SSC Case: ‘অভিজিৎ গাঙ্গুলিকে নিয়ে স্ক্রুটিনি করতে বসিনি’, হঠাৎ কেন একথা বলল সুপ্রিম কোর্ট

SSC Case in Supreme Court: মঙ্গলবার সুপ্রিম কোর্টে শুনানির সময় প্রথমেই রাজ্য নিজেদের যুক্তি দেখায় আদালতে। রাজ্য সরকার সুপার নিউমেরারি পোস্টের বিরুদ্ধে সিবিআই তদন্তের নির্দেশের বিরুদ্ধে আদালতে সওয়াল করে। সেই সময় রাজ্যের তরফে জানানো হয়, অতিরিক্ত শূন্যপদের বিরুদ্ধে সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিলেন প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়।

SSC Case: 'অভিজিৎ গাঙ্গুলিকে নিয়ে স্ক্রুটিনি করতে বসিনি', হঠাৎ কেন একথা বলল সুপ্রিম কোর্ট
সুপ্রিম কোর্টে উঠল অভিজিৎ গাঙ্গুলির প্রসঙ্গImage Credit source: TV9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: May 07, 2024 | 6:47 PM

নয়া দিল্লি: সুপ্রিম কোর্টে এসএসসি মামলার শুনানির সময় এদিন একাধিকবার উঠে আসে কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্য়ায়ের প্রসঙ্গ। বার বার প্রাক্তন বিচারপতির নাম উঠে আসায় কিছুটা বিরক্ত হয় সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চ। বিচারপতিরা স্পষ্ট জানিয়ে দেন, ‘আমরা এখানে তাঁকে নিয়ে স্ক্রুটিনি করতে বসিনি। আমরা বোধ হয় মূল বিষয় থেকে সরে আসছি।’ উল্লেখ্য, মঙ্গলবার সুপ্রিম কোর্টে শুনানির সময় প্রথমেই রাজ্য নিজেদের যুক্তি দেখায় আদালতে। রাজ্য সরকার সুপার নিউমেরারি পোস্টের বিরুদ্ধে সিবিআই তদন্তের নির্দেশের বিরুদ্ধে আদালতে সওয়াল করে। সেই সময় রাজ্যের তরফে জানানো হয়, অতিরিক্ত শূন্যপদের বিরুদ্ধে সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিলেন প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়।

তারপর চাকরিহারাদের তরফের আইনজীবী যখন আদালতে নিজের যুক্তি সাজাচ্ছিলেন, তখনও উঠে আসে প্রাক্তন বিচারপতির প্রসঙ্গ। উল্লেখ্য, অভিজিৎ গঙ্গোপাধ্যায় যখন হাইকোর্টের বিচারপতি ছিলেন, তখন তাঁর এজলাসে নিয়োগ দুর্নীতি সংক্রান্ত একাধিক মামলার শুনানি হয়েছে। পরে তিনি, বিচারপতির পদ ছেড়ে রাজনীতিতে যোগ দেন।

প্রাক্তন বিচারপতির রাজনীতিতে আসা প্রসঙ্গে আজ আদালতে চাকরিহারাদের আইনজীবী বলেন, ‘প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধেও পদক্ষেপ করা উচিত। কারণ তিনি ইন্টারভিউতে বলেছেন, তাঁকে রাজনীতিতে নামার জন্য আহ্বান করা হয়েছে। তাঁর বিরুদ্ধেও পদক্ষেপ করা হোক।’

সেই সময়েই ওই আইনজীবীকে থামিয়ে দিয়েই সুপ্রিম কোর্টের বিচারপতিরা জানিয়ে দেন, তাঁরা এখানে প্রাক্তন বিচারপতিকে নিয়ে স্ক্রুটিনি করতে বসেননি। মামলার মূল বিষয় থেকে সরে আসা হচ্ছে বলেও মন্তব্য করেন বিচারপতিরা।