নয়া দিল্লি: সন্দেশখালির আঁচ এবার পৌঁছে গেল রাইসিনা হিলসে। পরিস্থিতি নিয়ে রিপোর্ট জমা পড়ল রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছে। এলাকা জুড়ে মহিলারা যে সব অভিযোগ তুলছেন, তা শুনে এসেছেন তফসিলি কমিশনের প্রতিনিধিরা। তাঁদের সামনে বিস্ফোরক সব অভিযোগ করেছেন সন্দেশখালির মহিলারা। সেই নিয়েই এবার রিপোর্ট জমা পড়ল রাষ্ট্রপতির কাছে। শুক্রবার সকাল ১১ টায় কমিশনের প্রতিনিধিরা গিয়ে রিপোর্ট জমা করেছেন। কী আছে সেই রিপোর্টে, তা নিয়ে অবশ্য মুখ খোলেননি প্রতিনিধিরা।
বৃহস্পতিবার সকালেই সন্দেশখালিতে গিয়েছিল তফসিলি কমিশন। নেতৃত্বে ছিলেন কমিশনের চেয়ারম্যান অরুণ হালদার। তাঁদের কাছে মহিলারা জানান, তাঁদের রাতে ডেকে নিয়ে যাওয়া হত পার্টি অফিসে। চলত অত্যাচার। দিনের পর দিন এমন ঘটনা ঘটলেও, পুলিশ কোনও ব্য়বস্থা নেয়নি বলে অভিযোগ গ্রামবাসীদের। শুধুমাত্র মহিলারা নয়, পুরুষদেরও মারধর করা হত বলে অভিযোগ উঠেছে।
কমিশন আগেই জানিয়ে দিয়েছিল যে তারা সব অভিযোগ উল্লেখ করে রিপোর্ট জমা দেবেন রাষ্ট্রপতির কাছে। সেই মতো এদিন রাষ্ট্রপতি ভবনে গিয়ে অভিযোগ জানিয়ে আসেন। এদিকে, সন্দেশখালি পরিদর্শন করেছেন রাজ্যপাল সি ভি আনন্দ বোসও। তিনি সব অভিযোগ শুনেছেন। এ বিষয়ে রিপোর্ট চেয়েছেন রাজ্যের কাছে। তবে এখনও পর্যন্ত কোথাও কোনও রিপোর্ট জমা দেননি বলে জানিয়েছেন রাজ্যপাল।
এদিকে, শুক্রবার সেই এলাকায় পৌঁছেছে বিজেপির হাই পাওয়ার কমিটি। বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডার তৈরি করে দেওয়া সেই টিমকেও এলাকায় ঢুকতে বাধা দেওয়া হয় বলে অভিযোগ।