Satta Sammelan: I.N.D.I.A. জোট সাত ক্ষমতালোভী পরিবারের জোট: শাহ

Amit Shah: জাতীয় রাজনীতির বিভিন্ন আঙ্গিক নিয়ে সত্তা সম্মেলনের মঞ্চে নিজের গুরুত্বপূর্ণ মতামত তুলে ধরলেন শাহ। উঠে এল বিরোধীদের ইন্ডিয়া জোটের প্রসঙ্গও। অমিত শাহর স্পষ্ট কথা, 'ইন্ডিয়া জোট কোনওদিন ছিলই না। এটা সংবাদমাধ্যমের তৈরি করা।' কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর কথায়, কোথাও জোট হয়নি। সেই সঙ্গে উদাহরণ ধরে ধরে বুঝিয়ে দিলেন, কেন তিনি একথা বলছেন।

Satta Sammelan: I.N.D.I.A. জোট সাত ক্ষমতালোভী পরিবারের জোট: শাহ
কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহImage Credit source: TV9 Network
Follow Us:
| Updated on: Feb 27, 2024 | 10:31 PM

নয়া দিল্লি: রাজধানী দিল্লিতে টিভি নাইন নেটওয়ার্কের ফ্ল্যাগশিপ কনক্লেভ হোয়াট ইন্ডিয়া থিঙ্কস টুডের আজ তৃতীয় দিন। আজ সন্ধেয় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তাঁর বর্ণময় উপস্থিতির মধ্য দিয়ে কনক্লেভের সত্তা সম্মেলনের মঞ্চকে আলোয় আলোয় ভরিয়ে তুললেন। জাতীয় রাজনীতির বিভিন্ন আঙ্গিক নিয়ে সত্তা সম্মেলনের মঞ্চে নিজের গুরুত্বপূর্ণ মতামত তুলে ধরলেন শাহ। উঠে এল বিরোধীদের ইন্ডিয়া জোটের প্রসঙ্গও। অমিত শাহর স্পষ্ট কথা, ‘ইন্ডিয়া জোট কোনওদিন ছিলই না। এটা সংবাদমাধ্যমের তৈরি করা।’ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর কথায়, কোথাও জোট হয়নি। সেই সঙ্গে উদাহরণ ধরে ধরে বুঝিয়ে দিলেন, কেন তিনি একথা বলছেন।

ইন্ডিয়া জোট যে ফ্লপ হতে চলেছে, সে কথা বোঝাতে গিয়ে একাধিক রাজ্যের উদাহরণ তুলে ধরেন অমিত শাহ। উঠে এল বাংলার প্রাদেশিক রাজনীতির সমীকরণের কথাও। বাংলার ক্ষেত্রে মমতা বলেই দিয়েছেন, তাঁর দল রাজ্যে একা লড়বে। এদিকে বাংলায় ইন্ডিয়ার আরও দুই শরিক দল রয়েছে সিপিএম ও কংগ্রেস। বিভিন্ন রাজ্যের প্রাদেশিক সমীকরণে ইন্ডিয়া জোটের বেহাল দশার কথা ব্যাখ্যা করার সময় শাহ বললেন, ‘ইন্ডিয়ার তিন সদস্য বাংলায় মুখোমুখি লড়ছে। দুই সদস্য কেরলে লড়ছে।’ সঙ্গে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর আরও সংযোজন, ‘মহারাষ্ট্রে আগেই জোট ছিল না। ওড়িশায় কোনও জোট নেই। হিমাচল প্রদেশেও সম্ভব নয়। পঞ্জাবে সবে বিষয়টি হয়েছে।’

ইন্ডিয়া জোট কোথায় গিয়ে ধাক্কা খাচ্ছে, সে নিয়েও এদিন ব্যাখ্যা দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তাঁর ব্যাখ্যায়, ‘ইন্ডিয়া জোট হল সাত ক্ষমতালোভী পরিবারের জোট। যারা নিজেদের ছেলেমেয়েদের কিংবা পরিবারের সদস্যদের মন্ত্রী বানাতে চান।’ কংগ্রেস থেকে শুরু করে তৃণমূল, কোনও শিবিরই বাদ গেল না অমিত শাহর নিশানা থেকে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর কথায়, ‘মমতাজি চাইছেন ভাইপোকে ক্ষমতায় বসাতে, লালুজি চাইছেন তাঁর ছেলেকে মুখ্যমন্ত্রী করতে। স্ট্যালিনও তাই চাইছেন। উদ্ধব ঠাকরেরও লক্ষ্য একই।’ আর কংগ্রেসের টার্গেটের কথা বলতে গিয়ে রাহুলের বার বার ব্যর্থ হওয়ার প্রসঙ্গও তুলে ধরেন তিনি। অমিত শাহ বললেন, ‘সনিয়াজির একমাত্র লক্ষ্য ২১তম চেষ্টায় যাতে রাহুলকে সফলভাবে রাজনীতিতে আত্মপ্রকাশ করানো যায়। এর আগে ২০ বার চেষ্টা করেও ব্যর্থ হয়েছেন।’