ভারতেও অনুমোদন পেল ‘স্পুটনিক লাইট’, করোনার সঙ্গে যুঝতে এক ডোজ়েই রক্ষাকবচ
ইতিমধ্যেই ৬০টি দেশে এই রাশিয়ান ভ্যাকসিন (Sputnik V) অনুমোদনও পেয়েছে।
নয়া দিল্লি: ২৪ ঘণ্টা আগেই খবর এসেছিল রাশিয়ার ভ্যাকসিন স্পুটনিক এবার ‘লাইট’ ভার্সনে। তার এক ডোজ়েই তৈরি হবে করোনার রক্ষাকবচ। তবে ইউরোপিয়ান মেডিসিনস এজেন্সি (EMA), আমেরিকার ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন (FDA) সে টিকায় সিলমোহর দেয়নি। তা হোক! শুক্রবার সুখবর এল ভারতের হাত ধরে। ড্রাগস কনট্রোলার জেনারেল অব ইন্ডিয়া এ দেশে আপৎকালীন গুরুত্ব অনুযায়ী স্পুটনিক লাইট ব্যবহারে অনুমতি দিয়েছে। অর্থাৎ এ দেশের কঠিন করোনা পরিস্থিতিতে নতুন হাতিয়ার হতে চলেছে রাশিয়ান টিকা স্পুটনিক লাইট। নিঃসন্দেহে এই ঘোষণায় দেশে টিকাকরণ অভিযানে যেমন গতি আসবে, তেমনই কম সময়েই লড়াই করার শক্তি মিলবে কোভিডের সঙ্গে।
রাশিয়ার ভ্যাকসিন তৈরিতে আর্থিকভাবে সহায়তাকারী দ্য রাশিয়ান ডিরেক্ট ইনভেস্টমেন্ট ফান্ড (RDIF)-এর তরফে জানানো হয়েছে ‘পরীক্ষায় দেখা গিয়েছে স্পুটনিক ভি-এর ডবল ডোজ় যেখানে ৯১.৬ শতাংশ কার্যকর সেখানে স্পুটনিক লাইট ৭৯.৪ শতাংশ সফল’। অর্থাৎ স্পুটনিক ও স্পুটনিক লাইটের মধ্যে কার্যকারিতার ক্ষেত্রে কিছুটা তফাৎ থাকছেই। তবে আপৎকালীন পরিস্থিতিতে নিঃসন্দেহে এই এক ডোজ়ের ভ্যাকসিনের ভূমিকা অত্যন্ত তাৎপর্যপূর্ণ।
আরও পড়ুন: করোনার তৃতীয় ঢেউ রুখতে ‘দাওয়াই’ দিলেন কেন্দ্রের মুখ্য বৈজ্ঞানিক উপদেষ্টা
ইতিমধ্যেই ৬০টি দেশে রাশিয়ার এই ভ্যাকসিনের ব্যবহার হচ্ছে। টিকা দেওয়ার পর ২৮ দিনের মাথায় ডোজ়ের কার্যকারিতা পরীক্ষা করে দেখেন গবেষকরা। তাতে ভাল নম্বর পেয়েই পাশ করেছে এই টিকা।