‘আন্দোলনকারী কৃষকরা কি করোনা থেকে সুরক্ষিত?’ কেন্দ্রকে প্রশ্ন শীর্ষ আদালতের

ঈপ্সা চ্যাটার্জী |

Jan 07, 2021 | 3:55 PM

প্রধান বিচারপতি এস এ বোবদে (SA Bobde) কেন্দ্রের তরফে উপস্থিত সলিসিটর জেনারেল তুষার মেহতাকে প্রশ্ন করে বলেন,"কৃষকরা করোনা থেকে সুরক্ষিত নয়, সেটা জানেন? পূর্বের অভিজ্ঞতা (তবলিঘি জামাত) থেকে কি শিক্ষা নেননি? কৃষক আন্দোলন ঘিরেও একই সমস্যার সৃষ্টি হতে পারে।"

আন্দোলনকারী কৃষকরা কি করোনা থেকে সুরক্ষিত? কেন্দ্রকে প্রশ্ন শীর্ষ আদালতের
ফাইল চিত্র।

Follow Us

নয়া দিল্লি: “আন্দোলনকারী কৃষকরা কী করোনাভাইরাস থেকে সুরক্ষিত?”, কেন্দ্রকে সরাসরি এই প্রশ্নই করল সুপ্রিম কোর্ট(Supreme Court)। একইসঙ্গে মনে করিয়ে দিলেন তবলিঘি জামাত (Tablighi Jamat) এবং সেখান থেকে গোটা দেশে ছড়িয়ে পড়া করোনা সংক্রমণের কথা।

গত বছরের মার্চ মাসে তবলিঘি জমায়েত নিয়ে কেন্দ্র ও দিল্লি সরকারের ভূমিকা নিয়ে একটি জনস্বার্থ মামলার শুনানি হচ্ছিল বৃহস্পতিবার। সেই সময়ই প্রধান বিচারপতি এস এ বোবদে (SA Bobde) কেন্দ্রের তরফে উপস্থিত সলিসিটর জেনারেল তুষার মেহতাকে প্রশ্ন করে বলেন,”কৃষকরা করোনা থেকে সুরক্ষিত নয়, সেটা জানেন? পূর্বের অভিজ্ঞতা (তবলিঘি জামাত) থেকে কি শিক্ষা নেননি? কৃষক আন্দোলন ঘিরেও একই সমস্যার সৃষ্টি হতে পারে।”

আদালতের ধমকে সলিসিটর জেনারেল তুষার মেহতা বলেন, “দুই সপ্তাহের মধ্যে তিনি প্রধান বিচারপতির প্রশ্নের জবাব দেবেন।” পাল্টা জবাবে প্রধান বিচারপতি বলেন, “আমরা করোনা সংক্রমণের সমস্যার সমাধান করতে চাই। সমস্ত করোনাবিধি মেনে চলা হচ্ছে কিনা, সেই বিষয়টি নিশ্চিত করতে চাই আমরা।”

আরও পড়ুন: ট্রাক্টরের গর্জনে কাঁপছে দিল্লি সীমান্ত, কেন্দ্রের মুখে কুলুপ

গতবছর মার্চ মাসে করোনা সংক্রমণের মাঝেই দিল্লির নিজামুদ্দিন এলাকায় আয়োজন করা হয় তবলিঘি জামাতের। দেশ-বিদেশের হাজার হাজার ইসলাম ধর্মাবলম্বী মানুষ জমায়েত হন। সেখান থেকেই দেশের বিভিন্ন প্রান্তে দ্রুত ছড়িয়ে পড়ে করোনা সংক্রমণ (Coronavirus)। “সুপার স্পেড্রার”-র তকমা দেওয়া হয় তবলিঘি জামাতকে। এই ঘটনায় মহামারী আইনের (Pandemic Act) অধীনে বহু মামলা দায়ের করা হয় ও গ্রেফতারও করা হয় বহু অংশগ্রহণকারীকে। কিন্তু উপযুক্ত প্রমাণ পেশ করতে না পারায় অধিকাংশই পরবর্তী সময়ে জামিনে মুক্তি পেয়ে যান।

এদিকে, নভেম্বরের শেষভাগ থেকে সীমান্তে কৃষি আইন (Farm Laws) প্রত্যাহারের দাবিতে আন্দোলন করছেন দেশের বিভিন্ন প্রান্তের কয়েক হাজার কৃষক। এই পরিস্থিতিতে আন্দোলনকারীদের মধ্যে কেউ করোনা আক্রান্ত হলে তা দ্রুত বাকিদের মধ্যেও ছড়িয়ে পড়বে। আজকের শুনানিতে এই আশঙ্কাই প্রকাশ করল সুপ্রিম কোর্টও।

আরও পড়ুন: বিগ বি-র কন্ঠ শুনতে নারাজ দেশবাসী, কলার টিউন সরানোর আর্জি দিল্লি হাইকোর্টে

Next Article