CJI Chandrachud: ‘কাল তো আমার বাড়িতে গিয়ে জিজ্ঞেস করবেন, আমি কী করছি’, আইনজীবীর ব্যবহারে ক্ষুব্ধ প্রধান বিচারপতি

Oct 03, 2024 | 4:17 PM

CJI Chandrachud: আইনজীবীকে প্রধান বিচারপতি মনে করিয়ে দিয়েছেন যে কম সময় হলেও তিনি এখনও দায়িত্বে আছেন। এমন কোনও আচরণ যাতে আর না করা হয়, সে বিষয়ে সতর্ক করেছেন প্রধান বিচারপতি।

CJI Chandrachud: কাল তো আমার বাড়িতে গিয়ে জিজ্ঞেস করবেন, আমি কী করছি, আইনজীবীর ব্যবহারে ক্ষুব্ধ প্রধান বিচারপতি
ডি ওয়াই চন্দ্রচূড়
Image Credit source: Getty Image ও PTI

Follow Us

নয়া দিল্লি: ‘কম সময় বাকি থাকলেও, আমি এখনও আছি।’ এ কথা বলেই আইনজীবীকে আদালতে ব্যবহারের পাঠ দিলেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়। একটি মামলায় শীর্ষ আদালত কী নির্দেশ দিয়েছে, তা ক্রস চেক (মিলিয়ে দেখতে) করতে কোর্ট মাস্টারের দ্বারস্থ হয়েছিলেন ওই আইনজীবী, এ কথা শুনেই ক্ষুব্ধ হন প্রধান বিচারপতি।

আদালত কক্ষে আইনজীবীর উদ্দেশে প্রধান বিচারপতি বলেন, “এত সাহস হয় কী করে? আমি কী নির্দেশ দিয়েছি, তা কোর্ট মাস্টারকে জিজ্ঞেস করলেন কী করে? কাল তো আমার বাড়িতে চলে আসবেন, আর আমার ব্যক্তিগত সচিব (পার্সোনাল সেক্রেটারি)-কে জিজ্ঞেস করবেন, আমি কী করছি!” আইনজীবীকে কড়া ভাষায় ভর্ৎসনা করে প্রধান বিচারপতি বলেন, ‘আইনজীবীরা কি সব বুদ্ধি হারিয়ে ফেলেছেন!’

একইসঙ্গে ওই আইনজীবীকে প্রধান বিচারপতি মনে করিয়ে দিয়েছেন যে কম সময় হলেও তিনি এখনও দায়িত্বে আছেন। এমন কোনও আচরণ যাতে আর না করা হয়, সে বিষয়ে সতর্ক করেছেন প্রধান বিচারপতি।

এই খবরটিও পড়ুন

উল্লেখ্য, আগামী ১০ নভেম্বর অবসর নেবেন প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়। পরবর্তী প্রধান বিচারপতি পদের দৌড়ে রয়েছেন বিচারপতি সঞ্জীব খান্না। ২ বছরের মেয়াদে প্রধান বিচারপতি চন্দ্রচূড় বারবার কোর্টরুমের ডেকোরামে বা আদব-কায়দায় নজর দিয়েছেন। আইনজীবীদের ভর্ৎসনাও করেছেন প্রয়োজনে।

গত সপ্তাহেই এক আইনজীবী প্রধান বিচারপতির প্রশ্নের উত্তর দিতে গিয়ে বলেছিলেন, ইয়া… ইয়া (হ্যাঁ..হ্যাঁ..)। আর এ কথা শুনেই প্রবল রেগে যান প্রধান বিচারপতি। তিনি ভর্ৎসনা করে বলেন, ‘ইয়া… ইয়া আবার কী কথা, এটা কোনও ক্যাফে নয়।’ কিছুদিন আগে আরজি কর মামলার শুনানিতেও আইনজীবী কৌস্তভ বাগচীকে ভর্ৎসনা করেন প্রধান বিচারপতি। বারবার জোর গলায় কথা বলেন, কৌস্তভ বাগচীকে প্রধান বিচারপতি বলেছিলেন, ‘শেষ ২ ঘণ্টা ধরে দেখছি, গলা নামিয়ে কথা বলুন।’

Next Article