PM Modi 11 Years: মোদী জমানায় প্রযুক্তির সঙ্গে ‘যোগাযোগ’ বেড়েছে ভারতের, বলছে রিপোর্ট
PM Modi 11 Years: একটি পরিসংখ্যান বলছে, ভারতে প্রযুক্তিগত বিপ্লবের হাত ধরে বেড়েছে টেলিফোন কমিউনিকেশন ও ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা। ২০১৪ সালে দেশে মোট ব্যবহারকারী ছিলেন ৯৩ কোটি। যা ২০২৫ সালে এসে ঠেকেছে ১২০ কোটিতে। একই সঙ্গে বেড়েছে ৫জি কানেকশনও।

নয়াদিল্লি: ১১ বছরের সময়কালে ১৬টি উন্নয়ন। ডিজিটাল ভারতের পথে নজির গড়েছে মোদী জমানা, এমনটাই বলছে রিপোর্ট। সাম্প্রতিক কালের কৃত্রিম বুদ্ধিমত্তা কিংবা সেমিকন্ডাক্টর উন্নতিই হোক বা শাসনকালের শুরুর দিকে তৈরি করা ডিজিটাল পরিচয়পত্র আধার কার্ড।
একটি পরিসংখ্যান বলছে, ভারতে প্রযুক্তিগত বিপ্লবের হাত ধরে বেড়েছে টেলিফোন কমিউনিকেশন ও ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা। ২০১৪ সালে দেশে মোট ব্যবহারকারী ছিলেন ৯৩ কোটি। যা ২০২৫ সালে এসে ঠেকেছে ১২০ কোটিতে। একই সঙ্গে বেড়েছে ৫জি কানেকশনও। তথ্য বলছে, ৪জির থেকেও দ্রুত গতিতে ছড়িয়েছে ৫জি। ২০২২ সালে ৫জি পরিষেবা শুরু হওয়ার পর তা ইতিমধ্যেই পৌঁছে গিয়েছে দেশে ৯৯ শতাংশ এলাকায়। যার জেরে জুড়ে গিয়েছে শহর থেকে গ্রাম।
তবে দেশের ডিজিটাল উন্নয়নের কথা তুললে সেখানে সবার প্রথমেই উঠে আসবে UPI পেমেন্টের কথা। গোটা বিশ্বে ভারতের থেকে দ্রুত এবং বিনামূল্যে ডিজিটাল পেমেন্ট সম্ভবত কোথাওই নেই। সেই কারণে, সিঙ্গাপুরের মতো একাধিক দেশই এখন ভারতের এই UPI ব্যবস্থা নিতে আগ্রহ প্রকাশ করেছে।
সাম্প্রতিক আগের তুলনায় অনেকটাই বদলে গিয়েছে দেশের ডিজিটাল পট। এখন প্রযুক্তি হয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তা নির্ভর। সেই কথাটা মাথায় রেখেই কেন্দ্র সূচনা করেছে India AI Mission-এর। কী হবে তাতে?
জানা গিয়েছে, এই প্রকল্পের হাত ধরে ভারতের প্রতিটি ক্ষেত্রে কৃত্রিম বুদ্ধিমত্তার প্রবেশ ঘটাবে কেন্দ্র। দেশের নাগরিককে করে তুলবে কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পন্ন। তাছাড়াও কৃত্রিম বুদ্ধিমত্তা ও চাকরির বাজারে যে ভয় তৈরি হয়েছে, তাও কাটাতে সহায়তা করবে এই প্রকল্প। শিক্ষা ব্যবস্থাতেও ঘটাবে AI বিপ্লব।

