AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

প্রথমবার করোনা চেনা যাচ্ছিল এই লক্ষণে, এবার উধাও সেই উপসর্গই! এর কারণ কী?

New COVID-19 Variant: ৫ বছর বাদে এবার নতুন করে যে করোনা সংক্রমণ ছড়াচ্ছে, তাতে এই উপসর্গের দেখা মিলছে না। বর্তমানে যারা করোনা আক্রান্ত হচ্ছেন, তাদের মধ্যে এই উপসর্গ দেখা যাচ্ছে না।

প্রথমবার করোনা চেনা যাচ্ছিল এই লক্ষণে, এবার উধাও সেই উপসর্গই! এর কারণ কী?
ফাইল চিত্র।Image Credit: PTI
| Updated on: May 28, 2025 | 5:00 PM
Share

নয়া দিল্লি: ফের একবার বাড়ছে করোনা আতঙ্ক। ভারত তথা সারা বিশ্বেই সংক্রমণ বাড়ছে। প্রথমবার যখন করোনা সংক্রমণ ছড়িয়েছিল, সেই সময়ে যে উপসর্গ দেখা গিয়েছিল, তার সঙ্গে এই নতুন করোনা সংক্রমণের লক্ষণ বেশ আলাদা। কী সেই উপসর্গ জানেন?

২০২০ সালে যখন প্রথমবার করোনা সংক্রমণ ছড়িয়েছিল, তখন আক্রান্তদের অন্যতম উপসর্গই ছিল স্বাদ ও গন্ধ হারিয়ে যাওয়া। নাকে কোনও গন্ধ পাওয়া যেত না, মুখেও কোনও স্বাদ ছিল না। এই উপসর্গ দেখা দিলেই সংক্রমিত ব্যক্তিরা বুঝতে পারতেন করোনায় আক্রান্ত হয়েছেন তিনি।

৫ বছর বাদে এবার নতুন করে যে করোনা সংক্রমণ ছড়াচ্ছে, তাতে এই উপসর্গের দেখা মিলছে না। বর্তমানে যারা করোনা আক্রান্ত হচ্ছেন, তাদের মধ্যে এই উপসর্গ দেখা যাচ্ছে না। এই বিষয়ে মহামারী বিশেষজ্ঞ ডঃ যুগল কিশোর বলেন যে যখন ওমিক্রন ভ্যারিয়েন্ট এসেছিল, তখন গলা, নাক ও শ্বাসযন্ত্রের উপরে বিশেষ প্রভাব পড়ছিল। এবারের সংক্রমণে এই প্রভাব পড়ছে না।

কেন এমন হচ্ছে?

এর অন্যতম কারণ হল টিকাকরণ। করোনা টিকা নেওয়ার পর শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বেড়ে গিয়েছে। এর জেরে শরীরে ভাইরাস বেশি ছড়াচ্ছে না বা সংক্রমণ ছড়ালেও তা গুরুতর রূপ ধারণ করছে না।

সম্প্রতিই আমেরিকা ও ইউরোপের গবেষণায় জানা গিয়েছে, ৯০ শতাংশেরও বেশি রোগীর স্বাদ বা গন্ধে কোনও প্রভাব পড়ছে না।

করোনার নতুন উপসর্গে স্বাদ-গন্ধের মতো উপসর্গ না দেখা গেলেও, এর অর্থ এই নয় যে এই ভাইরাস আর বিপজ্জনক নয়।

নতুন করোনা সংক্রমণের উপসর্গ-

এই সংক্রমণের প্রধান উপসর্গ হল

  • জ্বর
  • মাথাব্যথা,
  • কাশি ও
  • ক্লান্তি

কী করা উচিত?

  • মাস্ক পরুন।
  • ভিড় এড়িয়ে চলুন।
  • নিয়মিত হাত ধোওয়া ও স্যানিটাইজার ব্যবহার করুন।
  • বুস্টার ডোজ না নিলে, তা অবশ্যই নিন।