রাম মন্দির নির্মাণে যৌনকর্মীদের অর্থ সাহায্য

sreejayee das

| Edited By: ishita marick

Updated on: Jan 21, 2021 | 6:27 PM

বেশ ভালোই আর্থিক সাহায্য সংগ্রহ হয়েছে বলে জানান বিশ্ব হিন্দু পরিষদের জলপাইগুড়ি জেলা সম্পাদক কৃষ্ণেন্দু গুহ।

বুধবার দুপুরে রাম মন্দির নির্মান কল্পে আর্থিক সাহায্য সংগ্রহ করতে জলপাইগুড়ি দিনবাজার সংলগ্ন যৌন পল্লী এলাকায় দেখা গেলো বিশ্ব হিন্দু পরিষদের সদস্য দের। বেশ ভালোই আর্থিক সাহায্য সংগ্রহ হয়েছে বলে জানান বিশ্ব হিন্দু পরিষদের জলপাইগুড়ি জেলা সম্পাদক কৃষ্ণেন্দু গুহ।

 

Published on: Jan 20, 2021 05:25 PM