নয়া দিল্লি: বাংলায় ২০টি আসনের জন্য প্রার্থী তালিকা ঘোষণা করা হয়েছে ইতিমধ্য়েই। এবার বাকি ২২টি আসন নিয়ে চলছে জল্পনা। নরেন্দ্র মোদী রাজ্যে এসে ৪২টি আসনের টার্গেট দিয়ে গিয়েছেন বঙ্গ বিজেপিকে। তাই কোনও আসনকেই দুর্বল বলে মনে করছে গেরুয়া শিবির। শীঘ্রই বাকি আসনগুলির প্রার্থীর নাম ঘোষণা হতে পারে বলে জানা যাচ্ছে। সেই ইস্যুতে আলোচনায়র জন্য়ই আজ সোমবার দিল্লি গিয়েছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার।
এদিন দুপুর ৩টে থেকে বৈঠক হতে পারে বিজেপির সদর দফতরে। উপস্থিত থাকবেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। সূত্রের খবর, যে সব আসন তৃণমূলের হাতে রয়েছে, সেগুলির ক্ষেত্রে প্রার্থী বাছাইয়ে বাড়তি জোর দিচ্ছে বিজেপি। আলোচনা হতে পারে আসানসোল আসনের পরবর্তী প্রার্থী নিয়েও। ইতিমধ্যেই যে সব আসনে প্রার্থী ঘোষণা হয়েছে, সেগুলির প্রচার প্রক্রিয়া নিয়েও আলোচনা হবে কেন্দ্রীয় নেতৃত্বের বৈঠকে।
গত শনিবারই লোকসভা নির্বাচনের প্রথম প্রার্থী তালিকা ঘোষণা করেছে বিজেপি। মোট ১৯৫ জন প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে, যার মধ্যে রয়েছে বাংলার ২০ জনের নাম ছিল। তবে আসানসোলে পবন সিং-এর নাম ঘোষণা করা হলেও তিনি লড়বেন না বলে জানিয়ে দিয়েছেন।
যাদবপুর, বনগাঁ, হাওড়া, বোলপুর, বালুরঘাট সহ একাধিক গুরুত্বপূর্ণ কেন্দ্রের প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে। শান্তনু ঠাকুর, সুকান্ত মজুমদার, লকেট চট্টোপাধ্যায়, সুভাষ সরকার, হিরণের নাম রয়েছে তালিকায়।