Supreme Court SIR Hearing: সাড়ে তিন লক্ষের ধন্দ! SIR-এ বাদ পড়া ভোটারদের জন্য বড় নির্দেশ সুপ্রিম কোর্টের
Supreme Court News: শেষ শুনানি পর্বেও উঠে এসেছিল এই ৩.৬৬ লক্ষ বাতিল ভোটারের কথা। মামলাকারীদের আইনজীবী প্রশান্ত ভূষণ আদালতে বলেছিলেন, 'এই সমীক্ষার মাধ্যমে মুসলিম এবং মেয়েদের নাম তালিকা থেকে সবচেয়ে বেশি বাদ দেওয়া হয়েছে। এই প্রক্রিয়া খুব সমস্যাকর। আদালতের নির্দেশ মেনে খসড়া তালিকায় বাদ পড়া ৬৫ লক্ষ ভোটারের নাম প্রকাশ করা হলেও, এর বাইরে বেশ কিছু নাম রয়েছে।'

নয়াদিল্লি: বিনামূল্যে মিলবে আইনী সহায়তা। এসআইআর-এ নাম বাদ পড়া ভোটারদের জন্য বড় পদক্ষেপের নির্দেশ শীর্ষ আদালতের। বিহারের স্টেট লিগ্যাল সার্ভিসেস অথোরিটিকে ‘মানুষের পাশে দাঁড়ানোর’ বার্তা দিল সুপ্রিম কোর্ট। বৃহস্পতিবার বিহারে হওয়া ভোটার তালিকার বিশেষ ও নিবিড় পরিমার্জন নিয়ে শুনানি চলছিল শীর্ষ আদালতের ডিভিশন বেঞ্চে।
সেখানেই বিহারের এসআইআর-এ যাতে কোনও ‘অবৈধ কাটছাঁট’ না হয়, তা সুনিশ্চিত করতেই যেন বড় পদক্ষেপ সুপ্রিম কোর্টের বিচারপতি সূর্য কান্ত এবং বিচারপতি জয়মাল্য বাগচীর বেঞ্চের। আদালতের নির্দেশ, ‘মামলাকারীদের অভিযোগ, কোনও রকম কারণ না দর্শিয়েই বিহারের চূড়ান্ত তালিকা থেকে ৩.৬৬ লক্ষ ভোটারের নাম বাতিল করে দেওয়া হয়েছে। যেহেতু পুনরায় নাম দাখিলের শেষ তারিখ একেবারে দোরগোড়ায় চলে এসেছে। তাই বিহারের স্টেট লিগ্য়াল সার্ভিসেস-র চেয়ারপার্সনকে বলব, বেশ কিছু প্যারা-লিগ্যাল ভলান্টিয়ার তৈরি করে নাম দাখিলে আগ্রহীদের সাহায্য় করুন।’
উল্লেখ্য়, শেষ শুনানি পর্বেও উঠে এসেছিল এই ৩.৬৬ লক্ষ বাতিল ভোটারের কথা। মামলাকারীদের আইনজীবী প্রশান্ত ভূষণ আদালতে বলেছিলেন, ‘এই সমীক্ষার মাধ্যমে মুসলিম এবং মেয়েদের নাম তালিকা থেকে সবচেয়ে বেশি বাদ দেওয়া হয়েছে। এই প্রক্রিয়া খুব সমস্যাকর। আদালতের নির্দেশ মেনে খসড়া তালিকায় বাদ পড়া ৬৫ লক্ষ ভোটারের নাম প্রকাশ করা হলেও, এর বাইরে বেশ কিছু নাম রয়েছে। সেই ৩.৬৬ লক্ষ ভোটারের নাম প্রকাশ করেনি কমিশন।’
বৃহস্পতিবার শুনানি চলাকালীন সেই ৩.৬৬ লক্ষ বাতিল ভোটারের প্রসঙ্গ ফের তুলে ধরেন আইনজীবী প্রশান্ত ভূষণ। তিনি বলেন, ‘শেষে সংযোজিত ২১ লক্ষ এবং বাতিল হওয়া ৩.৬৬ লক্ষ ভোটারের নাম প্রকাশে কেন এত লজ্জা পাচ্ছে কমিশন? কেন ওদের নাম একটা মেশিন-রিডেবল ফরম্যাট প্রকাশ করা হচ্ছে না?’ বলে রাখা ভাল, এই ৩.৬৬ লক্ষ বাতিল ভোটার ঘিরে তৈরি হয়েছে একাধিক প্রশ্ন। কমিশন প্রদত্ত খসড়া তালিকার পরিসংখ্য়ান অনুযায়ী, এই ৩.৬৬ লক্ষ ভোটার সেই তালিকায় থাকলেও পরবর্তীতে চূড়ান্ত তালিকায় তাদের নাম বাদ যায়। কিন্তু কেন? সেই কারণ অস্পষ্ট। আর সেই ধোঁয়াশা দূর করতেই শেষ শুনানিতে কমিশনকে তাঁদের নাম প্রকাশের নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত।
