Draft Voter List: তেজস্বী ভুল করেছেন, ভোটার লিস্টে আপনার নাম আছে কি না, খুঁজবেন কী করে?
Bihar SIR: বিরাট দাবি করে বসেছেন রাজ্যের প্রাক্তন উপমুখ্যমন্ত্রী তথা আরজেডি নেতা তেজস্বী যাদব। তাঁর দাবি, খসড়া ভোটার তালিকা তাঁর নামই নেই! তিনি কীভাবে নির্বাচনে লড়বেন?

পটনা: বিহারে ভোটার তালিকায় নিবিড় পরিমার্জনের পর প্রকাশিত হয়েছে খসড়া ভোটার তালিকা। তারপরই বিরাট দাবি করে বসেছেন রাজ্যের প্রাক্তন উপমুখ্যমন্ত্রী তথা আরজেডি নেতা তেজস্বী যাদব। তাঁর দাবি, খসড়া ভোটার তালিকা তাঁর নামই নেই! তিনি কীভাবে নির্বাচনে লড়বেন?
তেজস্বী যাদবের এই দাবিতে হইচই পড়ে যায়। যদিও কিছুক্ষণের মধ্যেই নির্বাচন কমিশনের তরফে লালু-পুত্রের ভুল ধরিয়ে দেওয়া হয়। জানানো হয়, ৪১৬ নম্বরে তেজস্বী যাদবের নাম রয়েছে।
খসড়া ভোটার তালিকায় ভোটারদের নাম খোঁজা যায় সহজেই। কীভাবে নাম খুঁজবেন, জেনে নিন।
- নির্বাচন কমিশনের নির্দেশ অনুযায়ী, https://voters.eci.gov.in/download-eroll -এ ক্লিক করতে হবে।
- এরপর রাজ্য, জেলা, বিধানসভা কেন্দ্র, ভাষা এবং SIR 2025 লিখে ক্যাপচা পূরণ করতে হবে।
- এরপর পার্ট নম্বর দিয়ে এবং পার্ট নাম সিলেক্ট করতে হবে।
- এরপর ডাউনলোড অপশনে ক্লিক করলেই সম্পূর্ণ খসড়া ভোটার তালিকা ডাউনলোড হয়ে যাবে। সেখানেই ভোটারদের নাম পাওয়া যাবে।
- এছাড়া অনলাইনেও ভোটারদের নাম খোঁজা যাবে। এর জন্য-
প্রথমে https://www.nvsp.in-এ ক্লিক করুন।
‘ভোটার লিস্ট সার্চ’- এ ক্লিক করুন।
অথবা https://electoralsearch.eci.gov.in -এ ক্লিক করুন।
নাম, বয়স এবং জেলা অনুসারে সার্চ করুন।
নাম তালিকাভুক্ত থাকলে, বুথ, সিরিয়াল নম্বর, EPIC নম্বর এবং অন্যান্য তথ্য দেখা যাবে।
মোবাইল অ্যাপ:
- ভোটার হেল্পলাইন অ্যাপ ডাউনলোড করুন।
- অ্যাপটি খুলুন এবং ‘ভোটার তালিকায় নাম অনুসন্ধান করুন’ এ ক্লিক করুন।
- নাম অথবা EPIC নম্বর লিখুন
- সঙ্গে সঙ্গেই তথ্য দেখা যাবে
এসএমএস:
- আপনার EPIC নম্বর টাইপ করুন
- এটি ৭৭৩৮২৯৯৮৯৯ নম্বরে পাঠান।
- ভোটার তালিকায় নাম থাকলে, সম্পূর্ণ তথ্য এসএমএসের মাধ্যমে জানা যাবে।

