Corona Cases and Lockdown News: একদিনে আক্রান্ত প্রায় ৫০ হাজার! তড়িঘড়ি লকডাউনের সিদ্ধান্ত কর্নাটক সরকারের

| Edited By: | Updated on: May 07, 2021 | 11:53 PM

ফের চার লাখের গণ্ডি পার করল দেশে দৈনিক আক্রান্তের সংখ্যা। তবে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন প্রায় সাড়ে তিন লক্ষ মানুষ।

Corona Cases and Lockdown News: একদিনে আক্রান্ত প্রায় ৫০ হাজার! তড়িঘড়ি লকডাউনের সিদ্ধান্ত কর্নাটক সরকারের
ফাইল চিত্র

রাজস্থান, মধ্যপ্রদেশ এবং কেরলের পর কর্নাটকও রাজ্যে টোটাল লকডাউনের সিদ্ধান্ত নিল। দেশে দৈনিক সংক্রমণে ফের নতুন রেকর্ড তৈরি হল। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত হয়েছেন ৪ লক্ষ ১৪ হাজার ১৮৮ জন। একদিনেই মৃত্যু হয়েছে ৩ হাজার ৯১৫ জনের। এর আগে বুধবার দেশে করোনা আক্রান্ত হয়েছিলেন ৪ লক্ষ ১২ হাজার ২৬২ জন। একদিনেই মৃত্যু হয়েছিল ৩৯৮০ জনের। অর্থাৎ মৃতের সংখ্যা সামান্য কমলেও ফের বেড়েছে আক্রান্তের সংখ্যা।

এই নিয়ে দেশে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ২ কোটি ১৪ লক্ষ ৯১ হাজার ৫৯৮-এ। তবে এরমধ্যে সুস্থ হয়ে উঠেছেন ১ কোটি ৭৬ লক্ষ ১২ হাজার ৩৫১ জন। গত ২৪ ঘণ্টাতেও সুস্থতার হার বেশ আশাজনক। একদিনেই সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩ লক্ষ ৩১ হাজার ৫০৭ জন। বর্তমানে দেশে সক্রিয় রোগীর সংখ্যা ৩৬ লক্ষ ৪৫ হাজার ১৬৪।  করোনা সংক্রান্ত যাবতীয় খবর দেখে নিন একনজরে-

LIVE NEWS & UPDATES

The liveblog has ended.
  • 07 May 2021 08:44 PM (IST)

    ২৪ ঘণ্টায় বঙ্গে ১১২ প্রাণ কাড়ল করোনা, উর্ধ্বমুখী সংক্রমণের গ্রাফ

    আগামী ১৫ দিন খুব খারাপ জায়গায় যেতে পারে রাজ্যের করোনা পরিস্থিতি। গতকালই এই আশঙ্কার কথা শোনা গিয়েছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে। শুক্রবারের স্বাস্থ্য দফতরের বুলটিনে দেখা গেল, একেবারেই অমূলক ছিল না সেই আশঙ্কা। গত ২৪ ঘণ্টায় একলাফে ২০ হাজারের কাছাকাছি পৌঁছে গিয়েছে রাজ্যের দৈনিক সংক্রমণ। মৃত্যুর হারও অব্যাহত।

    সবিস্তারে পড়ুন: ২০ হাজারের দরজায় বাংলার দৈনিক সংক্রমণ, পরের ১৫ দিন আরও খারাপ পরিস্থিতির আশঙ্কা

  • 07 May 2021 08:41 PM (IST)

    একদিনে আক্রান্ত প্রায় ৫০ হাজার! তড়িঘড়ি লকডাউনের সিদ্ধান্ত কর্নাটক সরকারের

    লাফিয়ে লাফিয়ে বাড়ছে কর্নাটকের দৈনিক আক্রান্তের সংখ্যা। প্রতি ২৪ ঘণ্টায় নতুন করে রাজ্যের প্রায় ৫০ হাজার মানুষ আক্রান্ত হয়েছেন করোনায়। এই অবস্থায় শেষ বিকল্প হিসেবে লকডাউন জারি করার সিদ্ধান্ত নিল কর্নাটকের ইয়েদুরাপ্পা সরকার।১৫ দিনের জন্য এই লকডাউন জারি করা হয়েছে। ১০ মে ভোর ৬ টা থেকে ২৫ মে ভোর ৬ টা পর্যন্ত কার্যকর থাকবে এই লকডাউন। যদিও জরুরি পণ্য এবং নিত্য প্রয়োজনীয় জিনিসের দোকান সকাল ৬ টা থেকে সন্ধ্যা ৬ টা পর্যন্ত খোলা রাখার অনুমতি দেওয়া হয়েছে। উল্লেখ্য, গতকালই রাজস্থান, মধ্য প্রদেশ এবং কেরলও সম্পূর্ণ লকডাউনের পথে হেঁটেছে।

  • 07 May 2021 07:00 PM (IST)

    ফ্রি ভ্যাকসিন চেয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ বাংলা

    গোটা দেশবাসীকে বিনামূল্যে ভ্যাকসিন দেওয়ার দাবিতে আগেই সুর চড়িয়েছিলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এ বার টিকার বিনামূল্যে বণ্টন চেয়ে সোজা সুপ্রিম কোর্টের দ্বারস্থ হল পশ্চিমবঙ্গ সরকার। ইতিমধ্যেই একাধিক রাজ্য নিজেদের রাজ্যে বিনামূল্যে টিকাকরণের প্রতিশ্রুতি দিয়েছে। বাংলাও সেই তালিকায় রয়েছে। তবে রাজ্যের দাবি, দেশজুড়ে টিকাকরণের জন্য অভিন্ন নীতি নেওয়া প্রয়োজন কেন্দ্রীয় সরকারের।

    সবিস্তারিত পড়ুন: টিকাকরণের অভিন্ন নীতি-সহ ফ্রি ভ্যাকসিন চেয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ রাজ্য সরকার

  • 07 May 2021 06:56 PM (IST)

    ১২ রাজ্যে ১ লক্ষের বেশি অ্যাক্টিভ কেস

    স্বাস্থ্য মন্ত্রকের অতিরিক্ত সচিব আরতি আহুজা জানান, দেশের ১২টি রাজ্যে ১ লক্ষের বেশি সক্রিয় সংক্রমণ রয়েছে। সাতটি রাজ্যে রয়েছে ৫০ হাজার থেকে ১ লক্ষের মধ্যে অ্যাকটিভ কেস। ১৭ রাজ্য এমনও রয়েছে, যেখানে ৫০ হাজারেরও কম অ্যাকটিভ কেস রয়েছে।

  • 07 May 2021 06:52 PM (IST)

    ‘করোনার তৃতীয় ঢেউ রুখতে পারে সাধারণ মানুষই’

    করোনার ( COVID-19) তৃতীয় ঢেউ ‘অনিবার্য’। দু’দিন আগেই জানিয়েছিলেন কেন্দ্রের সেই মুখ্য বৈজ্ঞানিক উপদেষ্টা কে বিজয়রাঘবন। শুক্রবার তাঁর মুখেই শোনা গেল আশার বাণী। বললেন, বেশ কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপ করলে প্রতিরোধ করা যেতে পারে কোভিডের তৃতীয় ঢেউ।

    সবিস্তারিত পড়ুন: করোনার তৃতীয় ঢেউ রুখতে ‘দাওয়াই’ দিলেন কেন্দ্রের মুখ্য বৈজ্ঞানিক উপদেষ্টা

  • 07 May 2021 10:45 AM (IST)

    ভ্যাকসিন নেওয়ার স্লট খুঁজতে চোখ রাখুন এই ওয়েবসাইটগুলিতে

    চলতি মাসে শুরু হয়েছে ১৮ থেকে ৪৪ বছর বয়সীদের ভ্যাকসিন দেওয়ার প্রক্রিয়া। রেজিস্ট্রেশন শুরু হওয়ার পর থেকে নিজেদের নাম কো-উইন অ্যাপে নথিভুক্ত করেছেন কয়েক লক্ষ মানুষ। কিন্তু স্লট খুঁজে পাচ্ছেন না অনেকেই। বাড়ির কাছে কোন টিকাকরণ কেন্দ্রে টিকা পাওয়া যাবে, তা নিয়ে সমস্যায় পড়েছেন অনেকেই। আর সেই স্লট খুঁজে দিতে রয়েছে একাধিক ওয়েবসাইট। সেগুলির সাহায্যে সহজেই স্লট খুঁজে নেওয়া সম্ভব।

    বিস্তারিত পড়ুন: ভ্যাকসিনের স্লট পাচ্ছেন না? চোখ রাখবেন কোন কোন ওয়েবসাইটে

  • 07 May 2021 10:42 AM (IST)

    দিল্লির ডোমদের দিনযাপন

    লাগাতার জ্বলছে চিতা। স্নান-খাওয়া ভুলে শুধু একের পর এক চিতা সাজিয়েই চলেছেন তাঁরা। চাপ এতটাই যে বাড়ির পথ ভুলেছেন, শ্মশানেই কোনওমতে কিছুক্ষণের জন্য ঘুমিয়ে রাত কাটাচ্ছেন। এমনটাই যন্ত্রণাদায়ক উঠে এসেছে চিত্র দিল্লি ও পার্শ্ববর্তী শ্মশানঘাটগুলিতে।

    বিস্তারিত পড়ুন: ২৪ ঘণ্টাই জ্বলছে চিতা, সময় নেই খাওয়ার, শ্মশানেই কাটছে রাত-মর্মস্পর্শী কাহিনি দিল্লির শ্মশানকর্মীদের

  • 07 May 2021 10:38 AM (IST)

    পোল্যান্ড থেকে এল ১০০টি অক্সিজেন কনসেনট্রেটর

    ভারতকে করোনাযুদ্ধে সাহায্য করতে একের পর এক দেশ নানা প্রয়োজনীয় সামগ্রী দিয়ে সাহায্য করছে। এ বার পোল্যান্ড থেকেও এল ১০০টি অক্সিজেন কনসেনট্রেটর।

  • 07 May 2021 10:34 AM (IST)

    আরও ভয় বাড়াচ্ছে করোনার দোসর ব্ল্যাক ফাঙ্গাস

    দিল্লির স্যার গঙ্গারাম হাসপাতালে দেখা দিয়েছে এই ছত্রাক সংক্রমণ। যে সমস্ত রোগীদের সম্প্রতি কোনও অঙ্গ উপস্থাপন হয়েছে বা দীর্ধদিন ধরে আইসিইউতে রয়েছেন ও দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা দীর্ঘদিন ধরে কম, মূলত তাদেরই আক্রমণ করে এই ব্ল্যাক ফাঙ্গাস। প্রাণঘাতী সংক্রমণের কারণে এর আগেও বহু রোগীর মৃত্যু হয়েছিল, অনেক রোগীর দৃষ্টিশক্তি চলে গিয়েছিল কিংবা নাক ও চোয়াল অস্ত্রোপচার করে বাদ দিতে হয়েছিল।

    বিস্তারিত পড়ুন: করোনার উপর বিষফোঁড়া ‘ব্ল্যাক ফাঙ্গাস’, প্রাণঘাতী এই সংক্রমণের দেখা মিলল দিল্লির হাসপাতালে

  • 07 May 2021 09:47 AM (IST)

    জম্মু-কাশ্মীরে বসল অক্সিজেন কনসেনট্রেটর প্ল্যান্ট

    প্রতি মি্নিটে ১০০০ লিটার অক্সিজেন তৈরি করবে নতুন কনসেনট্রের প্ল্যান্ট। জম্মু-কাশ্মীরের রাজৌরির সরকারি মেডিক্যাল কলেজে বসানো হল এমনই এক প্ল্যান্ট।

Published On - May 07,2021 8:44 PM

Follow Us: