Sahara Group News: সুব্রতর কোটি টাকার সম্পত্তি কিনে নেবেন আদানি? শীর্ষ আদালতে শুরু হবে শুনানি
Sahara Group in Supreme Court: উল্লেখ্য, সাহারা কেলেঙ্কারি অভিযোগ প্রকাশ্যে আসার পর থেকেই সাধারণের টাকা ফেরত দেওয়ার জন্য ইডির মাধ্যমে সুব্রত রায়ের প্রায় সকল সম্পত্তিই বাজেয়াপ্ত করেছে শেয়ার বাজার নিয়ন্ত্রণকারী সংস্থা সেবি। সেই সম্পত্তিগুলি বাজেয়াপ্ত করার পর, তারাই নিজেরা উদ্যোগ নিয়ে তা বিক্রিও করে দিয়েছে।

নয়াদিল্লি: দেশের শীর্ষ আদালতে দ্বারস্থ সাহারা গোষ্ঠী। একাধিক রাজ্যে ছড়িয়ে ছিটিয়ে থাকা সম্পত্তি বিক্রি করে দিতে সুপ্রিম কোর্টের কাছে অনুমতি চাইল তারা। মহারাষ্ট্রের অ্যাম্বি ভ্যালি, লখনউয়ের সাহারা শহর-সহ একাধিক কোটি টাকার সম্পত্তি আদানি গোষ্ঠীকে বিক্রি করে দিতে চায় তারা।
বেশ কিছু সর্বভারতীয় সংবাদমাধ্যম প্রদত্ত তথ্য অনুযায়ী, সম্প্রতি সুপ্রিম কোর্টের কাছে অনুমতি চেয়ে দ্বারস্থ হয়েছে সাহারা ইন্ডিয়া কমার্সিয়াল কর্পোরেশন বা এসআইসিসিএল। এই আবেদনের ভিত্তিতে দ্রুত শুনানির আর্জি জানিয়েছিল তারা। নয়াদিল্লি সূত্রে খবর, আগামী ১৪ অক্টোবর এই সম্পত্তি বিক্রির অনুমতি সংক্রান্ত শুনানি হতে পারে।
এসআইসিসিএল-র তরফে সওয়ালকারী আইনজীবী গৌতম অবস্থি শীর্ষ আদালতে জানিয়েছেন, ‘আদানি গোষ্ঠীকে নিজেদের বেশ কিছু সম্পত্তি বিক্রি করে দিতে চায় সাহারা।‘ তিনি আরও বলেন, ‘মোট ২৪ হাজার কোটি টাকা স্থাবর-অস্থাবর সম্পত্তির থেকে এখনও পর্যন্ত ১৬ হাজার কোটি টাকা উদ্ধার করা গিয়েছে এবং গোটা টাকাটাই সেবির হাতে তুলেও দেওয়া হয়েছে।’
উল্লেখ্য, সাহারা কেলেঙ্কারি অভিযোগ প্রকাশ্যে আসার পর থেকেই সাধারণের টাকা ফেরত দেওয়ার জন্য ইডির মাধ্যমে সুব্রত রায়ের প্রায় সকল সম্পত্তিই বাজেয়াপ্ত করেছে শেয়ার বাজার নিয়ন্ত্রণকারী সংস্থা সেবি। সেই সম্পত্তিগুলি বাজেয়াপ্ত করার পর, তারাই নিজেরা উদ্যোগ নিয়ে তা বিক্রিও করে দিয়েছে। তবে সমস্ত সম্পত্তি এখনও বিক্রি হয়নি। যার জেরে আজও আটকে রয়েছে বিনিয়োগকারীদের লক্ষ, কোটি টাকা। সম্প্রতি শীর্ষ আদালতে জমা পড়া অনুমতি আবেদনেও একই কথা উল্লেখ করেছে সাহারা। তাদের যুক্তি, ‘সেবি বহু সম্পত্তি বিক্রি করে দিলেও, এখনও অনেক সম্পত্তি বিক্রি হয়নি। তাই বিনিয়োগকারী, স্টেক হল্ডারদের স্বার্থে সেই সম্পত্তিগুলিকে বিক্রি করে তার থেকে পাওয়া অর্থ সেবির হাতে তুলে দিলে তাদেরই লাভ হবে।’
