AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Putin’s India visit Live Updates: ২ দিনের ভারত সফর শেষে রওনা দিলেন পুতিন

| Updated on: Dec 05, 2025 | 11:44 PM
Share

Putin in India: চার বছর পর ভারতে মোদী। রুশ প্রেসিডেন্টের আগমনকালে 'নস্টালজিয়ার' স্রোত নেটমাধ্যমে। ছড়িয়ে পড়ল ২৫ বছর আগে মোদী-পুতিন প্রথম আলাপের ছবি। অন্যদিকে নয়াদিল্লির নজর থাকল কূটনৈতিক ভিতকে মজবুত করার দিকে।

Putin's India visit Live Updates: ২ দিনের ভারত সফর শেষে রওনা দিলেন পুতিন
রওনা দিলেন পুতিন

নয়াদিল্লি: চার বছর পর ভারতে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ঘোষিত কর্মসূচি মোতাবেক বৃহস্পতিবার সন্ধ্যায় নয়াদিল্লি বিমানবন্দরে অবতরণ করেন প্রেসিডেন্টের বিমান। দুদিনের সফর সেরে শুক্রবার রাতে রাশিয়ার উদ্দেশে রওনা দিলেন পুতিন।

LIVE NEWS & UPDATES

The liveblog has ended.
  • 05 Dec 2025 11:41 PM (IST)

    নয়াদিল্লিকে কী কী দিয়ে গেলেন পুতিন?

    রাশিয়ার উদ্দেশে রওনা দিলেন রুশ প্রেসিডেন্ট। সমাপ্ত প্রায় দু’দিনের সফর। কিন্তু শেষ ভারত-রাশিয়ার কৌশলী অধ্যায়ের ইতি এটা নয়। ওয়াকিবহাল মহল বলছে, এটা একটা নতুন মাত্রা। এদেশে গড়ে ২৮ ঘণ্টা মতো থাকলেন পুতিন। কিন্তু এই ২৮ ঘণ্টায় কতটা সমীকরণ বদলাল? কী কী চুক্তি বা স্বাক্ষর হল?

    পড়ুন: কী কী দিয়ে গেলেন পুতিন?

  • 05 Dec 2025 11:36 PM (IST)

    দিল্লি থেকে রওনা দিলেন পুতিন

     দিল্লি থেকে রওনা দিলেন পুতিন। বিদায় জানালেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর।  ২৩তম ভারত–রাশিয়া বার্ষিক সম্মেলন-সহ একাধিক উচ্চপর্যায়ের বৈঠক অন্তর্ভুক্ত ছিল।

  • 05 Dec 2025 09:42 PM (IST)

    রাষ্ট্রপতি ভবনে পুতিন

    রাত ন’টার কিছু পরে রাষ্ট্রপতি ভবনে পৌঁছন পুতিন। তাঁকে সংবর্ধনা জানানো হয়। ব্যাঙ্কোয়েট হলে পাশাপাশি বসেন মোদী-পুতিন। বক্তব্য রাখেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু।

  • 05 Dec 2025 07:17 PM (IST)

    রাশিয়ায় নতুন দূতাবাস

    শুক্রবার যৌথ প্রেস বৈঠক থেকে রাশিয়ায় দু’টি নতুন দূতাবাসের উদ্বোধনের কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এদিন তিনি বলেন, ‘ভারত-রাশিয়ার সম্পর্কের গুরুত্বপূর্ণ দিকটাই হল উভয় দেশের সংস্কৃতি ও জনসাধারণ।’ আর সেই সংস্কৃতি ও জনসাধারণের মেলবন্ধনকে বজায় রাখতে রাশিয়ার কাজ়ান এবং ইয়েকাতেরিনবুর্গে দু’টি ভারতীয় দূতাবাস খুলেছে নয়াদিল্লি। যার উদ্বোধন হল শুক্রবার।

  • 05 Dec 2025 07:17 PM (IST)

    কুদানকুলামের দায়িত্ব নিলেন পুতিন

    ভারতের বৃহত্তম পারমাণবিক কেন্দ্র কুদানকুলামে সহযোগিতার হাত বাড়িয়েছে রাশিয়া। তামিলনাড়ুর এই পারমাণবিক কেন্দ্রে ছয়টি চুল্লির মধ্য়ে দু’টি ইতিমধ্যেই চালু হয়ে গিয়েছে। কিন্তু বাকি চারটি এখনও নির্মীয়মান। সেগুলির দায়িত্ব নিতে চায় রাশিয়া, জানিয়েছেন খোদ পুতিন। রুশ প্রেসিডেন্টের কথায়, ‘সংশ্লিষ্ট বিদ্যুৎ কেন্দ্রটিকে পূর্ণ ক্ষমতা প্রদান করব আমরা।’

  • 05 Dec 2025 04:24 PM (IST)

    নয়াদিল্লি থেকেই ট্রাম্পকে চ্যালেঞ্জ পুতিনের?

    শুক্রবার হায়দরাবাদ হাউসে যৌথ সাংবাদিক বৈঠক করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। সমস্ত বাধা এড়িয়ে ভারতকে তেল পাঠানোর বার্তাই দিয়েছেন তিনি। রুশ প্রেসিডেন্টের কথায়, ‘জ্বালানি ক্ষেত্রে উভয় দেশই ব্য়বসা করে সন্তুষ্ট। তাই তেল-গ্য়াসের সেই ব্য়বসাকেই আবার আগের মতোই করে তুলতে চাই। আমরা একেবারে নির্বিচ্ছিন্ন ভাবে ভারতকে তেল পাঠাতেও প্রস্তুত রয়েছি।’

  • 05 Dec 2025 03:35 PM (IST)

    রুশ প্রেসিডেন্টকে পাশে নিয়ে পাকিস্তানকে সতর্ক করলেন মোদী?

    • হায়দরাবাদ হাউস থেকেই যৌথ সাংবাদিক বৈঠকে যোগ দেন দুই রাষ্ট্রপ্রধান। পুতিনকে পাশে নিয়ে সন্ত্রাসবাদে বিরুদ্ধে একযোগে লড়াইয়ের বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
    • মোদীর কথায়, ‘সন্ত্রাসবাদের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে লড়াই চালাচ্ছে ভারত-রাশিয়া। পহেলগাম হোক বা ক্রোকাস সিটি হল, এই সমস্ত ঘটনার উৎস একটাই।’
    • ইউক্রেনের শান্তি ফেরাতেও ভারত উভয়পক্ষের পাশে রয়েছে বলেই জানিয়েছেন মোদী
  • 05 Dec 2025 02:58 PM (IST)

    যৌথ সাংবাদিক বৈঠকে পুতিন-মোদী

    ‘সন্ত্রাসের বিরুদ্ধে ভারতের পাশে দাঁড়িয়ে লড়াই করছে রাশিয়া।’ ভ্লাদিমির পুতিনকে পাশে নিয়ে এমনটাই বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শুক্রবার সকালে হায়দরাবাদ হাউসে যৌথ সাংবাদিক বৈঠক করেন মোদী ও পুতিন।

  • 05 Dec 2025 01:42 PM (IST)

    নতুন উচ্চতা ছোঁয়ার বার্তা মোদীর

    • মুখোমুখি বৈঠকে দুই দেশের রাষ্ট্রপ্রধান। দুই দেশকে নিয়ে নতুন উচ্চতা ছোঁয়ার বার্তা দিলেন প্রধানমন্ত্রী।
    • মোদী বলেন, ‘ভারত-রাশিয়া মধ্যে অর্থনৈতিক সমন্বয়কে আরও মজবুত করতে হবে। আমাদের দুই দেশকে এই কূটনৈতিক সম্পর্কের মধ্যে দিয়েই নতুন উচ্চতা ছুঁয়ে যেতে হবে।’
  • 05 Dec 2025 01:07 PM (IST)

    শান্তির পাশে ভারত, পুতিনকে বার্তা মোদীর

    মুখোমুখি মোদী-পুতিন। কথা হল ইউক্রেন-রাশিয়ার যুদ্ধ নিয়ে। দুই রাষ্ট্রপ্রধান কী বললেন-

    • শান্তিপূর্ণভাবে ইউক্রেনের সমস্যা মেটানোর লক্ষ্য়ে কাজ করছে রাশিয়া। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আশ্বস্ত করলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
    • দিল্লিতে হায়দরাবাদ হাউস থেকে যৌথ বিবৃতিতে রুশ প্রেসিডেন্ট পুতিন জানালেন, কীভাবে শান্তিপূর্ণভাবে সংঘর্ষ থামানোর প্রচেষ্টা চলছে, তার পরিকল্পনা প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে ভাগ করে নিয়েছেন।
    • প্রধানমন্ত্রী মোদীও রাশিয়ার প্রেসিডেন্টকে বলেছেন যে ভারত সবসময় শান্তিকে সমর্থন করেছে এবং শান্তির পক্ষে রয়েছে। রাশিয়া-ইউক্রেনও দ্রুত শান্তির পথে হাঁটবেন বলে আশা প্রকাশ করেছেন।
    • প্রধানমন্ত্রী মোদী বলেন, “ইউক্রেন সঙ্কট শুরুর পর থেকে আমরা ক্রমাগত আলোচনা করেছি। সময়ে সময়ে আপনিও (পুতিন) আমায় সবকিছু জানিয়েছেন। আমি মনে করি যে এই বিশ্বাস আমাদের শক্তি। আমি আপনার সঙ্গে এই বিষয় নিয়ে কথা হয়েছে। একসঙ্গে আমরা শান্তির পথে এগিয়ে যাব।”

  • 05 Dec 2025 12:12 PM (IST)

    পুতিনের গান্ধী স্মরণং

    রাজঘাটে গিয়ে মহাত্মা গান্ধীর স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এখানে যাঁরা আসেন, তাঁদেরই স্বাক্ষর করতে হয় ভিজিটরস বুকে। রেকর্ড রাখা হয় দর্শণার্থীদের। গণতান্ত্রিক দেশে পুতিনও অন্যদের থেকে ভিন্ন নন। ভিজিটরস বুকে স্বাক্ষর করেই রাজঘাটে প্রবেশ করলেন তিনি।

    Putin (6)

  • 05 Dec 2025 11:33 AM (IST)

    রাষ্ট্রপতি ভবনে পুতিন

    রাজঘাটে গান্ধী মূর্তিতে শ্রদ্ধা। রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ। শুক্রবার বেলার দিকে রাইসিনা হিলসে পৌঁছলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তাঁকে সংবর্ধনা জানাতে করা হল গান স্যালুট।

  • 05 Dec 2025 09:21 AM (IST)

    ভারতের অধিকার আছে তেল কেনার, বললেন পুতিন

    •  মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের (Donald Trump) পর্দা ফাঁস করে দিলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন (Vladimir Putin)।
    • যেখানে রাশিয়ার থেকে ভারতের তেল কেনা নিয়ে ট্রাম্পের এত আপত্তি, শুল্ক চাপিয়ে জ্বালানি কেনা বন্ধ করতে চাইছে, সেখানেই আমেরিকা নিজে কিন্তু রাশিয়ার থেকে ইউরেনিয়াম কেনা বন্ধ করেনি!
    • এ কথা বললেন খোদ রুশ প্রেসিডেন্ট পুতিন
    • ট্রাম্পের সঙ্গে এই বিষয় নিয়ে কথা বলার আশ্বাস দিয়েছেন রুশ প্রেসিডেন্ট।

    বিস্তারিত পড়ুন: ‘যদি আমেরিকার অধিকার থাকে, তাহলে ভারতের কেন নয়?’, ট্রাম্পের পর্দা ফাঁস করলেন পুতিন

  • 05 Dec 2025 12:10 AM (IST)

    পুতিনের হাতে গীতা তুলে দিলেন মোদী

    হিন্দু-হিন্দুত্বে শান? ছবি দেখে তেমনটাই বলছেন একাংশ। চার বছর পর ভারত সফরে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। সংবর্ধনা জানিয়ে তাঁর হাতে গীতা তুলে দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

  • 04 Dec 2025 11:33 PM (IST)

    কোন উদ্দেশ্য সাধনে ভারতে পুতিন?

    পুতিন যোগ দেবেন ২৩তম ভারত-রাশিয়া বার্ষিক সামিটে। বেলা ১১টায় হায়দরাবাদ হাউসে দ্বিপাক্ষিক বৈঠক রয়েছে তাঁর প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে। কিন্তু ৪ হাজার ৩০০ কিলোমিটারের বেশি উড়ে এসে কী কী বিষয়ে আলোচনা করবেন পুতিন?

    বিস্তারিত পড়ুন:  যেসব কারণে ভারতে এলেন পুতিন

  • 04 Dec 2025 11:32 PM (IST)

    নতুন পথে দিশারী পুতিন?

    আপাতত রাশিয়ার প্রেসিডেন্টের দিকে প্রত্যাশপূর্ণ দৃষ্টিতে তাকিয়ে রয়েছে নয়াদিল্লি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সম্পর্ক এখন বিশেষ ভাল নয়। এই পরিস্থিতিতে রাশিয়াকে ‘হাতে রাখাই’ কূটনৈতিক ফায়দার জায়গা হতে পারে বলে মনে করছেন একাংশ।

    বিস্তারিত পড়ুন: শুল্কবাণ সামলাতে ‘বিকল্প’ খুঁজছে নয়াদিল্লি

  • 04 Dec 2025 09:11 PM (IST)

    নৈশভোজে যোগ পুতিনের

    সাড়ে ৮টা নাগাদ লোককল্যাণ মার্গে পৌঁছলেন রুশ প্রেসিডেন্ট পুতিন। সর্বভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডের প্রতিবেদন অনুযায়ী, স্বাধীনতার পর থেকে ভারতের সাফল্য ও বিকাশ নিয়ে প্রশংসা করেন তিনি। প্রশংসা করেন মোদীর এক দশকের নেতৃত্বেরও। তারপর প্রধানমন্ত্রীর সঙ্গে যোগ দেন নৈশভোজে।

    Putin In India

  • 04 Dec 2025 07:09 PM (IST)

    দিল্লিতে অবতরণ করল পুতিনের বিমান

    ৬টা ৩৫ মিনিটে নামার কথা ছিল। তবে নামলেন প্রায় ৭টার দিকে। ভারতীয় বায়ুসেনার নিরাপত্তাকে সঙ্গী করে দিল্লি বিমানবন্দরে নামলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। গোটা বিমানবন্দর ঘিরে ঠাসা নিরাপত্তা। চিরাচরিত নিয়ম (প্রোটোকল) ভেঙে স্বাগত জানাতে পৌঁছে গিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও। পাতা হয়ে গিয়েছে রেড কার্পেট। পুতিনকে স্বাগত জানিয়ে বারাণসীতে ‘উৎসবের আবহ’। আজই আবার মোদীর সঙ্গে নৈশভোজে যোগ দেবেন রুশ প্রেসিডেন্ট।

  • 04 Dec 2025 06:31 PM (IST)

    ভারতীয় বায়ুসীমায় পুতিনের বিমান

    ক্ষণিকের মধ্যেই নামবেন দিল্লি বিমানবন্দরে। ভারতীয় বায়ুসীমায় ঢুকে পড়েছে পুতিনের বিমান। মোদীর বিমানবন্দরে যাওয়া নিয়ে তুঙ্গে জল্পনা। বিভিন্ন সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, একই গাড়িতে সওয়ার হয়ে বিমাবন্দরে থেকে লোককল্যাণ মার্গে ফিরবেন মোদী-পুুতিন।

  • 04 Dec 2025 06:10 PM (IST)

    ভারত সফরে পুতিনের কর্মসূচি

    • বৃহস্পতিবার সন্ধ্য়ায় নয়াদিল্লিতে অবতরণ। চারবছর পর ভারতে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
    • বৃহস্পতিবার রাতে পুতিন যোগ দিতে পারেন মোদীর সঙ্গে নৈশভোজে।
    • আনুষ্ঠানিক ভাবে কূটনৈতিক বৈঠক শুরু হবে শুক্রবার সকাল থেকে।
    • শুক্রবার সকাল ১১টায় রাষ্ট্রপতি ভবনে যাবেন রুশ প্রেসিডেন্ট পুতিন। সাড়ে ১১টায় শ্রদ্ধাজ্ঞাপনে যাবেন রাজঘাটে। এরপর ১১টা বেজে ৫০ মিনিট নাগাদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বসবেন বৈঠকে।
    • ঘণ্টাখানেক বৈঠকের পর দুপুর সাড়ে তিনটে নাগাদ যোগ দেবেন বাণিজ্য়িক অনুষ্ঠানে।
    • সন্ধ্যা ৭টায় বৈঠক রয়েছে রাষ্ট্রপতি ভবনে।
    • ৯টায় উঠে পড়বে মস্কোগামী বিমানে।

Published On - Dec 04,2025 6:07 PM