নাগপুর: বাংলাদেশে ক্রমশ জটিল হচ্ছে পরিস্থিতি। প্রতিনিয়ত আক্রান্ত হচ্ছেন হিন্দুরা। বাংলাদেশের এই পরিস্থিতি নিয়ে এবার সরব রাষ্ট্রীয় স্বয়ং সেবক সঙ্ঘও। আরএসএস প্রধান দত্তাত্রেয় হোসাবলে বিবৃতি জারি করে বাংলাদেশে হিন্দুদের উপরে অত্যাচার অবিলম্বে বন্ধ করার অনুরোধ জানালেন। পাশাপাশি সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাসকেও মুক্তির দাবি জানানো হয়েছে।
এ দিন আরএসএসের তরফে বিবৃতি জারি করে বলা হয়, “বাংলাদেশে হিন্দু ও অন্যান্য সকল সংখ্যালঘুদের উপর মৌলবাদীদের হামলা চলছে। বিশেষ করে মহিলাদের উপরে হামলা, খুন, বাড়িঘর লুটপাট, অগ্নিসংযোগ এবং অমানবিক অত্যাচারের ঘটনা অত্যন্ত উদ্বেগজনক। এবং রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘ এর তীব্র নিন্দা জানায়।”
হিন্দুদের উপরে হামলা নিয়ে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের ‘নীরব দর্শকে’র ভূমিকারও তীব্র নিন্দা জানিয়েছে আরএসএস। বাংলাদেশের হিন্দুদের আত্মরক্ষার জন্য গণতান্ত্রিক পথেই তোলা আওয়াজকে দমন করতে তাদের বিরুদ্ধে অন্যায় ও নিপীড়ন হচ্ছে বলে দাবি আরএসএসের।
হিন্দুদের হয়ে প্রতিবাদের মুখ চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেফতারির সমালোচনাও করেছেন দত্তাত্রেয় হোসাবলে। বিবৃতিতে লিখেছেন, “সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাসকে কারাগারে পাঠানো বাংলাদেশ সরকারের অন্যায়। রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘ বাংলাদেশে হিন্দুদের উপর অত্যাচার অবিলম্বে বন্ধ করা এবং চিন্ময় কৃষ্ণ দাসকে কারাগার থেকে মুক্তি দেওয়ার জন্য বাংলাদেশ সরকারের কাছে আবেদন করে।”
ভারত সরকারের কাছেও বাংলাদেশে হিন্দু ও অন্যান্য সংখ্যালঘুদের উপর অত্যাচার বন্ধ করার প্রচেষ্টা চালিয়ে যাওয়ার এবং এর সমর্থনে বিশ্বব্যাপী জনমত তৈরি করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আবেদন জানিয়েছে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘ। আরএসএস বলেছে, এই সঙ্কটময় সময়ে ভারত ও বিশ্ব সম্প্রদায়ের উচিত বাংলাদেশের আক্রান্তদের পাশে দাঁড়ানো এবং তাদের সমর্থন জানানো। এবং বিশ্ব শান্তি ও সৌভ্রাতৃত্বের জন্য নিজ নিজ সরকারের কাছে সম্ভাব্য সব ধরনের প্রচেষ্টার দাবি করা।