AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Supreme Court Hearing on SIR: ‘একটা ভুল হলে গোটা SIR…’, কমিশনকে সতর্ক করে দিল সুপ্রিম কোর্ট

Supreme Court Bihar SIR Hearing: যারা কমিশনের কাছে নানা অভিযোগ তুলে দ্বারস্থ হয়েছেন, তাদের সমস্যারও কোনও সমাধান করেনি কমিশন। পরিসংখ্যান এখনও পর্যন্ত ৩০ শতাংশ সমস্যার সমাধান হয়েছে এবং সেই মতো ভোটার তালিকা আপডেট করা হয়েছে। আগামী পয়লা অক্টোবার বিহারের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হবে।

Supreme Court Hearing on SIR: 'একটা ভুল হলে গোটা SIR...', কমিশনকে সতর্ক করে দিল সুপ্রিম কোর্ট
প্রতীকী ছবি Image Credit: PTI
| Updated on: Sep 15, 2025 | 4:07 PM
Share

নয়াদিল্লি: একটা ভুল পাওয়া গেলে গোটা প্রক্রিয়া বাতিল করে দেওয়া হবে। বিহারে চলা ভোটার তালিকার বিশেষ এবং নিবিড় পরিমার্জন নিয়ে বড় নির্দেশ শীর্ষ আদালতের। সোমবার বিচারপতি সূর্য কান্ত এবং বিচারপতি জয়মাল্য বাগচীর বেঞ্চে চলছিল এই মামলার শুনানি। সেখানেই কড়া নির্দেশ আদালতের। পাশাপাশি, এদিন মাসকতক ধরে চলা SIR মামলার শেষ শুনানির দিনক্ষণও ঘোষণা করে দিয়েছেন বিচারপতিরা।

এদিন শুনানি পর্বে গণতান্ত্রিক অধিকার রক্ষা সমিতি বা এডিআর-র হয়ে সওয়ালকারী আইনজীবী প্রশান্ত ভূষণ অভিযোগ করেন, নির্বাচন কমিশন গোটা SIR প্রক্রিয়া পর্বে নানা ভাবেই নিয়ম বহির্ভূত কাজ করছে। এমনকি, যারা কমিশনের কাছে নানা অভিযোগ তুলে দ্বারস্থ হয়েছেন, তাদের সমস্যারও কোনও সমাধান করেনি কমিশন। পরিসংখ্যান এখনও পর্যন্ত ৩০ শতাংশ সমস্যার সমাধান হয়েছে এবং সেই মতো ভোটার তালিকা আপডেট করা হয়েছে। আগামী পয়লা অক্টোবার বিহারের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হবে।

একই সুরে প্রশ্ন তুলে সরব হতে দেখা যায় আরও এক সওয়ালকারী বৃন্দা গ্রোভারকে। তিনি বলেন, ‘কমিশনের ভুলের জন্য সাধারণ মানুষকে কেন ভুগতে হবে?’ এই দুই সওয়ালকারীর অভিযোগ শোনার পরেই কমিশনকে সতর্ক করে দেন বিচারপতি সূর্য কান্ত। তাঁর কড়া নির্দেশ, নির্বাচন কমিশন একটি সাংবিধানিক প্রতিষ্ঠান। চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হয়ে গেলেও তাতে কোর্টের কিছু যায় আসে না। কিন্তু ভোটমুখী বিহারে তারা যেভাবে SIR প্রক্রিয়া চালাচ্ছে, তাতে কোনও রকম গাফিলতি বা ভুল থাকা উচিত নয়। আর তারপরেও যদি একটা ভুল থাকে, তা হলে গোটা পরিমার্জন প্রক্রিয়াকেই বাতিল করে দেওয়া হবে। এই মামলায় চূড়ান্ত শুনানি আগামী ৭ই অক্টোবর।