Rahul Gandhi-Tejashwi Yadav: রাহুল-তেজস্বী যেন ‘জয়-বীরু’, জিপে চাপিয়ে ঘুরিয়ে দেখালেন বিহার

ঈপ্সা চ্যাটার্জী |

Feb 16, 2024 | 11:53 AM

Bharat Jodo Nyay Yatra: ভারত জোড়ো ন্যায় যাত্রার বিরতির মাঝেই গদি উলটেছে বিহারে। মুখ্যমন্ত্রী বদল না হলেও, নীতীশ কুমার গঠবন্ধন জোট ভেঙে এনডিএ-তে যোগ দেন। বেরিয়ে আসেন ইন্ডিয়া জোট থেকেও। বিহারের এই পালাবদলের পর এই প্রথম আরজেডি নেতাকে কংগ্রেসের জনসংযোগ যাত্রায় যোগ দিতে দেখা গেল।  

Rahul Gandhi-Tejashwi Yadav: রাহুল-তেজস্বী যেন জয়-বীরু, জিপে চাপিয়ে ঘুরিয়ে দেখালেন বিহার
ভারত জোড়ো ন্যায় যাত্রায় রাহুল-তেজস্বী।
Image Credit source: Twitter

Follow Us

পটনা: লোকসভা ভোটের আগেই যেখানে ইন্ডিয়া জোটের (INDIA Alliance) ভবিষ্যৎ নিয়ে সন্দিহান সকলে, সেখানেই জোটে থাকার বার্তা দিলেন রাহুল ও তেজস্বী। বিরতির পর ফের একবার বিহার থেকে  ভারত জোড়ো ন্যায় যাত্রার (Bharat Jodo Nyay Yatra) সূচনা হল আজ। শুক্রবার বিহারের সাসারাম থেকে এই যাত্রার সূচনা করেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী (Rahul Gandhi)। তাঁর এই যাত্রায় যোগ দেন আরজেডি নেতা তেজস্বী যাদবও (Tejashwi Yadav)। জোটের বার্তা দিতে রাহুলের গাড়ির চালক আসনে দেখা যায় তেজস্বীকে।

বাংলা থেকে বিহারের প্রবেশ করেছিল ভারত জোড়ো ন্যায় যাত্রা। মাঝে কিছুদিনের বিরতির পর আজ ফের এই যাত্রা শুরু হয় বিহারে। আজই বিহার থেকে উত্তর প্রদেশে প্রবেশ করবে ন্যায় যাত্রা। তার আগেই রাহুলের ন্যায় যাত্রায় যোগ দিলেন বিহারের প্রাক্তন উপমুখ্যমন্ত্রী তথা আরজেডি নেতা তেজস্বী যাদব। দেখা যায়, রাহুলের গাড়ির চালকের আসনে বসে রয়েছেন তেজস্বী যাদব। আরজেডি নেতা নিজেও ওই ছবি এক্স হ্যান্ডেলে পোস্ট করেন।

প্রসঙ্গত, ভারত জোড়ো ন্যায় যাত্রার বিরতির মাঝেই গদি উলটেছে বিহারে। মুখ্যমন্ত্রী বদল না হলেও, নীতীশ কুমার গঠবন্ধন জোট ভেঙে এনডিএ-তে যোগ দেন। বেরিয়ে আসেন ইন্ডিয়া জোট থেকেও। বিহারের এই পালাবদলের পর এই প্রথম আরজেডি নেতাকে কংগ্রেসের জনসংযোগ যাত্রায় যোগ দিতে দেখা গেল।

কংগ্রেসের তরফে জানানো হয়েছে, আজ রোহতাসে কৃষকদের সঙ্গে কথা বলবেন রাহুল গান্ধী। এরপর দুপুর আড়াইটে নাগাদ তেজস্বী যাদব ও রাহুল গান্ধী একসঙ্গে কৈমুরে জনসভা করবেন। বিকেল ৪টে নাগাদ ভারত জোড়ো ন্যায় যাত্রা উত্তর প্রদেশের চান্দৌলিতে ঢুকবে। ২৫ ফেব্রুয়ারি অবধি উত্তর প্রদেশেই জনসংযোগ সারবেন রাহুল। মাঝে কেবল ২২ ও ২৩ ফেব্রুয়ারি বিরতি থাকবে।

Next Article