AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Shankaracharya: “সংসদে গরু নিয়ে আসা উচিত…”, দেখভালের জন্য ২ লক্ষ টাকা বেতনের পরামর্শ শঙ্করাচার্যের

Shankaracharya: এরপরেই তাঁর সংযোজন, "ওই দিন সংসদে একটি গরু নিয়ে যাওয়া উচিত ছিল। এবার প্রশাসন যদি তা না পারে, তাহলে আমাদের পক্ষ থেকে গোটা দেশের নানা প্রান্তের গরু নিয়ে যেতে পারি।"

Shankaracharya: সংসদে গরু নিয়ে আসা উচিত..., দেখভালের জন্য ২ লক্ষ টাকা বেতনের পরামর্শ শঙ্করাচার্যের
Image Credit: PTI | Getty Image
| Updated on: Aug 04, 2025 | 12:27 PM
Share

নয়াদিল্লি: দেশের নতুন সংসদে গরু নিয়ে আসা উচিত ছিল, রবিবার এমনই বিতর্কিত মন্তব্য করে বসলেন জোশীমঠের শঙ্করাচার্য অভিমুক্তেশ্বরানন্দ সরস্বতী। কিন্তু সংসদে গরুর কী কাজ? শঙ্করাচার্য বলেছেন, নতুন সংসদ উদ্বোধনের সময় গরু নিয়ে আসা উচিত ছিল। তাঁর কথায়, “যদি গরুর মূর্তি সংসদে ঢুকতে পারে, তা হলে আসল গরু কেন না?”

কিন্তু সংসদে গরুর মূর্তিটাই বা কোথায়? শঙ্করাচার্য বলেন, “নতুন সংসদ ভবনে প্রবেশের সময় প্রধানমন্ত্রীর হাতে সেনগল ছিল, সেই রাজদণ্ডেই একটি গরুর ছবি খোদাই করা দেখা গিয়েছে।” এরপরেই তাঁর সংযোজন, “ওই দিন সংসদে একটি গরু নিয়ে যাওয়া উচিত ছিল। এবার প্রশাসন যদি তা না পারে, তাহলে আমাদের পক্ষ থেকে গোটা দেশের নানা প্রান্তের গরু নিয়ে যেতে পারি।”

গরুর প্র্রসঙ্গ এখানেই থামাননি শঙ্করাচার্য। এদিন তিনি মহারাষ্ট্রের প্রশাসনের উদ্দেশে তিনি বলেন, “মহারাষ্ট্র সরকারের উচিত গরুকে সম্মান জানানোর জন্য একটি নীতি তৈরি করা। কেউ যদি গরুকে উত্ত্যক্ত না করে তার জন্য জরিমানাও ধার্য করা হোক।” পাশাপাশি, দেশজুড়ে যতগুলি বিধানসভা রয়েছে সেখানে ‘রামাধাম’ নামে গোয়াল তৈরিরও দাবি জানান তিনি।

শঙ্করাচার্যের কথায়, “দেশজুড়ে ৪ হাজারের অধিক রামাধাম তৈরি করা প্রয়োজন। যেখানে গরু নিরাপত্তা থেকে সকল পরিষেবার ব্যবস্থা থাকবে। পাশাপাশি, প্রায় শতাধিক গরু রাখারও জায়গা থাকবে। যিনি ওই গরুগুলির দেখভাল করবেন তাঁকে প্রতি মাসে দু’লক্ষ টাকা বেতন দেওয়া হবে।”