েছেন প্রধান বিচারপতি।
    • এই প্রস্তাবের প্রেক্ষিতে রাজ্যগুলির যদি কোনও মতামত থাকে, তা মুখ্যসচিবকে স্ট্যান্ডিং কাউন্সিলের মাধ্যমে জানাতে হবে।
    • তিন সপ্তাহের মধ্যে এই প্রক্রিয়া শেষ করার নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত।
  • 07 Nov 2024 03:44 PM (IST)

    যৌন হেনস্থা বন্ধ করতে হবে, NTF-এর সুপারিশ জানানো হবে সব রাজ্যকে

    • এনটিএফ-এর স্টেটাস রিপোর্টে উল্লেখ করা হয়েছে, কী কী পদক্ষেপ করা হয়েছে। লং টার্ম (long term), শর্ট টার্ম (short term) ও মিডিয়াম টার্ম (medium term)-এ কী কী পদক্ষেপ করা হয়েছে, তা নিয়ে তিনটি পার্টে রিপোর্ট জমা পড়েছে।
    • অন্তর্বর্তীকালীন রিপোর্টে একাধিক সুপারিশ করেছে NTF। সব রাজ্যের মুখ্যসচিবদের এই রিপোর্ট দেওয়ার নির্দেশ শীর্ষ আদালতের। রাজ্যের স্ট্যান্ডিং কাউন্সিলের মাধ্যমে NTF-কে জানাবে।
    • দুটি ভাগে এনটিএফ রিপোর্টে সুপারিশ করা হয়েছে। এক, যৌন হেনস্থা বন্ধ করতে হবে, দুই, শারীরিক হেনস্থা রুখতে হবে। প্রত্যেক রাজ্যে হাসপাতালগুলিকে এই প্রস্তাব বাস্তবায়ন করতে হবে।
  • 07 Nov 2024 03:36 PM (IST)

    দ্রুত নিষ্পত্তির আবেদন কপিল সিব্বলের

    • তদন্তের অগ্রগতির পরবর্তী রিপোর্ট চার সপ্তাহ পর জমা দেওয়ার নির্দেশ দিলেন প্রধান বিচারপতি।
    • ন্যাশনাল টাস্ক ফোর্স (NTF) সম্পর্কে রিপোর্ট জমা পড়েছে শীর্ষ আদালতে। সলিসিটর জেনারেলের তরফে রিপোর্ট জমা দিয়েছেন আইনজীবী।
    • পরবর্তী শুনানি ১১ নভেম্বর।
    • এরপরই রাজ্য সরকারের তরফে আইনজীবী কপিল সিব্বল মামলার দ্রুত নিষ্পত্তির আবেদন জানান।
  • 07 Nov 2024 03:22 PM (IST)

    স্টেটাস রিপোর্ট পড়লেন প্রধান বিচারপতি, অনুপস্থিত তুষার মেহতা

    • দুপুর ২টোর পর শুরু হয় আরজি কর মামলার শুনানি। মামলার স্টেটাস রিপোর্ট জমা দেয় সিবিআই।
    • স্ট্যাটাস রিপোর্ট খতিয়ে দেখেন প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়।
    • প্রধান বিচারপতি বলেন, “শিয়ালদহ কোর্ট চার্জ ফ্রেম করেছে। তদন্ত চলবে।” তবে যেহেতু বিষয়টা সংবেদনশীল, তাই তা নিয়ে প্রকাশ্যে আলোচনা হবে না বলে উল্লেখ করেছেন তিনি। পরবর্তী তদন্ত রিপোর্ট জমা দিতে হবে পরবর্তী শুনানির দিন।
    • অন্য মামলায় ব্যস্ত থাকার কারণে এদিনের শুনানিতে উপস্থিত নেই সলিসিটর জেনারেল তুষার মেহতা।

Published On - Nov 07,2024 3:14 PM

Follow Us: