পিছনের সিট থেকে সোজা নীতীশের পাশে! মুচকি হেসে তেজস্বী বললেন, ‘বাকি ক্যায়া হোতা হ্যায় আগে আগে দেখিয়ে…’

ঈপ্সা চ্যাটার্জী |

Jun 05, 2024 | 2:20 PM

Lok Sabha Election Results 2024: সকালেই দেখা গিয়েছিল, একই বিমানে যাচ্ছেন নীতীশ কুমার ও তেজস্বী যাদব। নীতীশের ঠিক পিছনের সিটেই বসেছিলেন তেজস্বী যাদব। দুইজনকে হাসিমুখেই দেখা যায়। কিন্তু কিছুক্ষণ পরই আরও একটি ছবি সামনে আসে, যেখানে দেখা যাচ্ছে, নীতীশ কুমারের পাশে বসে রয়েছেন তেজস্বী যাদব।

পিছনের সিট থেকে সোজা নীতীশের পাশে!  মুচকি হেসে তেজস্বী বললেন, বাকি ক্যায়া হোতা হ্যায় আগে আগে দেখিয়ে...
পিছনের সিট থেকে নীতীশের পাশের সিটে তেজস্বী।
Image Credit source: Twitter

Follow Us

নয়া দিল্লি: গন্তব্য আলাদা, কিন্তু একই পথে যাত্রা। দিল্লি যাচ্ছেন নীতীশ কুমার ও তেজস্বী যাদব। একজন যোগ দেবেন এনডিএ-র বৈঠকে, আরেকজন ইন্ডিয়া জোটের বৈঠকে। তার আগেই মাঝ আকাশেই ‘রহস্য’! দুই বিরোধী নেতাকে নিয়ে আশঙ্কায় বাকি সমস্ত রাজনৈতিক নেতারা। কী কথা হচ্ছে দুই নেতার মধ্যে? সোশ্যাল মিডিয়ায় দুই নেতার পাশাপাশি বসে থাকার ভিডিয়ো ভাইরাল হতেই  তুঙ্গে জল্পনা।

লোকসভা নির্বাচনে জয়ী এনডিএ। ২৯২ আসনে জয়ী হয়েছে তারা। অন্যদিকে ইন্ডিয়া জোটও পিছিয়ে নেই। ২৩২ আসন পেয়েছে তারা। কে সরকার গড়বে, তা নিয়ে যখন টানাপোড়েন চলছে, সেই পরিস্থিতিতে বৈঠকে বসছে এনডিএ এবং ইন্ডিয়া জোট। নীতীশ কুমার ও তেজস্বী যাদব এই বৈঠকেই যোগ দিতে দিল্লি যাচ্ছেন।

সকালেই দেখা গিয়েছিল, একই বিমানে যাচ্ছেন নীতীশ কুমার ও তেজস্বী যাদব। নীতীশের ঠিক পিছনের সিটেই বসেছিলেন তেজস্বী যাদব। দুইজনকে হাসিমুখেই দেখা যায়। কিন্তু কিছুক্ষণ পরই আরও একটি ছবি সামনে আসে, যেখানে দেখা যাচ্ছে, নীতীশ কুমারের পাশে বসে রয়েছেন তেজস্বী যাদব।

এই ছবি প্রকাশ্যে আসতেই জল্পনা শুরু হয়েছে যে বিমানেই কি জোট অদল-বদলের কথা হয়ে গেল? এদিন বিমান থেকে নামার পর সংবাদমাধ্যমের মুখোমুখি হলে, তেজস্বী যাদবকে নীতীশ কুমারের সঙ্গে কী কথা হয়েছে, সে বিষয়েই প্রশ্ন করা হয়। জবাবে শুধু মুচকি হেসে তেজস্বী বলেন, “ধৈর্য্য ধরুন। জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ।”

Next Article