রাজধানীর আপামর সাংবাদিকদের নিখরচায় টিকা দেবেন কেজরীবাল

কেজরীবাল সরকার জানিয়েছে, যে মাধ্যমের সংবাদকর্মী হন না কেন, তাঁকে নিজের খরচে টিকা দেবে সরকার।

রাজধানীর আপামর সাংবাদিকদের নিখরচায় টিকা দেবেন কেজরীবাল
ফাইল ছবি
Follow Us:
| Updated on: May 07, 2021 | 7:41 PM

নয়া দিল্লি: করোনার বিরুদ্ধে দেশব্যাপী এই যুদ্ধে ইতিমধ্যেই সাংবাদিকদের ফ্রন্টলাইন যোদ্ধা হিসেবে ঘোষণা করেছে একাধিক রাজ্য। এ বার রাজধানীর সকল স্তরের সাংবাদিক জন্য বিনামূল্যে টিকা দেওয়ার কথা ঘোষণা করল অরবিন্দ কেজরীবাল সরকার। যে মাধ্যমের যে রকমের সাংবাদিক হন না কেন, তাঁকে বিনামূল্যেই টিকা দেওয়া হবে। এবং সেই খরচ বহন করবে রাজ্য জানিয়েছে কেজরীবাল সরকার।

তৃতীয়বার ক্ষমতায় আসার পরই রাজ্যের সরকার অনুমোদিত সাংবাদিকদের কোভিড যোদ্ধা হিসেবে ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যদিও বাস্তবে নানা মাধ্যমে যে সংখ্যক সাংবাদিক কাজ করেন, তার সিকিভাগই সরকারি স্বীকৃতি পান। ফলে তাতে আপামর সাংবাদিক মহলের আহ্লাদিত হওয়ার কোনও কারণ ছিল না। যদিও কেজরীবাল সরকার জানিয়েছে, যে মাধ্যমের সংবাদকর্মী হন না কেন, তাঁকে নিজের খরচে টিকা দেবে সরকার।

আরও পড়ুন: ‘অক্সিজেন চাই, তা না হলে আগামী ৭ দিনে মারাত্মক হবে বাংলার পরিস্থিতি’, কেন্দ্রকে চিঠি লিখলেন উদ্বিগ্ন মমতা

দিল্লি সরকারের পক্ষ থেকে বিশেষভাবে বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে, সকল সংবাদ মাধ্যমের কর্মীদের টিকা দিতে একটি বিশেষ কর্মসূচি নেওয়া যাবে। এক্ষেত্রে ইলেকট্রনিক মিডিয়া, ডিজিটাল মিডিয়া এবং প্রিন্ট মিডিয়ারা সাংবাদিকদের শামিল করা হবে এই কর্মসূচিতে। এই নিয়ে তৃতীয় রাজ্য তার সাংবাদিকদের কোভিডকালে বিশেষ মর্যাদা দিল। প্রথমে উত্তরাখণ্ডে, দ্বিতীয়ত পশ্চিমবঙ্গ এবং তৃতীয়ত দিল্লি।

 আরও পড়ুন: বদলে যাচ্ছে কোউইনে রেজিস্ট্রেশন এবং ভ্যাকসিন নেওয়ার পদ্ধতি, ঘোষণা কেন্দ্রের